নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হকের জম্ম ১৮৭৩ সালে ২৬শে অক্টোবর । এবং তার মৃত্যু হয় ১৯৬২ সালের ২৭শে এপ্রিল ।তিনি একজন বাঙালি রাজনীতিবিদ ছিলেন । বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন । রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শের-এ-বাংলা বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন । তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে তিনি ১৯৩৫ সাল কলকাতার মেয়র অবিভক্ত ও বাংলার প্রধানমন্ত্রী ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ১৯৫৪ সাল পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী ১৯৫৫ সাল পূর্ব পাকিস্তানের গভর্নর ১৯৫৬ সাল থেকে ১৯৫৮ সাল তিনি ছিলেন অন্যতম । যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন ।
এ. কে. ফজলুক হকের পূর্বপুরুষ আঠার শতকে ভারতের ভাগলপুর হতে পটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন । এ বংশের কাজী মুর্তজা একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন । তার পুত্র কাজী মুহম্মদ আমিন। কাজী মুহম্মদ আমিনের পুত্র মুহম্মদ আকরাম আলী বরিশাল কোর্টে আইন ব্যবসা করতেন । তার দুই পুত্র কাজী ওয়াজেদ, কাজী আবদুল কাদের ও পাঁচ কন্যা । কাজী ওয়াজেদের একমাত্র পুত্র ছিলেন এ. কে. ফজলুক হক । কাজী মুহম্মদ ওয়াজেদ ১৮৪৩ সালে চাখারে জন্ম গ্রহণ করেন । তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন। বাংলার মুসলমানদের মধ্যে তিনি ষষ্ট গ্রাজুয়েট ছিলেন । ১৮৭১ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বি. এল. পাশ করে আইন ব্যবসা শুরু করেন । মুহম্মদ ওয়াজেদ রাজাপুর থানার সাতুরিয়া মিয়া বাড়ির আহমদ আলী মিয়ার কন্যা বেগম সৈয়দুন্নেছাকে শেরে বাংলার মা বিয়ে করেন । মুহম্মদ ওয়াজেদ ১৯০১ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালে মৃত্যুবরণ করেন ।
এ. কে. ফজলুক হক এম.এ. পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন । এ সময় নবাব আবদুল লতিফ সি. আই. ই.-এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয় । খুরশিদ তালাত বেগম দুটি কন্যা সন্তানের জন্ম দেন ।
খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলী জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন । কিন্তু জিনাতুন্নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং ১৯৪৩ সালে এ. কে. ফজলুক হক মীরাটের এক ভদ্র মহিলাকে পত্নীত্বে বরণ করেন। তাদের সন্তান এ. কে. ফাইজুল হক ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন । তিনি ২০০৭ সালে মারা যান।
আর দেখুন বা পড়ুন
লেখেছেন ব্লগার মাসুদ
শের এ বাংলা এ কে ফজলুল হকের কিছু কথা
এ কে ফজলু হকের বৃটিশ আমলে রাজনীতি জীবন
শের এ বাংলা এ কে ফজলুল হকের পাকিস্তান আমলে রাজনীতি
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪২
কোবিদ বলেছেন:
জনা্ব মামুন আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, "এ. কে. ফজলুক হকের পূর্বপুরুষ আঠার শতকে ভারতের ভাগলপুর হতে পুটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন । " টাইপো হয়েছে, সংশোধন করে নিবেন, " একে ফজলুল হকের পূর্বপুরুষ পুটুয়াখালী নয় পটুয়াখালী জেলার বাউফল থানায় বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন।
ধন্যবাদ আপনাকে। এখানে দেখুন
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ কোবিদ ভাই ভুলতি নজরে নেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য । ঠিক করে দিয়েছি ।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১
আলম 1 বলেছেন: সুন্দর পোষ্ট।