নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

*****অনু গল্পঃ ও*****

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

মাঝে মাঝে মিষ্টি শব্দ । মাঝে মাঝে অজর শ্রাবন ধারা বৃষ্টি সেই সপ সপ শব্দ । মাঝে মধ্যে ঝরণা ঝরার সেই শব্দে মতো কিছু মৃদু শব্দ আমার কানে পযন্ত এসে থেমে যায় ।

শব্দগুলো যখন আমার কান উপদ্ধি আছে তখন আমি হয়ত বাড়িন্দায়

নয়ত বাড়ির ছাদে দৌড় দিয়ে যেয়ে এদিকে ও দিকে উকি দিয়ে দেখি কিন্তু কোথাও ওর ছায়াটুক খুজে পাইনা । আস্তে আস্তে অবুজ সব্য ছেলের মতো আবার ঘরে ফিরে আসি ।



কিছুটা সময় এ নিয়ে ও নয়ে সময়টা কেটে যায় । কি জানি এ আমার মনের ভুল খেয়ল নয়ত বা জেগে থাকা স্বপ্ন হতে পারে ।



তবে আবারো শব্দ শুরু আমারো দৌড়ে হয়ত বাড়িন্দায় নয়ত বাড়ির ছাদে যাওয়ার পালা ।



কিন্তু আজো আমি আসার পরে সেই পূর্ব অবস্থান আজো তার কোন ছায়াও দেখতে পারছি না ।



ঠিক শব্দগুলো যখন আমার কানে ভেসে আছে তখন মনে হয় এ শব্দগুলো আমার অনেক পুরনো চেনা কোন স্মৃতি শব্দ ।



আমার আর ঝুমুর সেই মালা গাঁথা নয়ত খোলা আঁকাশের নিচে বৃষ্টিতে ভেজা আর মাঝে মাঝে ও দিকে এক দৃষ্টি ভঙ্গিতে চেয়ে থাকা ।



আমি জানি ও নেই আর কোন দিন আসবেও না ফিরে ও।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর কথা সাজিয়েছেন

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

মামুন ইসলাম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.