নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা এসেছে এক সাগর রক্তের বিনিময়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭

সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বা রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছে ।আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক । বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জম্মভূমি ।
কিন্তু এ স্বাধীনতা অতি সহজে আসেনি ভাই । স্বাধীনতা এসেছে এক সাগর রক্তের বিনিময় । স্বাধীনতা এসেছে শত শত মায়ের সন্তানের রক্তের বিনিময়ে । স্বাধীনতা এসেছে শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে । স্বাধীনতা এসেছে এ দেশের শত শত বাঙালীর বোন মেয়ের রক্ত ও ইজ্জতের বিনিময়ে । শত শত মায়ের চোখের অশ্রুর বিনিময়ে । অথচ আজ আমরা অনেকে ঠিকমত স্বাধীনতার মর্ম বুঝলাম না স্বাধীনতা কি তা জানলাম না ।

১৯৭১ সালের এক ভয়ানক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলার স্বাধীনতা । এর জন্য আমাদের লক্ষ লক্ষ বাঙালী মা বাবা ভাই বোনদের জীবন দিতে হয়েছে ।প্রায় ত্রিশ লক্ষ বাঙালীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশ । নয় মাসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছেন আমাদের বাংলা দেশের বীর মুক্তি যুদ্ধা সৈনিকেরা । এত কম সময়ে পৃথিবীর আর কোন দেশেই স্বাধীনতা লাভ করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আমাদের দেশের বীর মুক্তিযুদ্ধারা তা করেছে । আমাদের মুক্তি যুদ্ধসংগ্রামের কথা ইতিহাসের পাতায় বেদনার হলেও তা গৌরবোজ্জ্বল ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০০

খেলাঘর বলেছেন:



স্বাধীনতার সঠিক ফল সাধারণ মানুষ পায়নি; কারণ, স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দেন, তারাই সেই দেশকে গড়ার দায়িত্ব নেন; বাংলাদেশে তা ঘটেনি; বাংলাদেশে মুক্তিযো্দ্ধাদের কৌশলে বের করে দেন শেখ সাহেবের আশে পাশের দুষ্টরা; শেখ সাহেবও বেকুব ছিলেন, তিনি মুক্তিযো্দ্ধাদের পাশে রাখননি।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

বাড্ডা ঢাকা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.