নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ পায়রা

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৩


লোটন পায়রাঃ হিমু তখন ছোট খুব দুষ্ট ছিল মাঝে মাঝে এরকম কিছু কাজ করতো যা দেখলে মেজাজ খুব খারাপ হোতো ওর উপরে আর ওর উপরে কারো মেজাজ খারাপ হোলেও কিছু করার থাকতো না কারন কিছু বলার আগে হিমু কেঁদে ফেলতো । হিমু এক জোড়া পায়রা কিনলো তার আবার পায়রা পালার খুব ইচ্ছে হোলো। মাস দুই পরে পায়রা জোড়া ডিম দিলো তার বিশ থেকে পঁচিশ দিন পরে ডিম থেকে বাচ্চা এলো এখন হিমুর দুই জোড়া পায়রা সে চিন্তা করলো এভাবে দু চার জোড়া কবুতোর হোলে কোন
কিছু হবে না হিমু খোয়ারে কম হোলেও পঞ্চাশটি পায়রা থাকতে হবে এবং সব ধরনের পায়রা থাকতে হবে গিড়িবাজ সিরাজি লোটন পায়রা । মাঝে মাঝে হিমু পায়রা উড়াবে সে দূর আকাশে অনেকে চেয়ে দেখবে হিমুর পায়রা আকাশে উড়ে ।তবে লোক বলবে না হিমুর বেশ পায়রা আছে । হিমুর মনের ভিতরে এধরনের চিন্তা বাসা বেঁধেছে ।

তা হিমু টাকা পাবে কোথাই হিমু ভেবে দেখলো আগামী মাসে বাবা যখন স্কুল আর কোচিং এর বেতন দিবে তখন সে টাকাগুলো আলেদা করে রেখে দিবে এবং পরের মাসে তার মার জমা রাখা টাকা থেকে কিছু টাকা মেরে দিবে তার পর তা দিয়ে স্কুলের বেতন দিবে

তবে হিমুর বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন যারা ছিলেন তারা কেউ এ বিষয় গুলো পষন্দ করতো না । তাই হিমুকে প্রায় সময় বাবার হাতে মার খেতে হোত । বাবার হাতে মার খেয়ে মার কাছে যেত সেখানেও একই অবস্থা মার কাছেও মার খাওয়া লাগতো ।

হিমুর এক দূর সম্পর্কের নানী ছিলেন তিনিতো সবসময় হিমুর পিছনে লেগে থাকতেন আর হিমুও ওনার পিছনে লেগে থাকতো । তো ওনি একটু সাস্থ ভারি মোটা ছিলেন সুন্দর ছিলেন তাই হিমু তাকে সুন্দরী নানী বলে ডাকতেন । একদিন নানী বিকেলে কাজের মেয়েকে বল্ল চা করে আনতে কাজের মেয়ে চা করলো হিমু সে চায়ে চিনির পরিবর্তে লাংকার গুরো দিয়ে দিল ব্যাস হয়ে গেল রং চা লংকার চা দিয়ে আসো বুড়িকে এখন টের পাবে বুড়ি কত ধানে কত চাউল ।

একদিন পায়রা পালন করতে করতে হিমুর ৭০ জোড়া পায়রা হোল একদিন সকালে হিমু বাড়ির ছাদে ওঠলো পায়রার খোপ থেকে পায়রা ছাড়ার জন্য একি দেখছে হিমু খোপের দরজা খোলা খোপের ভিতরে বাহিরে কোথাও একটা পায়রারও দেখা যাচ্ছে না । তবে কি রাতে চোর এসে সবগুলো পায়রা চুরি করে নিয়ে গেলো ।


হিমুর সে কি কান্না পায়রার জন্য কিন্তু কোন লাভ হলো না হিমুর কেঁদে কারন হিমুর সকল পায়রা চুরি হয়ে গেছে ।
হিমুর কান্না দেখে সেদিন তার সেই সুন্দরী নানীও কেঁদে ছিলেন আর হিমুকে বললেন আর কাঁদিছ না নানু ভাই তুই আবার পায়রা কিনবি আর তার জন্য তোকে আমি টাকা দেবো । তোর খোপ আবার ভরে যাবে পায়রা দিয়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.