নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শত ঝড়তুফানেও তোমাদের কুল মাগো আর ছাড়বো না ।

১০ ই মে, ২০১৫ দুপুর ২:২৬

বিশ্ব মা দিবস মাকে নিয়ে কি আর লেখব । মাতো মাই তার তুলনা হয়না । পৃথিবীতে বড়দের একটি জ্ঞানের কথা আছে মুড়ি বলো চিড়া বলো ভাতের সমান না,খালা বলো চাচি বলো মায়ের সমান না ।মায়ের বিকল্প বা মায়ের স্থানে আর কাওকে বসানো যাবে না ।
শীত নাই গরম নাই মা তার আদরে তার বুকে পরশে যে আদর যে ভালবাসা দিয়ে দশ মাস দশ দিন তার গর্ভে রাখা থেকে শুরু করে পৃথিবীতে আসা পযন্ত এবং শিশু থেকে ছেলে হলে বিয়ে করানো মেয়ে হলে বিয়ে দেওয়া পযন্ত যত কষ্ট হোক না কেন সব এক মুহূর্তে ভুলে গীয়ে ছেলে মেয়েকে মানুষের মত মানুষ করেন ।
এর মাঝে মা ও বাবা উভয়ের স্বপ্ন থাকে ছেলে মেয়েকে মানুষ করা তদের একটি সুন্দর ভবিষৎ গড়ে দেওয়া । মা বাবার তার সন্তানের প্রতি যে দায়ত্ব কর্তব্য থাকে তা তারা সবই সঠিক ভাবে পালন করে । কথা হলো শুধু মা বাবারই আমাদের প্রতি দায়ত্ব কর্তব্য আছে আমাদের কি তাদের প্রতি কোন দায়ত্ব কর্তব্য নেই,তারাতো আমাদের প্রতি ঠিকই তাদের দায়ত্ব কর্তব্যগুলো সঠিক ভাবে পালন করেছে, কিন্তু আমরা কি তাদের প্রতি আমাদের দায়ত্বগুলো সঠিক ভাবে পালন করছি ?
আমরা অনেক সন্তান আছি বিয়ে করে মা বাবাকে ভুলে যাই । বিয়ের পরে বউ আর স্বামীই হয়ে যায় মা বাবা । অথচ যারা তাদের সকল সুখ দুঃখ ভুলে যেয়ে সন্তানকে বড় করলেন তাদেরকে আমরা ভুলে যাই ।
অথচ তাদের প্রতি আমাদের অনেক দায়ত্ব অনেক কর্তব্য আছে যা আমরা সঠিক ভাবে পালন করি না । তাই আসুন ২০১৫ সালের এই মা দিবসেই আমরা শপথ গ্রহণ করি মা বাবার প্রতি আর নয় অবহেলা,মা বাবার প্রতি আমাদের সকল দায়ত্ব এবং কর্তব্যগুলো যেন মনযোগ দিয়ে সঠিক ভাবে পালন করি ।
একটি কথা আমাদের স্বরণ রাখতে হবেঃ মা বাবার পায়ের নিচেই আমাদের বেহেস্ত । তাই আর নয় মা বাবার প্রতি কোন অবহেলা আর নয় অব যত্ন । এটাই আমাদের সকলের চাওয়া সকলের প্রতাশা ।

জননী তোমাদের কুলে রয়েছিলাম সুখে
বুঝিনি তখন তোমার কুল ছাড়া কাঁটবে জীবন দুখে ।
তোমরাই সকল স্বর্গ তোমরাই জীবনের সকল মূলে
সকল ভুল ক্ষমা করে নেওনা তুলে
তোমরা আবারো তোমাদের কুলে ।
কথা দিলাম এমন ভুল আর করবো না
শত ঝড়তুফানেও তোমাদের কুল মাগো আর ছাড়বো না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৪৬

কালের সময় বলেছেন: good

১৮ ই মে, ২০১৫ ভোর ৪:৫২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.