নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঙ্গলগ্রহে যাচ্ছেন বাংলাদেশের চাঁদপুরের মেয়ে লুলু ফেরদৌস। একটি ডাচ প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২৫ সাল নাগাদ সেখানে বসতি গড়ার কার্যক্রম চলছে। প্রথম দফায় নাম ঘোষিত মাত্র চারজনের একজন ৩৫ বছর বয়সী লুলু ফেরদৌস।
তিনি বাংলাদেশের ভূতত্ত্ব বিভাগের সাবেক পরিচালক অহিদুর রহমান খানের মেয়ে। মা রেজিয়া সুলতানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে। জানা যায়, ছোটবেলা থেকেই লুলুর মহাকাশ নিয়ে আগ্রহ। সে লক্ষ্যে ২০০৭ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি এয়ার ট্রান্সপোর্টেশন অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। যোগ দেন নাসার বিশেষ গবেষক হিসেবে। মঙ্গলগ্রহে যাত্রার এই প্রকল্পে প্রথম দফায় দুই লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল। মোট ২৪ জন নভোচারী নিয়ে মঙ্গলের উদ্দেশে দীর্ঘ সাত মাসের যাত্রা শুরু হবে। নাম ঘোষিত চারজনের একজন হওয়া লুলু ফেরদৌস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। এই প্রকল্পে শুধু একমুখী টিকিট দেওয়া হলেও আমি বিচলিত নই। আমি এটাকে উপভোগ করছি। আমার পরিবার শুনে অবাক হয়েছিল। প্রথমে আমাকে না করলেও, আমি জানি তারা এক সময় আমাকে নিয়ে গর্ব করবেন।’ বাছাই করা নভোচারীদের মহাকাশ যান চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে অবস্থান করে কীভাবে নিজেকে বিরূপ আবহাওয়ায় টিকিয়ে রাখা যায়, সেই প্রশিক্ষণও দেওয়া হবে। উত্তর বালিয়া গ্রামের জাহিদ হোসেন খান বলেন, ‘লুলু ফেরদৌসের বাবা-মা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। চাকরির সুবাদে লুলু ফেরদৌস থাকেন যুক্তরাষ্ট্রে। তার একমাত্র ছোট ভাই ইমরান সিঙ্গাপুরে পড়াশোনা করছেন।’ বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের। লুলু ফেরদৌস চাঁদপুরের কৃতী সন্তান। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনটির জন্য, যেদিন তার প্রচেষ্টা সফল হবে। আমরা জাঁকজমকভাবে দিনটি পালন করব।
নেয়ামত হোসেন, চাঁদপুর
তথ্য বাংলাদেশ প্রতিদিনন
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
মামুন ইসলাম বলেছেন: আমার পক্ষ থেকেও তার জন্য শুভ কামনা রইলো লুলু ফেরদৌস।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো শেয়ার।
গর্বিত হওয়ার মতো বিষয়।
ধন্যবাদ ভ্রাতা
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
মামুন ইসলাম বলেছেন: আমার পক্ষ থেকে তার জন্য শুভ কামনা রইলো লুলু ফেরদৌস
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: লুলু ফেরদৌস এর জন্য শুভ কামনা।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
মামুন ইসলাম বলেছেন: লুলু ফেরদৌস এর জন্য শুভ কামনা।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
তাশমিন নূর বলেছেন: গর্বিত হওয়ার মতোই একটি সংবাদ। বাংলার নারীরা আরও এগিয়ে যাক। বাংলার মানুষ আরও জয় করুক, যেন আর কেউ বলতে না পারে, বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার কিংবা বাংলাদেশ মৃত আইডিয়ার দেশ।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
মামুন ইসলাম বলেছেন: আমার পক্ষ থেকেও তার জন্য শুভ কামনা রইলো লুলু ফেরদৌস
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
ঢাকাবাসী বলেছেন: তার জন্য শুভকামনা। ২০১৫ সাল ম্যালা দুর!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
মামুন ইসলাম বলেছেন: লুলু ফেরদৌস এর জন্য শুভ কামনা।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বেচারা... RIP...
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
মামুন ইসলাম বলেছেন: লুলু ফেরদৌস এর জন্য শুভ কামনা।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
গ্রাম্যবালক বলেছেন: শুভ কামনা।২০২৫ সালে লুলু ফেরদউস এর এজ হবে ৪৫ বছর।তিনি কি যেতে সাহস করবেন??
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মামুন ইসলাম বলেছেন: লুলু ফেরদৌস এর জন্য শুভ কামনা থাকলো
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
কালের সময় বলেছেন: শুভ কামনা ২০২৫ সালে লুলু ফেরদউসের জন্য
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
মামুন ইসলাম বলেছেন: লুলু ফেরদৌস এর জন্য শুভ কামনা থাকলো
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৫
কলাবাগান১ বলেছেন: কোথায় যেন ভুল হচ্ছে...... Mars One seems to finalized second group (more than 1000). Still two more round left for their selection of four. ওদের ওয়েব সাইটের সব নিউজ তন্ন তন্ন করে খুজেও চার জনের নির্বাচিত হওয়ার কথা পাওয়া যায় নি।
মারস ওয়ান
https://community.mars-one.com/last_activity/ALL/18/82/BD/ALL/5/2
কেই যদি ফাইনাল খবরের লিংক টা দিতেন, তাহলে খবরটা বিশ্বাস যোগ্য হত।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮
কলাবাগান১ বলেছেন: সেকেন্ড রাউন্ডে ৭০৫ জন আছে তার মধ্যে বাংলাদেশ থেকে ৫ জন (উপরের লিংকে).... কিন্তু উনাদের সবাইকে মারস ওয়ানে ফি দিতে হচ্ছে কেন বুঝতে পারছি না (পে পালের মাধ্যমে) ওদের বিজনেস প্ল্যান টা ভালই............।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
মামুন ইসলাম বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
দিশেহারা আমি বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন...
মৃত্যু কালে তার বয়স হবে ৪৫ বছর।
আমার কাছে কেন যেন এটা সুইসাইড এটেম্প বলে মনে হচ্ছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
মামুন ইসলাম বলেছেন: হুম তাই হয়ত হয়ত বা না
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
রাতুল_শাহ বলেছেন: শুভ কামনা রইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২
আহমেদ নিশো বলেছেন: ঢাকাবাসী বলেছেন: তার জন্য শুভকামনা। ২০১৫ সাল ম্যালা দুর!
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩১
কলাবাগান১ বলেছেন: একটা মিথ্যা সংবাদ কে এভাবে প্রচার করছেন.....। আপনার অবস্হাও তো দেখি বাংদেশের তথাকথিত সাংবাদিকদের মত
২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
মামুন ইসলাম বলেছেন: আপনার অবস্হাও তো দেখি বাংদেশের তথাকথিত সাংবাদিকদের মত । আপনার একথার সাথে আমি সহমত তবে আমি না প্রচার করছে সারা বাংলাদেশ ।
তথ্য বাংলাদেশ প্রতিদিনন
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: শুভ কামনা রইলো লুলু ফেরদৌস।
সকালে বাসায় শোরনাম দেখেছিলাম।পড়ার সময় পাইনি।
দোকানে এসে ভুলেই গিয়েছিলাম।
তাই আর অনলাইনে দেখাও হয়নি।
ধন্যবাদ মামুন ইসলাম খবরটা শেয়ার করার জন্য।
ভাল থাকবেন।