নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রাজারছেলে ও রাখালের গল্প পর্ব ( ১)

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

সে অনেক দিন আগের কথা এক ছিল রাজারছেলে আর এক ছিল রাখাল তারা দুজনে বন্ধু ছিল । রাজারছেলে রাখালকে কথা দিলেন যেদিন থেকে সে রাজা হবে সেদিন থেকে রাখাল বন্ধুকে তার মন্ত্রী করবেন । রাখাল বললো ঠিক আছে বন্ধু তাই হবে ।





দুইজনে মনের সুখে থাকেন রাখাল মাঠে গরু চরাইয়া ক্লান্ত হয়ে এসে বসতেন গাছের নিচে সেখানে তার সাথে এসে বসতেন রাজারছেলে । দুই বন্ধুর মধ্যে অনেক মিল ছিলো। এইভাবে তাদের দিন চলতে থাকে ।



এক সময় রাজারছেলে রাজা হোলেন । রাজারছেলে কাছে এখন অনেক কাঞ্চনমালা ভান্ডার ভরা তার মানিক রত্ন। আর রাখাল বন্ধুকে যে কথা দিছিলেন তা রাজার ছেলে ভুলে গেলেন ।একদিন রাখাল এসে রাজদড়জায় দাড়ালে তাকে খেদাইয়া দেওয়া হোলো । তার পরে মনে কষ্ট নিয়া সে রাখাল কোথায় যে চলেগেল কেও বলতে পারলো না ।



একদিন সকালে রাজা ঘুম থেকে উঠাড় পরে সে আর চোখ খুলিয়া কিছু দেখতে পারলো না । আস্তে আস্তে রাজার পুরো শরীর অচল হয়ে গেল । রানি সহ রাজপরিবারে সকলে মিলে কান্নকাটি শুরু করে দিল যেন রাজপুরীতে কন্নার এক মেলা বসে গেল।



সকলের মুখে একয় কথা রাজার কি হোলো সে খাইতে পারে না শুইতে পারে না সে কথা বলতে পারে না । রাজা মনে মনে বুঝতে পারলেন সে তার রাখাল বন্ধুকে কথা দিয়ে সে কথা না রেখে যে পাপ করেছে এতা হোলো তারয় শাস্তি ।



অচল রাজার রাজসংসার আস্তে আস্তে অচলের দিকে ।রাজা মনে ব্যথা ভরা দুঃখ নিয়ে সারাক্ষন চুপচাপ একাকী বসে থাকে । রানি কাঞ্চনমালা অনেক দুঃখে কষ্টে কোনরকমে রাজত্ব চালাইতে থাকিল ।



একদিন রানি নদীতে গোসল করিতে গেলেন । সেখানে কোথায় থেকে এক সুন্দরী মেয়ে এসেছে সে রানিকে জিজ্ঞাসা করলো রানি মা চাকরানি কিনবেন আমি চাকরানি হবো । রানি বলিলেন তুমি কি অচল রাজাকে সচল করে দিতে পারবে । যোদি পার তাহোলে আমি চাকরানি কিনবো । তখন সে মেয়েটি বল্ল রানি মা আমি পরবো । রানি তাহার হাতের বালা দিয়ে সে মেয়েটিকে চাকরানি হিসেবে কিনিলেন ।



মেয়েটি রানিকে বলিলেন রানি মা আপনার শরীর অনেক ক্লান্ত আমি আপনার শরীরে সাবান দিয়ে দিচ্ছি । রানি না করিলেন তার পরেও মেয়েটি রানির শরীরে থাকা সকল গহনা খুলে রাখলেন।রানির শরীরে সাবান দিয়ে রানিকে বললেন আপনি নদী থেকে ডুব দিয়ে আসেন।



রানি নদীতে ডুব দেয়ার জন্য গেলেন। আর এরয় মধ্যে চোখের পলকে মিয়েটি রানির সকল কাপড় পরিয়া নিলেন ওগহনা গায়ে দিয়ে ঘাটের উপরে দাড়িয়ে রানিকে দাসি বলে ডাকতে শরু করলেন আর কত গোসল করিবি এবার ওঠে আয় ঘাটের উপরে রানি দাড়ানো দেখিছ না ।

চলিবে...........................................................

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল হচ্ছে++++++

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৯

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রন দূষনীয়। ভূল বানানের দিকে নজর দিতে হবে।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভালো থাকিবেন

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯

এমএম মিন্টু বলেছেন: অনেক দিন পরে এলেন দেশে গেছিলেন । আজ তাহোলে মুক্তি পেলেন

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩২

মামুন ইসলাম বলেছেন: পেলাম

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৫

তুষার কাব্য বলেছেন: চলুক..

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৭

বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর হয়েছে গল্প পঞ্চম লাইক দিয়ে গেলাম ভাইয়া

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ খুশিহোলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.