নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আসুন দেখি ব্লগ অভিশাপ না আশীর্বাদ

০৮ ই মে, ২০১৫ রাত ১২:৪৮


মানব কল্যানে বিজ্ঞানের এই আধুনিক যুগে আমাদের দৈন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার অপরসীম । আর ঘরে বা অফিসে এই কম্পিউটার থাকা মানেই ইন্টার নেট ব্যবহার, আর ইন্টার নেট ব্যবহার মানেই হয়ত সারাদিন ব্লগে না হয় ফেসবুকে ।
যারা ফেসবুকে পড়ে থাকেন তারাও সারাদিন একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে স্টাস দেন । তাদের এই ধরনের তথ্যের ওপরে ভিত্তিকরে অনেকে অনেক সংবাদ পত্রেও অনেক ধরনের রিপোট লেখেন । তাহলে এক হিসেবে যারা এ ধরনের তথ্য দিয়ে স্টাটার্স দিয়ে তথ্য প্রধান করতেছেন তারাও একধরনের ব্লগার এবং এই তথ্য গুলো আমাদের জন্য কিন্তু আশীর্বাদ । আবার অনেকে ফেসবুকে নিয়মিত ব্লগও লেখেন ।

যেমন ধরা যাক আমরা এইযে ব্লগে কতজন ব্লগার আছি ? হবেনা হবেনা বলেও হিসাব করলে দেখা যাবে না হলেও কম হলেও ছয় হাজার ব্লগারের নীক আছে । আর সাধারনত নীক ছাড়াও প্রতিদিনের পাঠক আছে দশ হাজার । আমাদের দেশে এরকম আর অগনিত অনেক ব্লগসাইট আছে । তাছাড়াও অনেকে ব্যক্তিগত ব্লগেও মানে ব্লগপোস্ট বা গুগল থেকে ব্লগিং করে থাকি ।

ব্লগের অবদান বলে শেষ করা যাবে না । যেমন ধরেন কেও আছে দিনাজপুর কেও বগুড়া অথবা কেও ঢাকা এবং কেও আছে সিলেট, কুমিল্লা বা চট্রগ্রাম । এখন কথা হলো একটা সময় গেছে দিনাজপুর বা বগুড়া কিছু সমস্যা হলে তা ঢাকা বা সিলেট,কুমিল্লা ও চট্রগ্রাম পযন্ত পৌঁছাতে পুরো এক থেকে দুই তিনদিন সময় লেগে যেত । আর এখন দিনাজপুর, বগুড়া,রংপুর এক কথায় উত্তর অঞ্চল থেকে দক্ষিন অঞ্চল বা বাংলাদেশের যে কোন প্রান্তেই যাই ঘটুক তা সাথে সাথে হয়ত ব্লগ বা ফেসবুক ব্লগ থেকে যে কোন ব্লগ সাইট থেকেই হোক না কেন তথ্য আমরা পেয়ে যাই ।

শুধু এ পযন্তই না দেশের বাহিরেরও তথ্য পেতে এখন আমাদের বেশি সময় লাগে না । তাছাড়াও মাটির নিচ থেকে মহাকাশ পযন্ত নানা তথ্য আমরা পেয়ে যাই তাও এই ব্লগ সাইটের না হয় ফেসবুক ব্লগের মাধ্যমে ।

এবার আমার মূল্য প্রশ্নটা দেশ ছাড়াও সারা পৃথিবীর মানুষের কাছে ব্লগকি আমাদের জন্য আশির্বাদ নয় । নাকি ব্লগ আমাদের জন্য অভিশাপ ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


যদিও প্রশ্ন বেকুবীর সমান, তবুও উত্ত দিলাম; ব্লগিং বাংলাদেশে আলোকিত মানুষের সৃস্টি করছে দ্রুততম গতিতে।

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ "বেকুবীর সমান, তবুও উত্ত দিলাম
" ধন্যবাদ সঠিক উত্তরখান; দেওয়ার লেইগা ।

২| ০৮ ই মে, ২০১৫ রাত ২:৫৯

নতুন বলেছেন: ফেসবুকে বেকুবের সমারহ.... ব্লগেও আছে অনেক...

কিন্তু ব্লগিংএই বাংলাদেশীদের ইন্টারেক্টিভ একটা শেখা ও জানার জায়গা সবাই পেয়েছে...

০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:০৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই যেমন প্রশ্ন তেমন জবাব ।

৩| ০৮ ই মে, ২০১৫ রাত ৩:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: এই একটা স্থান যাতে সংবাদপত্র বা মিডিয়ার মত কোন খবর শুধু পরিবেশনের সাথেই শেষ হয়ে যায় না।। এখানে যাই লিখুন না কেন, বাদ-প্রতিবাদের মাঝে বেড়িয়ে আসে মূল তথ্য আর সত্য।।

০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:০৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সহমত

৪| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নতুন বলেছেন: ফেসবুকে বেকুবের সমারহ.... ব্লগেও আছে অনেক...

কিন্তু ব্লগিংএই বাংলাদেশীদের ইন্টারেক্টিভ একটা শেখা ও জানার জায়গা সবাই পেয়েছে...

০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:০৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই যেমন প্রশ্ন তেমন জবাব ।

৫| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামহোয়্যারইন ব্লগে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ১ লাখ ৯০ হাজারের উপরে।

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । আচ্ছা কাবা ভাই আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন আমার আপনার নীকটির এত সুন্দর একটি নাম থাকতে আমরা কেন আপনেরে কাবা ভাই বলে ডাকি । আসলে কি আপনি কাবা কাবা করেন :P

কই না সবই ঠিক আছে আপনি ভালই তো আছেন ।
যাক এরকম ব্যতিক্রম প্রশ্ন করে বা মজা করে ভুল করে থাকলে নিশ্চই ক্ষমার চোখে দেখবেন আসা করি ।

আরেকবার ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ১ লাখ ৯০ হাজারের উপরে। এরকম সঠিক তথ্য আমাদেরকে জানানোর জন্য ।

৬| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:২০

সুমন কর বলেছেন: নতুন বলেছেন: ফেসবুকে বেকুবের সমারহ.... ব্লগেও আছে অনেক...

কিন্তু ব্লগিংএই বাংলাদেশীদের ইন্টারেক্টিভ একটা শেখা ও জানার জায়গা সবাই পেয়েছে...

সহমত।

০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:০০

মামুন ইসলাম বলেছেন: ছোট কর্তা আমিও তাই বলি এবং মনে করি । তবু আমরা কেন ফেবুতে সারাদিন কাটিয়ে দেই । আমার কাছে মনে হয় কি ভাই এই ফেবু জন্য আমাদের সমাজে যৌন হয়রানি সহ প্রেম পিরিতি সব বেড়ে গেছে তাই ফেবুক বন্ধ করার জন্য আন্দলোনে নামতে হবে আমাদের ।

৭| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:২২

লেখোয়াড়. বলেছেন:
আশীর্বাদ।

০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:০২

মামুন ইসলাম বলেছেন: কেমন আছেন ভাই বহুদিন পরে আপনাকে দেখলাম । সহমত।

৮| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪২

মামুন ইসলাম বলেছেন: সামহোয়্যারইন ব্লগ সহ সারা বিশ্বের সকল ব্লগ কৃতপক্ষ এবং সহ ব্লগার ভাইদের । কেও ভুল বুঝবেন না । আসলে পোস্টটির মূল উদ্ধ্যশ্য কোথাও যেয়ে কথায় কথায় যদি বলে ফেলি আমি ব্লগে লেখি বা ব্লগ পড়ি তাতে দেখা যায় অনেকেই আমাদের অর্থাৎ আমরা ব্লগার যারা তাদের পষন্দ বা ভালো বাসেন না ।

তাদের মধ্যে একটা ভুল ধারণা আমরা নাকী দেশ নিয়ে আর ধর্ম নিয়ে খুচাচুচি করি মানে সেই এক কথায় যেয়ে দাড়ালো আস্তিক নাস্তিক ।

অথচ একটু চিন্তা করলে দেখা যায় এসব ব্লগ থেকে ছোট থেকে বড় অনেক তথ্য আছে যা নাকি অনেক মিডিয় নিউজ পেপারেও আছে না । তার পরেও ব্লগার দের তাদের সম্মান দিতে সমস্যা কোথায় তা আমার বুঝে আছে না ।

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ হবে

ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ সহ সারা বিশ্বের সকল ব্লগ কৃতপক্ষ এবং সহ ব্লগার ভাইদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.