নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন জেনে নেই কি করে বা কি ভাবে আমরা পানের সাথে বিষ পাণ করি ।
একটি সিগারেটের সাথে যেমন নিকেটিন আছে । সিগারেটের সাথে যেমন নিকেটিন দেওয়া থাকে আর পানের সাথেও তেমন আমরা নিকেটিন মিশিয়ে বিষ পাণ করি ।এ যেন ঠান্ডা মাথায় দেখে শুনে নিজের গলায় নিজে রশি দিয়ে ফাঁস দেওয়া ।
যদিও পান আমাদের বেশি একটি উপকারী খাদ্য না কিন্তু পান আমাদেরকে তিল তিল করে মিত্যু দিকে টেনে নিতে পারে বা নেয় ।
যখন আমরা কেউ পান খাওয়া শুরু করি তখন আগে একটু পান সুপারি আর একটু চূর্ন পরে আস্তে আস্তে এটা অব্যাস হয়ে যায় তখন একটু করে জর্দ্দা নেওয়া শুরু করি । আর তা আস্তে আস্তে নেশায় পরিনত হতে শুরু করে ।
তাহলে কি দাড়ালো একটু লক্ষ্য করে দেখুন আপনি পান খাওয়ার পরে আপনার জিব্বাহ এবং আপনার গোলাপী রংএর ঠোট দুটো কত তা লাল হয়েছে এটা শুধু চুন সুপারি আর পান
খেলে এ অবস্থা আর তার সাথে যদি একটু জদ্দা মিলিয়ে নেন তাহলে দেখবেন জিবল্লা এবং গোলাপী রং এর ঠোট দুটো কত তা কালো হয়েছে তা একবার আয়নাতে পান খাওয়ার পরে দেখলে বুঝবেন ।
আরেকটা বিষয় লক্ষ্য করুন আমরা যারাই নিজেদের মধ্যে পান খাওয়ার নেশা গড়ে তুলেছি তারা দেখা গেছে এক আত্মীয় বাসায় বা বন্ধুদের সাথে কোন আড্ডায় বসেছি সেখানে চা খেলাম
আর তার পরে অমনেই একটি পান মুখে নিয়ে খেতে শুরু করলাম ।
যা আমাদের জন্য মোটেও সঠিক নয় ।
আর এমন অবস্থায় জদ্দা ছাড়া শুধু পান খেলেও ক্ষতি হবে।
কি ভাই বিষয়টি বিশ্বাস হলো না বিশ্বাস না হলে একবার নিজেই পরিক্ষা করে দেখুন ।
কি ভাবছেন ভাই কি ভাবে পরিক্ষা করবেন তাইতো দেখুন কিভাবে পরিক্ষা করবেন ।
একটু চুন নিন আপনার হাতের তলায় তার সাথে কয়েকটি চিনির ডানা মিলান এভার এগুলোকে এক সাথে ভাল করে মিশান কিছুক্ষন পরে দেখবেন ওগুলো জমাট বেঁধে পাথরের রূপান্তরে হচ্ছে ।
তাহলে আসা করি বুঝতে পারছেন পান খেলে আমাদের দেহে কি ভাবে কি কি ক্ষতি করে ।
ওহ কত বাহারি জর্দ্দা সাথে মিষ্টি পরাগ পান মজা পেয়ে বেশিি করে খাবেন আসা করি পরে ঠিকি টের পাইবেন ।
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আজীব ভাইয়া সময় করে পোষ্টটি পড়ার জন্য ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
আলম দীপ্র বলেছেন: বাহ ! ভেরি গুড পোস্ট !
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র ভাইয়া সময় করে পোষ্টটি পড়ার জন্য ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
নাজনীন পলি বলেছেন: আমাদের বাসায় আমার দাদী পান খান , আমি ও কয়েকবার শখ করে খেয়েছি তবে শুধু পান পাতা আর সামান্য সুপারি মিশিয়ে। এই পোস্ট পড়েতো ভয় পেয়ে গেলাম
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
মামুন ইসলাম বলেছেন: ভয় পাওয়ার কিছু নাই ভাই । শুধু পান না খেলেই চলবে মন্তব্যে ধন্যবাদ ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
এমএম মিন্টু বলেছেন: দিনে কম হলেও আমার আফ বিড়া পান লাগেে তাতে আমার কি হবে
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ছোট ভাই মিন্টু
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
কালের সময় বলেছেন: ভালো ভালো
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনি ভালু আছেন
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
সুমন কর বলেছেন: আমার মনে এটা সবাই জানে।তবু খায়। শুধু দরকার সচেতনা।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ দাদা ।
মনে হচ্ছে দাদারে অনেকদিন পরে দেখলাম আমার পুষ্টে
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
কলমের কালি শেষ বলেছেন: সচেতন হওয়া জরুরী ।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০
মামুন ইসলাম বলেছেন: সচেতন হওয়া জরুরী ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
আজীব ০০৭ বলেছেন: ++