নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সমস্যা বাংলাদেশ ভিক্ষুক

০৭ ই মে, ২০১৫ রাত ২:২৮



অনেক আগে থেকেই আমাদের দেশের মানুষেরা দান করতে বা গরিব মানুষকে সহযোগিতা করতে পষন্দ করতেন ।এদেশে এমন একদিন ছিল যখন দান করার জন্য এবং দান নিবেন এমন একজন মানুষ খুজে পাওয়া যেত না । আর তখনকার মানুষগুলো ভিক্ষে দিতেও খুবই আগ্রহ ছিলেন ।



আর এখন ভিক্ষুক খুজার প্রয়োজন হয় না সকাল ৬টা বাজলেই চলে ঘরে দড়জায় হয় কলিং বেল নয়ত খট খট শব্দ আর কেও আছেগো মা আল্লাহর অস্তে কছু দিবেনগো ধ্বনি শোনা যায় । তার মানে এ থেকেও বোঝায়াই যায় দেশ আমাদের কত উন্নয়নের দিকে এগিয়ে গেছে ।



সকালে ঘর থেকে শুরু করে সারাদিন বাসা পযন্ত ফেরত সব মিলিয়ে প্রতিদিন কম হলেও অর্ধ শত ক্ষানেক ভিক্ষুক চোখে পড়ে । তাই এখন আর মানুষ ভিক্ষা দানে উৎসাহ পান না ।



এটা কিন্তু আমাদের দেশের রাজনীতির সকল দলের জন্য একটি কলঙ্ক । কেননা স্বাধীন দেশ হিসেবে আমরা যখন আমাদের জাতিয় পতাকা ওপরে উত্তলন করছি তখনই ভিক্ষুকদের এক বিরাট মিছিল আন্তরজাতিক ক্ষেত্রে আমাদের সুনাম নষ্ট করে দিচ্ছে ।



দেশ এবং জাতির মর্যাদাহানিকর এই ভিক্ষুক সমস্যা দূর করার একটা সর্বাত্নক প্রচেষ্টা অতি শিগ্রহই হাতে না নিলে সারা বিশ্বের কাছে কিন্তু আমাদের দেশের লজ্জা ও অপমানে মাথা নিচু হয়ে পড়বে ।



তাই বাংলাদেশ সরকার সহ বিরধী দলগুলোর দলমত নীরবি শেষে সকলের কছে আবেদন থাকলো বাংলাদেশের ভিক্ষুকদের বিশেষ ভাতা প্রদান করে ভিক্ষুক নিরসনের ব্যবস্থা করুন ।











মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সকাল ৮:১৭

অগ্নিবীণা! বলেছেন: রাজনীতিবিদরা যে আরো বড় ভিক্ষুক?

০৮ ই মে, ২০১৫ রাত ১২:৫৪

মামুন ইসলাম বলেছেন: ঠিক বলছেন ব্রাদার সহমত । ধন্যবাদ ।

২| ০৭ ই মে, ২০১৫ সকাল ৮:২১

ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থতাপন করেছেন ।

০৮ ই মে, ২০১৫ রাত ১২:৫৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য ।

৩| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আমি মিন্টু বলেছেন: সুন্দর আপনি চাইলে কিন্তু ভিক্ষুক সমবায় সুমতির হেড হইবার পারেন । :) :)

০৮ ই মে, ২০১৫ রাত ১২:৫৮

মামুন ইসলাম বলেছেন: শুধু আমি কেন আপনেও হতে পারেন কিন্ত :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.