নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেকেই এভাবে বলতে শুনেছি আমি তোমাকে হৃদয় দিয়ে ভালবাসি।তুমি আমার জান তুমি আমার প্রাণ । তোমাকে একনজর না দেখলে ঘরে আমার মন টিকে না এমন কি পড়ার টেবিলেও পযন্ত মন বসে না ।আর একটু লক্ষ করলে আরেকটি বিষয় সেইটা হলো আমরা সকলেই কিন্তু ভালবাসার চিহ্ন হিসেবে হৃদপিণ্ডের তিন কোণাকৃতি একটা চিহ্ন ব্যবহার করে থাকি যেইটাকে আমরা ছোট বর সকলেই লাভ চিহ্ন বলে জানি ।তার মানে আমরা সবাই মনে করি প্রেম থাকে হৃদয় বা হৃদপিণ্ডে।আজ আপনাদের আমি বলব প্রেম বা ভালবসা আসলে কোথায় থাকে।
অ্যামেরিকার স্নায়ুবিজ্ঞানি ব্রান্দন এরাজনা বেশকিছুদিন প্রেমাসক্তি নিয়ে গবেষণা চালিয়েছিলেন।এবং দীর্ঘদিন গবেষণা শেষে তিনি প্রেম সম্পর্কে বেশকিছু অভিনব তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেনও ।এরাজনা দেখিয়েছেন মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুবেন্স নামক উপ- করটিকেল(Sub-cortical ) এলাকাটিতে অবস্থিত ডোপামিন নিউরোট্রান্সমিটার দ্বারা পরিচালিত স্নায়ুবিক সার্কিট সক্রিয় হলে প্রেমানুভুতির সৃষ্টি হয়।এই স্নায়ুবিক সার্কিটির নিয়মিত মস্তিষ্কের এই এলাকাটিকে নতুনভাবে বিন্নস্ত করে।এবং এই নতুন বিন্যাস দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্কের সাথে জড়িত।মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুবেন্স হচ্ছে সেই উপ করটিকেল(Sub-cortical ) এলাকা যেটি কিনা প্রেষণা জনিত আচরণ ও কোন বিশেষ মানুষের প্রতি আসক্তি তৈরির সাথে জড়িত।
এবং এই আবিস্কার প্রেমানুভুতির বৈজ্ঞানিক গবেষণাকে আরও অনেক বেশী ত্বরান্বিত করবে বলে অনেক বিজ্ঞানীও মন্তব্য করেছেন।তাহলে বুঝতেই পারছেন আপনি তাকে কি দিয়ে ভালবাসেন ?
এবার আসুন দেখি প্রেম কত প্রকার ও কি কি ?
একটি বিশেষ আলোচনায় দেখা গেছে যে প্রেমকে চাইলে আমরা মূলত ভাবে ৩০ থেকে ৩৬ ভাগে ভাগ করতে পাড়ি
নিচে প্রেমের কয়েকটি প্রকারের নাম দেওয়া হলো ।
১। জীবনের প্রথম প্রেম
২। প্রথম দেখায় আহা প্রথম প্রেম
৩।বন্ধুত্ব থেকেও হয়ে যায় অনেকের প্রেম
৪। অনেকে আছেন অন্যের বিবাহ করা বৌয়ের সাথে প্রেম করেন তার নাম পরকীয়
৫।. বিবাহোত্তর প্রেম এই প্রেম বিবাহের পর শুধু স্বামী ও স্ত্রীর মধ্যে সীমা বদ্ধ থাকে ।
©somewhere in net ltd.