নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

( শক্তি চট্টোপাধ্যায় এর কিছু কাব্যগ্রন্হের নাম )

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬



এ প্রেম হে নৈঃশব্দ্য ( ১৯৬২ সালে )

ধর্মে আছো জিরাফেও আছো (১৯৬৭ সালে )

সোণার মাছি খুন করেছি (১৯৬৮ সালে )

অন্ধকার নক্ষত্রবীথি তুমি অন্ধকার (১৯৬৮ সালে )

হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (১৯৬৯ সালে )

চতুর্দশপদী কবিতাবলী ( ১৯৭০ সালে )

পাড়ের কাঁথা মাটির বাড়ি ( ১৯৭১ সালে )

প্রভু নষ্ট হয়ে যাই ( ১৯৭২ সালে)

সুখে আছি ( ১৯৭৪ সালে )

ঈশ্বর থাকেন জলে ( ১৯৭৫ সালে )

অস্ত্রের গৌরবহীন একা ( ১৯৭৫ সালে)

জ্বলন্ত রুমাল ( ১৯৭৫ সালে )

ছিন্নবিচ্ছিন্ন ( ১৯৭৫ সালে )

সুন্দর এখানে একা নয় ( ১৯৭৬ সালে )

কবিতায় তুলো ওড়ে ( ১৯৭৬ সালে )

ভাত নেই পাথর রয়েছে ( ১৯৭৯ সালে)

আঙ্গুরী তোর হিরণ্য জল ( ১৯৮০ সালে)

প্রচ্ছন্ন স্বদেশ ( ১৯৮১ সালে )

যেতে পারি কিন্তু কেন যাবো ( ১৯৮৩ সালে )

কক্সবাজারে সন্ধ্যা ( ১৯৮৫ সালে )

ও চির - প্রণম্য অগ্নি ( ১৯৮৫ সালে )

মিষ্টি কথায়, বিষ্টিতে নয় ( ১৯৮৫ সালে )

সন্ধ্যার সে শান্ত উপহার ( ১৯৮৬ সালে )

এই তো মর্মর মুর্তি ( ১৯৮৭ সালে )

বিষের মধ্যে সমস্ত শোক ( ১৯৮৮ সালে )

আমাকে জাগাও ( ১৯৮৯ সালে )

ছবি আঁকে ছিঁড়ে ফ্যালে ( ১৯৯১ সালে )

জঙ্গলে বিষাদ আছে ( ১৯৯৪ সালে )

বড়োর ছড়া ( ১৯৯৪ সালে )

সেরা ছড়া ( ১৯৯৪ সালে )

টরে টক্কা ( ১৯৯৬ সালে )

কিছু মায়া রয়ে গেল ( ১৯৯৭ সালে )

সকলে প্রত্যেকে একা ( ১৯৯৯ সালে )

পদ্যসমগ্র - ১ম থেকে ৭ম খণ্ড পযন্ত ।





শক্তি চট্টোপাধ্যায় এর জন্ম হয় ১৯৩৩ সালের নভেম্বর মাসে ২৭ তারিখে । এ কবির ছদ্মনাম ছিল স্ফুলিঙ্গ সমাদ্দার । তার জন্ম স্থান দক্ষিণ ২৪ পরগণা, বাংলা, ভারতে । সে জীবিকায় উপার্জন করতো কবি সাহিত্যের মধ্যে দিয়ে । তার ভাষা ছিল বাংলা । তার নাগরীত্য ছিল ভারতীয় । তার উল্লেখযোগ্য রচনাসমূহ হলো যেতে পারি কিন্তু কেন যাবো । তার মৃত্যু হয় কলকাতা পশ্চিমবঙ্গ ভারতে ১৯৯৫ সালের মার্চে ২৩ তারিখ মৃত্যু কালে তার বয়স ছিল ৬১ বছর ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার । শক্তি চট্টোপাধ্যায় বাঙলা কবিতার একজন শক্তিশালী কবি ।ধন্যবাদ কবির কাব্যগন্থগুলির নাম মনে করিয়ে দেয়ার জন্য ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই শুভ কামনা থাকলো ।

২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৭

ব্লগার মাসুদ বলেছেন: চমৎকার শেয়ার । ধন্যবাদ
মামুন ইসলাম ভাই

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শুভ কামনা থাকলো ।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: He is my fav after jivanananda.

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শুভ কামনা থাকলো ।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯

বাড্ডা ঢাকা বলেছেন: চমৎকার
শেয়ার । শ

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শুভ কামনা থাকলো ।

৫| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার শেয়ার ।অনেক ধন্যবাদ আপনাকে ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ কাব্য ভাই শুভ কামনা থাকলো ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দাদা শুভ কামনা থাকলো ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:২২

দীপংকর চন্দ বলেছেন: বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনে ভালো লাগা অনেক।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ দীপংকর দাদা শুভ কামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.