নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরে ভাই ভালো মন্দ বলেতো কথা নাকি । আমি ভাল হলে আমার কাছে পুরো পৃথিবী ভাল লাগবে তাইতো নাকি । এখন আমি যদি কাউকে কিল ঘুষি দেই বা ইট ঢেল মারি তাহলেতো আমাকেও হয় পাথরের আঘাত আর না হলে কামড় খাইতেই হবে কি বলেন নাকি আমিও ভুল বল্লাম আর আস্তিক নাস্তিকের দলে যোগ দিলাম ।কোন দরকার আছে কে কোন ধর্ম কেমনে পালন করে না করে সে বিষয় গুতা দেওয়ার । ও আগে আগে খোঁচা আর গুটা দিবেন পরে কিছু কইলেই হাজী সাহেবের মুখ ভালো না । করবেন করেন কলমের লড়াই কেউতো না করে নাই । কিন্তু সে লড়াই হতে হবে মানসম্পর্ন এবং সত্যের পক্ষে । এখন তা না করেই জেনে না জেনেই যদি একজনের ধর্ম বা একজনকে মৌলবাদি এবং একজনকে আস্তিক নাস্তিকের পাল্লায় ওজন করতে শুরু করেন তাহলে কেমনে হইব । আগে আপনার ধর্মের ওজন কতটুক তা মাপ দেন তার পর না হয় অন্যের ধর্মের ওজন মাপ দিবেন । বাংলাদেশ সহ বহি বিশ্বে অনেক স্থানেই হিন্দু অথবা অন্য ধর্ম থেকে মুসলিম হয়েছে তারা কিন্তু কেউ টাকার লোভে মুসলিম হয় নায় । কারন মুসলমানের অত অর্থ বা সম্পদ নাই ।আর মুসলিম ধর্ম থেকে যারাও দুই একজন অন্য ধর্মে যোগ দিছেন তারা শুধু টাকার লোভে অথবা অর্থের লোভে নিজেকে বিক্রি করছেন । বিষয় সকলের মনে রাখা উচিত ।
©somewhere in net ltd.