নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পোস্ট বিষয় চুলের কথা

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:১৭



জীবনানন্দ দাসের সেই বনলতা সেন আজও গেঁথে আছে বাঙালির হৃদয়ে। চুল কে কখনো বলা হয় আধার তো কখনো উপমা দেয়া হই রাতের সাথে। বাঙালি নারীর চিরায়ত রুপ তুলে ধরতেও চুলকেই ব্যাবহার করা হয়। আর চুল যদি হয় লম্বা তাহলে তার কদর বেড়ে যায় আরও অনেক বেশি।



লম্বা চুল কি তাহলে শুধু বাঙালি নারীর নিজস্ব সম্পদ? তা কেন হবে, রাপুঞ্জেলেরও তো লম্বা চুল ছিল। যে বন্দি ছিল উচু এক দুর্গে কিন্তু তার লম্বা চুলের কারনেই তাকে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয় তার প্রেমিক রাজকুমার। এত গেল রুপকথার গল্পের কথা, কিন্তু যুগ যুগ ধরে নারী পুরুষভেদে সব সময় লম্বা চুলের আলাদা কদর পৃথিবী জুড়েই ছিল।



পৃথিবীতে লম্বা চুলের ইতিহাস অনেকদিনের। লম্বা চুল রাখা শুধু ফ্যাশন নয় অনেক সময় এটা ঐতিহ্য সংস্কৃতির অংশ হয়েও দাড়ায়।



নির্জন বন। বনের মধ্যে একটা উঁচু লম্বা স্তম্ভের ওপর ছোট্ট একটা ঘর। সেই ঘরে বন্দী এক রাজকন্যা। মায়াবি চোখ। সোনারঙা চুল। আর সেই চুল ৭০ ফুট লম্বা। ঘরের জানালা দিয়ে চুল ছেড়ে দিয়ে মেলে ধরলে সেটি এসে পড়ে মাটি ছুঁই-ছুঁই উচ্চতায়!কিন্তু এ তো রূপকথার গল্প। বাস্তবে কি কারও চুল এত লম্বা হতে পারে? পারে! ঠিক ৭০ ফুট না হলেও আশা ম্যান্ডেলা নামের এক নারীর চুলের দৈর্ঘ্য ৫৫ ফুট! শুধু চুলেরই ওজন প্রায় ১৮ কেজি! বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিক হিসেবে গিনেসের বিশ্ব রেকর্ডে নাম আছে তাঁর।যুক্তরাষ্ট্রের আটলান্টার বাসিন্দা ৪৭ বছর বয়সী ম্যান্ডেলা ২০ বছর বয়স থেকে চুল বড় করা শুরু করেন। এরপর তাঁর জীবনে অনেক কিছুই হয়েছে—বেশ কয়েকবার হার্ট অ্যাটাক, ক্যানসার ধরা পড়া ও দুবার স্ট্রোক। কিন্তু কিছুতেই নিজের চুলে কাঁচি চালাননি। নিজের জীবনের খোলনলচে পাল্টে ফেলতে আরাধনার অংশ হিসেবেই চুল আর না কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ‘আমি আমার চুল বড় করা শুরু করি ২৫ বছর আগে, তখন আমার নির্দিষ্ট কিছু লক্ষ্য আর স্বপ্ন ছিল।’ বলেন ম্যান্ডেলা।



চুলের যত্ন আত্তি না নিলে সত্যি সত্যিই আপনার শখের চুল হারিয়ে বসতে পারেন। তাই জেনে নিন চুলের যত্নে কি কি করবেন।



অয়েলিং



চুলের রুক্ষভাব কমাতে সপ্তাহে কমপক্ষে একদিন মাথায় হট অয়েল মাসাজ করা উচিত। এছাড়াও মধু ও অলিভ অয়েল সমপরিমাণে মিশিয়ে ১২ ঘন্টা রেখে চুলের গোড়ায় লাগান। লেবু, জবা ফুলের রস, নারকেল তেল মিশিয়ে তুলো দিয়ে চুলের গোড়ায় লাগাতে পারেন।



শ্যাম্পু



নারকেল তেল, ডিম, পাতিলেবুর রস মিশিয়ে চুলে কিছুক্ষণ লাগিয়ে রাখুন, তারপর রিঠা, আমলকী, শিকাকাই দেওয়া শ্যাম্পু বা প্রোটিন সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন।



কন্ডিশনার



শ্যাম্পু করার পর চুলের কন্ডিশনিং জরুরি-বিশেষ করে শুষ্ক ও রুক্ষ চুলের জন্য অত্যাবশ্যক। বাজারে বিভিন্ন ধরনের কন্ডিশনার পাওয়া যায়। চুলের ধরণ অনুযায়ী ভাল একটি কন্ডিশনার ব্যবহার করুন।



খুশকি



মেথিগুঁড়ো আর টক দই মিশিয়ে সপ্তাহে একবার মাথায় লাগান, আধ ঘন্টা পর শ্যাম্পু করুন। পাতিলেবুর রস ও আমলকীর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ১ ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন, খুশকিতে উপকার পাবেন।



রুক্ষ চুল



ঘন ঘন শ্যাম্পু করা চুলের জন্য ক্ষতিকর। চুলের ময়শ্চার বজায় রাখতে ভাল কন্ডিশনার ব্যবহার করুন।

হেনা, দুধ, ডিম, চায়ের লিকার মিশিয়ে চুলে লাগান। আধ ঘন্টা পর হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

তিলের তেল, মধু, পাকা পেঁপে মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। ১ ঘন্টা পর শ্যাম্পু করুন।



নিয়মিত এবং সঠিক পরিচর্যার ফলে চুল পড়া রোধ করা সম্ভব। তাই অবহেলা না করে এখনই চুলের প্রতি যত্নশীল হোন।



সবচেয়ে অল্প বয়সে লম্বা চুলের অধিকারী



সবচেয়ে অল্প বয়সে লম্বা চুলের অধিকারী নাতাশা পমারেসপদ আন্দ্রেস। তার চুল পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা! মাত্র ১৩ বছর বয়সেই নাম লিখিয়েছে গিনেস বুকে। এত বড় লম্বা চুল নিয়ে মোটেও খুশি নয় নাতাশা। গরমকালে ফ্যান ছেড়ে কখনই ঘুমাতে পারে না। উড়ে গিয়ে চুল আটকে যায় পাখার সঙ্গে! পথেঘাটে ঘিরে ধরে হাজারো মানুষ। এত লম্বা চুল দেখে অবাক হয়ে শুরু করে প্রশংসা। একটু পরই হাত দিয়ে ধরে দেখতে চায় আসল নাকি নকল? অনেকে একধাপ এগিয়ে ছবি তোলার আবদার করে। চুল ধোয়ার পেছনেও রোজ নষ্ট হয় ঘণ্টাখানেক সময়। চুলের যত্নের পেছনে বছরে খরচ করতে হয় ৪০০ ডলার। ৩২ হাজার টাকার শ্যাম্পু কিনে দেওয়ার খরচ আর কোনোভাবেই বহন করতে রাজি হচ্ছেন না বাবা। গরিব ঘরের মেয়েটি উপায়ন্তর না দেখে ঠিক করেছে, বেচে দেবে চুল। ইতিমধ্যেই নাতাশাদের ব্রাজিলের রিও ডি জেনিরোর বাড়িতে ক্রেতারা চুল কেনার জন্য লাইন দিতে শুরু করেছে।

অল্প বয়সে আপনার চুলপেকে যাচ্ছে ভাবচ্ছেন কি করবেন



মনে করে থাকি যখন বুড়ো হব তখন চুল পাকবে। কিন্ত আজকাল নারী কিংবা পুরুষ উভয়কেই দেখা যায় চুল নিয়ে খুব বিষণ্ণ। কারণ অল্প বয়সেই পেকে যাচ্ছে সমস্ত চুল। আর অকালেই চুল পেকে গেলে নিশ্চয়ই ভালো দেখায় না। তাই জেনে রাখুন এই সমস্যার সমাধানের উপায়।

যা করবেন



১। সপ্তাহে ৩ দিন মাইল্ড হার্বাল শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। অল্প শ্যাম্পুর সাথে বেশি করে পানি মিশিয়ে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার সময় অবশ্যই বেশি পানি দিয়ে চুল ধোবেন।



২। শ্যাম্পু করার আধঘন্টা আগে দুটেবল চামচ ভিনিগার স্কাল্পে হালকা হাতে ম্যাসেজ করুন। খুসকি থাকলে এই উপায়ে তা দূর হয়ে যাবে।



৩। আমলকী পাকা চুল প্রতিরোধ করে। তাই প্রতিদিন একটা আমলকীর রস একগ্লাস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন।



৪। হেনা পাউডার সাথে আমলকী মিশিয়েও চুলে লাগাতে পারেন। খুসকির সমস্যা দূর হবে, হেনা আপনার চুলকে একটি লালচে বাদামি রং দিবে।



৫। একটি পাত্রে শুকনো কয়েকটি আমলকী ৩ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি থেকে আমলকীগুলো তুলে বেটে নিন। কিন্তু পানিটি ফেলে দেবেন না। হেনা পাউডারের সাথে আমলকী পেস্ট , ৪ চামচ লেবুর রস, সামান্য কফি, দুটো ডিম, দু চামচ নারকেল তেল, পরিমাণমতো আমলকীর পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।



৬। হেয়ার প্যাকটা ২/৩ ঘণ্টা রেখে তারপর চুলে লাগান। ২ ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি খেতে পারেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫৯

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.