নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার মাধ্যমে মাতৃৃভাষার আলো বাংলার প্রতেকটি ঘরে জ্বলে উঠুক !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৩

আমাদের শিক্ষার মাধ্যমেই মাতৃভাষার সার্থকতা তা বলার কোন দ্বিমত থাকে না । এর প্রধান কারন আমাদের মনের ভাব প্র্রকাশে মাতৃভাষায় যে স্বাছন্দ্য প্র্রকাশ করা সম্ভব তা আমাদের জন্য অন্য

কোন ভাষায় সম্ভব না । তাই আমি মনে করি আমাদের মনের ভাব পূর্ণ প্র্রকাশের জন্য আমাদের মাতৃভাষা অতি গুরুত্বপূর্ণ একটি অংশ । এর মূল কারন এটি আমাদের রক্তের সাথে বংশিয় ভাবে আমরা বাঙালি জাতি তাই বাঙলা ভাষা মিছে আছে ।



আমরা অন্য কোন ভাষা যখন নিজের আয়ত্তে আনার চেষ্টা করবো তাতে আমাদের যেমন শ্র্রম দিতে হয় তেমন মনের ভাব পূর্ণ প্র্রকাশ করাও সম্ভব হয়ে উঠে না ।

এ বিষয়টি আমাদেরকে আর বড় ভাবে প্র্রমান করে দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত । শুধু প্র্রমান বললে ভুল হবে এটিও আমাদের জন্য একটি শিক্ষনীয় বিষয় বলা যেতে পারে ।

কারন তিনি ইংরেজি ভাষায় অগাধ পন্ডিত হওয়ার পরেও ইংরেজি কবিতা ও সাহিত্যে তেমন কোন খ্যাতি অর্জন করতে পারেন নাই ।তাই তাকে অবশেষে মায়ের ভাষা অর্থাৎ মাতৃভাষার কাছে ধরা দিতে হয়েছে ।তিনি ইংরিজি সাহিত্য চর্চা করা সত্তেও যে সম্মান অর্জন করতে পারেন নি তা তিনি মাতৃভাষায় সম্ভব করেছেন ।

অর্থাৎ শিক্ষার মাধ্যমেই যে মাতৃভাষার চর্চা করা ছাড়া বিকল্প আর কিছু হতে পারে না এ কথা আমাদের সকলকে স্বজ্ঞানে স্বীকার করতে হবে ।

সুপ্রিয় ব্লগার ভাই বোনেরা বাংলা আমাদের মাতৃভাষা । আমাদের জাতীয় জীবন থেকে শুরু করে দীর্ঘ দিন চলার পথে বাংলাভাষা এক অপরিসীম ।

পৃথিবীর ইতিহাসে এক মাত্র আমরাই সে জাতি যে জাতিকে মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়েছে । আর সে তাজা রক্তের বিনিময় অর্জন করা সম্ভব হয়েছে মাতৃভাষা বাংলাভাষাকে রাষ্ট্রিয় ভাষা সকলের কাছে পৌঁছে দেওয়া ।সে বিষয়টি চলার পথে আমাদের সকলকে মনে রাখতে হবে ।

প্রিয় ব্লগার ভাই বোনেরা অতি দুংখ জনক বা কষ্টকর হলেও যে কথাটি সত্য সেই কথাটি না বলে পারছি না এত কষ্টে অর্জিত যে ভাষা সেই বাংলাভাষাকে আজ আমরা ভালো করে নিজ আয়ত্তে এবং আপন করে নিতে পারলাম না । সূতরাং আমার মনে হচ্ছে আমরা এখন অনেকে আছি যারা মাতৃভাষা মায়ের মুখ থেকে জম্মের পরে প্রথমে শেখা ভাষা বাংলাভাষাকে অবজ্ঞা করছি ।

আর বিদেশি ভাষাকে ময়না পাখি বা তোতা পাখির মত নিজ জীবনের সাথে সঙ্গী বানিয়ে নিচ্ছি । ভাই শিখব না কেন অবশ্যই শিখবো তাই বলে নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে নয় ।

সব শেষে আমি বলতে চাই বাংলাভাষা আমাদের মাতৃভাষা ।

এই মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা লাভ ও চিন্তার আদর্শ হওয়া উচিত । আমাদের লেখার মাধ্যমে মাতৃভাষা যে শ্রেষ্ঠ মাধ্যম তা আর নতুন করে বলার প্রয়োজন মনে করি না ।

শিক্ষার মধ্যমে মাতৃভাষার আলো প্রতেকটি ঘরে জ্বলে উঠুক ।



মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৪

আমি বন্দি বলেছেন: ভালো বলেছেন মামুন ভাই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লেখনী
আপনার লেখার সাথে সহমত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু সহমত থাকায় অনুপেরনা পেলাম । আপু পাশে পেয়ে অনেক খুশি হোলাম । আপু ভালো থাকবেন শুভকামনা থাকলো ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

ব্লগার মাসুদ বলেছেন: ভালো বলেছেন সহমত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

কালের সময় বলেছেন: আপনার লেখার সাথে সহমত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.