নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে দিন হয়েছিল এক পশলা বৃষ্টি,
তাতে হয়েছিল দুটি আঁখির শুভ দৃষ্টি ।
মনের কিছু কথা যা ছিল শুনতে মিষ্টি,
হয়েছিল হৃদয়ের মাঝে প্রেমের এক অপরূপ সৃষ্টি ।
কইন্যার হাতে কাঁচের চুড়ি
বয়স তা হবে উন্নিশ কি কুঁড়ি ।
শব্দ তাল যার ছিলনা কোন জুড়ি,
কইন্যার থালা ভরা গরম শোলা আর মুড়ি,
হাঁতে কইরা আনলো শরবত কইন্যার দাদি বুড়ি ।
সালাম দিতে কইন্যার দাদা বুড়ায় কয়
এই বেটায় কি মোগো নাটনি জামাই হয় ।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩০
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মহারাজ ভাল থাকুন ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৬
ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগা কবিতা
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছান্দনিক কবিতা ।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭
তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো ছন্দময় কবিতা।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য ভাই । শুভরাত্রী।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
দীপংকর চন্দ বলেছেন: ছন্দ নাই তাল নাই কবিতায় ভালো লাগার ঘাটতি নাই!!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৭
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ দাদা । ভালথাকবেন । শুভরাত্রী।
৬| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
কালের সময় বলেছেন: আপনার
পোস্টে ++
০২ রা মে, ২০১৫ ভোর ৫:৫০
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । শুভেচ্ছা নিবেন ।
৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯
মামুন ইসলাম বলেছেন: ++++
০২ রা মে, ২০১৫ ভোর ৫:৫১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য মামুন আপনাকে ।
৮| ২১ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:২৩
আমি সামুর ভ্ক্তু বলেছেন: সুন্দর ছন্দমাখা কবিতা । ভাল লাগলো ।
০২ রা মে, ২০১৫ ভোর ৫:৫২
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মত আমিও ভক্ত ।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০৭
***মহারাজ*** বলেছেন: দারুন ছন্দ মাখা কবিতা ।
ভাই তবেযে শিরনাম দিয়েছেন ছন্দ নেই তাল নেই ।
দেখছি সবই ঠিক আছে