নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কে এই হ্যাপী কে এই মুুসা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮



আজ কদিন যাবর্ত ব্লগে বা সংবাদ নিউজ মিডিয়া যেখানেই চোখ বুলাই সেখানেই দেখি হেড লাইন শুধু হ্যাপী আর মুসা ।

কে এই হ্যাপী কে এই মুুসা । আচ্ছা ধরে নিলাম হ্যাপী না হয় মডেল তারকা হিসেবে কিঞ্চিত মাত্রা চিন্তাম ।



কিন্তু কে এই মুসা । সত্য করে সকলকে বলতে বললে সকলে বলবে কদিন আগেও এই মুসাকে চিনা দূরের কথা মুসার নামও পযন্ত আমরা কেও জানতাম না ।



অথচ তাহলে কি দাড়ালো সারা বাংলাদশের মানুষের সাথে এই হ্যাপী আর মুসাকে পরিচয় করিয়ে দেওয়া।



আর আমাদের দেশের মিডিয়াগুলোর কথা আর কি বলবো আমার মনে হয় তারা এখন অবুজ বাচ্চা মানুষ।



না হলে কেও শুধু এই সংবাদ নিয়ে লেখালেখি করে।

যারা সমাজ ও দেশের বুদ্ধীজীবি বিবেকবান মানুষে তাদের কাছে আমার একটা ছট্র প্রশ্ন এই লেখালেখি বা সংবাদ গুলো আমাদের দেশের জন্য এতটুক কোন সুফল বয়ে আনছে না বরং দূরনাম

ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে ।



তাই দয়া করে এসব নোংরা বিষয় গুলো নিয়ে না লেখে দেশ সম্পর্কে দেশের সাধার মানুষের সম্পর্কে লেখুন ।

দেশের সাধারন গরীব ও দিনমজুর খেটে খাওয়া মানুষ গুুলোকে নিয়ে ভাবুন ও লেখুন ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

ওয়াজোদ বলেছেন: বাংলাদেশের সাংবাদিকদের কথা আর কি বলব ভাই তারা যেন লেখার কিছু খুজেই পাইনাhere is my site-tunepage

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

সরদার হারুন বলেছেন: রূপ থাকলে মুসা পাওয়া যায় আবার টাকা থাকলে রুপসী মেলে ।
এটাই চলে আসছে আদিকাল থেকে ।







২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

মামুন ইসলাম বলেছেন: হয়ত বা এমনতাই হবে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: লেখকের সাথে সহমত

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: অনেক আগে দৈনিক জনকণ্ঠে 'সেই রাজাকার' বলে একটা সিরিজ প্রতিবেদন ছিল, তাতে মুসা ফরিদপুরের কুখ্যাত রাজাকার 'নুলা মুসা' বলে উল্লেখ করা হয়েছিল. মুক্তিযুদ্ধকালিন পাক বাহিনীর সহযোগীতার অসংখ্য তার ঘটনা বর্ণিত হয়েছিল. ঐ সময় মুক্তিযোদ্ধাদের হাতে মার খেয়ে তার হাত আহত হলে তার নাম নুলা মুসা বলে পরিচিতি পায়. এর আগে কোন এক সাপ্তাহিকে (বিচিত্রা বা যায়যায়দিন বা অন্য কোনটি) তার ধনসম্পদের খুব পজেটিভ কভার স্টোরি হয়েছিল, যেখানে তাকে বিদেশে বাংলাদেশের প্রিন্স হিসাবে পরিচিতির ও তার আভিজাত্যের কথা উল্লেখ করা হয়েছিল. সম্ভবত স্পেনে নির্বাসিত রাশিয়ান জারের বংশধর কেউ তাকে বাংলাদেশের প্রিন্স বলে উল্লেখ করেছিলেন বলে লেখা হয়েছিল.

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

মামুন ইসলাম বলেছেন: হুম কিছু বুঝলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.