নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিপু এক অন্যরকম ছেলে যার কাজ সারাদিন শহরের এপাশ থেকে ও পাশ পযন্ত বাইক নিয়ে শহরের সুন্দরি মেয়েদের পেছন পেছন গুরে বেড়ানো আর ও করবে পুলিশের চাকরি ।কারন নিজের ছেলে বলে কথা । নিজের ছেলেকে চিনতে উনি ভুল করেন নি।তাই কোন ভাবেই রমজান সাহেব এ কথা মেনে নিতে পারছিলেন না।
তাইতিনি রাব্বি সাহেবের কথাকে হেসে উড়িয়ে দিয়ে তাকে রসিকতা করে বললেন ভাই ছেলেকে দিয়ে ওসব হবে না । আপনি বরং চাকরি দিতে চাইলে আমাকে দিতে পারেন ।রাব্বি সাহেবও দারুন রসিক লোক তাই তিনিও রমজান সাহেবকে কথায় কথায় রসিকতা করে বলে ফেললেন ভাই আপনিতো দেখছি দারুন হে মশাই ছেলেকে বিয়ে করাতে গীয়ে নিজেই বিয়ে করবেন।রমজান সাহেব এবার তার ভুরু নাচালেন একি মশাই এখানে চাকরি নিয়ে আলোচনা সেখানে বিয়ে নিয়ে টানাটনি কেন ? মশাই ঘরে কি বিয়ে উপযুক্ত মেয়ে আছে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আপনি আমার বিয়াই হতে চাচ্ছেন না কি?
রাব্বি সাহেব বললো তা হলেই বা দোষের কিছু দেখিনা না হয় বিয়াই হয়ে আপনাকে বন্দি করে রাখতাম সম্পর্কের কারাগরে। রমজান সাহেব সে বললো না এ দেখছি আপনিও কম জানেন না মশাই । তা বললেন যখন তখন আছে সে রকম বংশিয় পরিবারের ভালো কোন মেয়ে দেখাতে পারবেন
রাব্বি সাহেবের ভুরুও এবার কপাল পার হয়ে উপরের দিকে নাচিয়ে ওঠালেন আর রমজান সাহেবকে বললেন কেন মশাই সত্য সত্যয় কি ছেলের বদল আপনি বিয়ে করবেন নাকি ?
আরে নারে ভাই সে বয়সকি এখন আর আছে ।তা রাব্বি সাহেব আছে ভাল কোন পাত্রী ? এবার ছেলেকে বিয়ে দিয়ে দেখি বউয়ের আঁচলে বন্দী করে ঘরে রাখা যায় কিনা ।
তাদের দুজনের রস কথার মাঝে এসে হাজির হলেন রমজান সাহেবের স্ত্রী। তিনি এসেই সে কি আমরা বেঁচে থাকতে আবার বিয়ে । এই বুড়ো বয়সে ভিমরতি ধরেছে তোমাদের দাড়াও তোমাদের ভিমরতি ছাড়াচ্ছি বলেই সে কি অবস্থা ?
রমজান সাহেবের স্ত্রী রাব্বি সাহেবের স্ত্রীকে ফোন দিয়ে বললেন ভাবী আপনি কোথায় ? তারাতারি আমাদের বাসায় আসুন আমাদের দুজনের সর্বনাশ হতে চলছে । এবার বুঝি আমাদের কপাল পুড়লো বলেই ফোনে তার সাথে কান্না কান্নি ।
রাব্বিসাহেবের স্ত্রী রমজানসাহেবের স্ত্র্রীর মুখে ফোনে এসব কথা শুনে চুপ করে আর ঘরে বসে থাকতে পারলো না ।সে গাড়ি নিয়ে চলে আসলো রমজান সাহেবের বাসায় ।
সে গাড়ি থেকে নেমেই উপরে এসে বলতে লাগলো ভাবী বাদর দুজন কোথায় তাদের এ বয়সে যখন নতুন ভিমরতি ধরেছে তখন আর আমাদের কি দরকার চলুন আজ এর কিছু একটা হয়ে যাবে ।
সকলে হৈ চৈ তুমুল ঝগড়া তার কিছুক্ষন পড়ে ছেলে টিপু আর রাব্বি সাহেবের মেয়ে রোকসানা এলো । তাদের দুজনকে দেখে সকলে নিরব শিশুবাচ্চাদের মত চুপ হয়ে গেল ।
তারা দুজনে তাদের মা বাবাকে সালাম করে দোয়া নিতে চাইলে মা বাবা তাদের বলে কি বলে তোদের দোয়া করবো । তারা বলে আমরা দুজনে দুজনকে বিয়ে করে ফেলেছি।একথা শুনে সে কি খুশি হলেন তাদের মা দুজন কিছুটা সময়ের জন্য ভুলেগেলেন রমজানসাহেব আর রাব্বিসাহেবের বিয়ের কথা। তারা ছেলে মেয়েদের দোয়া দিতে গেলে আবার মনে পড়ে গেল রমজানসাহেব আর রাব্বিসাহেবের বুড়ো বয়সের ভিমরতির কথা ।
শুরু করলো আরেক ধাপ এবার ছেলে মেয়ে বললো তোমরা একটু চুপ করবে যাক ছেলে মেয়ের কথা মত তারা চুপ করলো ।এবার ছেলে মেয়ে জিজ্ঞাসা করলো কি হলো তোমাদের ?
কি নিয়ে তোমরা ঝগড়া করছো ? মায়েরা ছেলে মেয়ের কাছে অভিযোগ করলো এই বলে তোমাদেরা বাবারা এ বুড়ো বয়সে বিয়ে করবে । এ কথা বলতেই রমজান সাহেব এবার তার স্ত্রীর উপরে চোটে গেলেন এবং স্ত্রীকে বলতে শুরু করলেন চুপ করো আলু পুড়া মূর্খ মেয়ে মানুষ কোনকার স্ত্রী বললেন দেখেছিছ বাবা আমাকে পোটল পুড়া লোকটা আলুপুড়া বলছে ।ছেলেও এবার তাদের দুজনের উপরে চোটে গেলেন তোমরা একটু থামবে ।
রমজানসাহেব ছেলেকে বললো বাবা আমি আসল কথা ভেঙে বলছি তুই শোন ঘটনা হলো তোর রাব্বি কাকা মানে বর্তমান তোমার শশুড় তিনি এসেছিলেন আমার কাছে তোমার জন্য একটি চাকরির প্রস্তাব নিয়ে তাই আমি তার সাথে তোমার বিয়ে নিয়ে আলোচনা করি আর তোমার মা ধরে নিয়েছে আমরা আমাদের বিয়ের কথা বলছি।মনতায় কয় আলুপুড়া মহিলাটাকে এখনি তার বাপের বাড়ি পাঠিয়ে দেই কিছু না বুঝেই শুধু কুলা ব্যঙের মত লাফা লাফি করে ।স্ত্রীরা এসব কথা শুনে একদম ভেজাবিড়াল হয়ে গেলেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
মামুন ইসলাম বলেছেন: কেমনে কমু কি হলো।।।।।।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
আরণ্যক রাখাল বলেছেন: যতিচিহ্ন ভালমত বসিয়ে নিন| এটাতো বিদ্যাসাগরপূর্ব লেখা হয়ে গেছে! পড়তে পারলাম না| এডিট করে নিন,আরেকবার ঘুরে যাব
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
ব্লগার মাসুদ বলেছেন: ভালো
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দাড়ি,কমা বলে একটা ব্যাপার আছে।আছে না ভাই?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
আমি সৈকত বলছি বলেছেন: কি হলো এটা!!!!!!!