নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পারলে আমার এ লেখাটির রিপলাই আরেকটি লেখা লেখুন তাহলেই বোঝা যাবে কার কলমে কতটুক শক্তি আছে ।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২

লেখতে চাইনি কিন্তু গত কয়েকদিন ধরে ব্লগে আর নিউজের একটি হেড লাইন দেখতে দেখতে মাথাতো ব্যথা করছেই সেই সঙ্গে চোখেরো রাত দিন কানা হওয়ার অবস্থা ।

ব্লগে ঢুকলে ও নিউজ পাড়া গুলোতে ঢুকতেই কয়েক দিন যাবোত শুধু একটি লেখাই চোখে বেশি পড়ছে । আর তা হলো আস্তিকতা আর নাস্তিকতা । আর অভিজিত রায় ।

তাই হয়তো আমার এ লেখা । আমার প্রশ্ন এ সমাজের বুদ্ধিজীবি ব্লগার ভাইদের কাছে এইযে আমরা এত লেখালেখি করছি কিন্তু আমরা কেউকি পারবো ব্লগার অভিজিত রায়,ব্লগার রাজীব ,ব্লগার সাগর রুনির হত্যা কারিদের কোন সাজা দিতে পারবো । জানি আমার এ প্রশ্নের একটিই উত্তর আর তা হলো

পারবো না ।

কেননা কিছু রটে তার পরই কিছু ঘটে ।আমি এখানে স্পষ্ট দেখতে পারছি ব্লগার রাজিব সহ সাগর রুনি ও ব্লগা অভিজিত এরা এদের মিত্যুর জন্য নিজেরাই দায়ী । কি হলো আমার উপরে রাগটা চটে যাচ্ছে না একটু অফ যান । আপনার রাগটিকে পানি করে বরফের শীতল করে তার পর না হয় আমার পোস্টটি পড়বেন । ধন্যবাদ এবার আসুন যা বলতে ছিলাম সে মূল কথায় যাই ।

আচ্ছা অহেতুক আপনি আমাকে বড় করে একটি দমক দেন কি পেরেছেন দিতে দমক না পারেন নাই । কেন পারেন নাই কারন একটাই আমার কোন অপরাধ নাই সে কারনেই পারেন নাই । আর আমি যদি অপরাদ করতাম এতক্ষনে শুধু দমক না হয়ত চিন্তে করতেন আমার কানের নিচে দু একটি দেওয়ার জন্য ।

আসলে কি জানেন ভাই কিছু ভুল বুঝা বুঝি ,কিছু ভুল লেখা লেখি আর কিছু ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে বলতে পারেন এর জন্য আমরাই দায়ী ।কারন এ দেশে কাজীনজরুল ইসলাম কবি ছিলেন । রবীন্দ্রনাথ ঠাকুর কবি ছিলেন । কবি জসিমউদ্দিন ছিলেন । আর শত শত কবিছিলেন কখনতো তাদেরকে লেখার জন্য কারো হাতে একটি চর খেতে হয় নায় । আর সেখানে সেই একই দেশের লেখক হয়ে আমরা নিজেরা শুধু মাত্র কিছু লেখার জন্য নিজেদের জীবন দিচ্ছি ।

নিজেকেই নিজের কাছে বড় ঘৃনতার পাত্র বলে মনে হচ্ছে ও ঘৃনা করছে এই ভেবে যে এ কোন দেশে জম্ম আমার কোন সমাজে জন্ম আমার ।

কেননা এ দেশে মূল সমস্যা হলো সরকার । আর সরকারতো এমনই নিরাপত্তার ব্যবস্থা করছেন । যে ব্যবস্থা আমাদের কোন নিরাপর্ত্তাই দিতে পারছে না ।

লেখার শেষে সকল লেখক ভাই বোনদের উদ্যেশে কিছু কথা বলে যাই আর কথা গুলো সকলকে একটু গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করার অনুরোধ থাকলো ।

একজন লেখকের লেখা আমার ভালো লাগে নাই তাই বলে তাকে হর্তা করার কোন মানে হয় না ।তার লেখা হয়ত আমার কাছে ভালো লাগে নাই কিন্তু হয়ত তার ঐ লেখাটি আরেক জন পাঠকের কাছে ঠিকই ভালো লাগবে । আমার নিজের লেখাও আরেক জনের কাছে ভালো নাও লাগতে পারে তাহলে তো আজ আমি একজনকে মারছি কাল আবার আরেক জন আমাকে মেরে ফেলবে ।



আর এ ভাবে চলতে থাকলে একদিন পৃথিবীতে কোন লেখকও থাকবেন না তার লেখা কোন বইও থাকবে না । পারলে তার লেখার বিরুদ্ধে আরেকটি লেখা লেখলেই হয়ে গেল ।

কি বুঝাতে পারিনি আমি বলতে চাইছি আমার লেখা যদি আপনার কাছে ভালো নাই লাগে তাহলে পারলে আমার এ লেখাটির রিপলাই আরেকটি লেখা লেখুন ও ভাবে আমার জীবন না কেড়ে নিয়ে পারলে আমাকে আরেকটি লেখা দিয়ে মারুন । তাহলেই বোঝা যাবে কার কলমে কতটুক শক্তি আছে ।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.