নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাকে কেন জাতির মেরুদন্ড বলা হয় ? শিক্ষাঅঙ্গন চাই সন্ত্রাস,চাঁদাবাজ,রাজনীতি মুক্ত,অস্রকে না বলুন কলমে আকরে ধরুন দেশ গড়ার বই পড়ুন ।

০৬ ই মে, ২০১৫ রাত ১২:১৬

ভাই বোনেরা শিক্ষা ছাড়া জাতির আর কোন বিকল্প গতি নাই ।

কোন জাতিই শিক্ষা ছাড়া আত্মনির্ভরশীল হতে পরে না । তাই শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হয় । সে জন্যই আমি মনে করি আমাদের সকলকে মনে রাখা উচিত শিক্ষা অঙ্গন হলো একটি পবিত্র স্থান । তাই সকলকে শিক্ষাঅঙ্গনকে সকল ধরনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্ম কান্ড ও সকল প্রকার রাজনীতির উর্ধ্বে রাখা উচিত । তা না হলে একটি সময় দেখা যাবে শিক্ষাঅঙ্গনে ছাত্র-ছাত্রীরা ভালো শিক্ষার সুযোগ পাবে না । শুধু তাই না দেখা যাবে শিক্ষার সাথে সাথে জাতিও অনেক পিছিয়ে পড়বে ।



বর্তমান আমাদের দেশে শিক্ষাঅঙ্গন গুলোর অবস্থা খুবই ভয়াবহ কাঁটছে । দেশের সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় এবং সর্বোচ্চ নাম করা কলেজগুলোতেও আজ ভালো কোন শিক্ষার পরিবেশ নাই ।

এখানেই থেমে নেই আজ কাল স্কুল ও কলেজে এবং জাতিয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যে চলছে অস্ররের প্রতিদ্বন্দ্ধী চলছে ক্ষমতার প্রতিদ্বন্দ্ধী চলছে ছাত্র-ছাত্রীদের মধ্যে হানাহানি খুনা খুনী ।

শুধু তাই নয় দেশের সর্বোচ্চ স্কল ও কলেজ এবং জাতিয় বিশ্ববিদ্যালয়গুলো সহ সকল শিক্ষাঅঙ্গনগুলোতে প্রতিদিন ভালো ভালো শ্রদ্ধাভাজন শিক্ষকমন্ডলীদের উপস্থিতি কম দেখা যায়, এবং উপস্থিতি কমে যাচ্ছে । শিক্ষাঅঙ্গনের মত জ্ঞান অর্জনের পবিত্র স্থানগুলো হচ্ছে ছাত্র-ছাত্রীদের রক্তেরঞ্জিত লাল । জীবত অবস্থায় এসে লাশ হয়ে ফিরে যাচ্ছে মায়ের কুলে ।



আমাদের সকলের উদ্ধেগ্যে শিক্ষাঅঙ্গের এসব কার্যকালাপ বন্ধ করতে হবে,শিক্ষাঅঙ্গনের মতো পবিত্র স্থান থেকে সন্ত্রাস চাঁদাবাজ এবং রাজনীতি দূর করতে হবে । এইসব কর্মকান্ডের পতিরোধ গড়ে তুলতে হবে । তবেই আমরা পারবো জাতিকে একটি সোনার বাংলাদেশ উপহার দিতে ।



তাই আমাদের সকলকে যে যেখানেই আছি বা থাকি না কেন আমাদের আশেপাশে থাকা সকল প্রতিবেশি সহ গরিব যে সকল শিশু আছে তাদের প্রতি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে বা সে সুযোগ করে দিতে হবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:

শিবির, ছাত্রলীগ, ছাত্রদল, খালেদা জিয়া, শেখ হাসিনা, ১২০০ ব্যুরোক্রেট, ১০০০ রাজনৈতিক নেতা, ৮০০ ব্যবসায়ী আমাদের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করছে প্তিদিন।

০৬ ই মে, ২০১৫ রাত ১২:৩৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মূল্যবন মন্তব্যের জন্য । তাই এরা যে দলেরি হোক এরা যদি একশের হয় আমাদের দুইশের হতে হবে । তাদের বিরুদ্ধে আমাদের দলমত নিরবিশেষে ঐক্য ভাবে রুখে দাড়াতে হবে । পবিত্র শিক্ষা অঙ্গন থেকে এসব অপবিত্র মনুষগলোকে দূরে ছড়িয়ে দিতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.