নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এক জন রিক্সাওআলার কথা......

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১১

ভাই পরিশ্রম করে হালাল ইনকামের টাকা পয়সা দিয়ে সংসার চালাই ।ছেলে মেয়েদের লেখাপড়া করাই ।আপনার ফেমিলির ম্যম্বার কয়জন আছি ভাই সংসারে মা,বাবা,দুই বোন,আর আমরা চার ভাই আমার স্ত্রী ও এক ছেলে এক মেয়ে । আপনি ভাইদের মধ্যে কত নম্বর আমি সংসারে বড় ছেলে । আপনার আর ভাইয়েরা কি করে তারা তিনজন একটি কম্পানীতে চাকুরী করতো হঠাৎ করে কম্পানী বন্ধ হয়ে যাওয়ায় তারা তিনজন এখন বেকার আছেন গত কয়েক মাস যাবর্ত ।বড় আদোরের ছোট ভাই তারা আমার ।বেশি লেখা পড়া করাতে পারি নাই তার পরেও একেক জনকে এইচ এস সি পযন্ত করে পড়িয়েছি।আপনি লেখা পড়া করেছেন করেছিলাম ভাই তা হোলে রিক্সা চালাচ্ছেন কেন একটি চাকুরী নিলেই পারতেন । ভাই আর বলবেন না আজ কাল চাকুরির বাজার অনেক খারাপ তার পরেও কিনতু ভাই কয়েক জায়গায় চেষ্টা চালিয়েছি । কিনতু কোন জায়গায় চাকুরি না হওয়ায় শেষ পযন্ত এই তিন চাক্কার যুদ্ধে নেমেছি । রিক্সা চালানোর আগে যে কয়টি অফিসে গেছি একটি কথা পরিস্কার বুঝেছি আজকালের এই দিনে লেখা পড়ার মূল্য কেউ দিতে চায়না ।কয়েকটি অফিসে চাকুরীর জন্য ইন্টাভিউ দেয়ে ছিলাম কিনতু ভাই সেখানে সার্টিফিকিটের ২৫পয়সার মূল্য নাই । ঐ সব অফিসে মামা চাচাগো জোর লাগে শশুরের সুপারিশ লাগে আর তা না থাকলে মোটা অংকের বান্ডিল লাগে। আর আমার কাছে এর কোনটাই নাই তাই আমার কপালে চাকুরীও নাই ।

আজকাল বেসরকারী অফিসে পোষ্ট খালি হওয়ার আগেই বুগীন আর সরকারী হোলে কোন কথা নাই সেখানে পোষ্ট খালী হওয়ার আগেই জয়েন্ট হয়ে যায় এমপি মন্ত্রীদের ভাতিজা, ভাগন্যেরা ,আমাদের লোকদের বেসরকারী তে না আছে কোন চান্জ না আছে সরকারীতে কোন চান্জ । আমাদের ভাই একূল নাই ও কূলও নাই ।আগামীতে আপনার আসা কি ভাই আর বলবেন না গরীবের আসা স্বপ্ন আর ভালবাসা এর কোনতারই মূল্য নাই সবই শুধু দূর আসা ।

তার পরেও স্বপ্ন দেখি প্রথমতো ইচ্ছে হলো ছোট ভাই তিনটিকে বিদেশ পাঠিয়ে দেবো ।

তার পড়ে আমার ছোট বোন দুটোকে বিয়ে দিয়েছি ওখানে কিছু লেনদেন বাকী তাদের পাওনা গুলো শোধ করবো তার পরে নিজের ছেলে মেয়ের ভবিষৎতের জন্য কিছু গুছানো আর কিছুই চাওয়ার নাই আসাও নাই বলতে বলতে রিক্সা আমাকে আমার গন্তব্যে পৌছে দিলেন । আমি কিছু বুঝতে পারছি না কেন মানুষকে এত কষ্ট সহ করতে হয় আপনেরা যারা আমার সহ ব্লগার ভাই আছেন তারা অবশ্যই কিছু না কিছু বুঝতে পারছেন ।

আমার সোনার বাংলার কাছে একটি প্রশ্ন মাগো কতদিন নাগাত তোমার সোনার ছেলেদের দুংখ মুছবে ।

একটাই প্রশ্ন আমার । একটাই প্রশ্ন আমার। একটাই প্রশ্ন আমার।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

কালের সময় বলেছেন: সত্য যতই কঠিন হোক তবুও যে সে সত্য ।
তাই আমার কাছে মনে হয় মামুন ভাই রিক্সাওআলা সত্য কথা বলেছে।
আমাদের দেশে সত্যই চাকুরীর বাজার অনেক খারাপ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

মামুন ইসলাম বলেছেন: হুম রিক্সাওয়ালার কথা শুনে আমারো অনেক কষ্ট লেগেছে ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

যাযাবর বেদুঈন বলেছেন: আমাদের দেশে চাকরীর বাজার খারাপ মেনে নিচ্ছি। কিন্তু সমস্যাটা হল দেশে প্রতি বছর যে হারে ছেলে মেয়ে পাশ করে বের হয়েই চাকরীর পেছনে ছুটে সে পরিমান কর্মসংস্থান দেশে সৃষ্টি হয়নি। দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অন্যতম প্রধান কারণ। সেই সাথে আগে কর্মসংস্থানের জন্য গড়ে তোলা যেতে পারে উৎপাদনশীল কল কারখানা। আর একটা বদ্ধ মূল ধারণা বদলাতে হবে। চাকরী কেন করতেই হবে, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে ? এই ধারণা থেকে বের হয়ে আসতে পারলেই দেশ এগিয়ে যাবে। দরকার হলে কৃষি কাজ করুক ক্ষতি কোথায় ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই যাযাবর বেদুঈন আপনার মূল্যবান মন্তব্যের জন্য

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

এমএম মিন্টু বলেছেন: পোষ্ট ভালো হয়েছে সত্যকথা +++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই এমএম মিন্টু

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

হরিণা-১৯৭১ বলেছেন:


সোনার বাংলার স্বপ্ন বাংগালীরা দেখতো, শেখ সাহেব তাতে রং দিয়েছিলেন; তিনি সোনার বাংলা গড়ার সুযোগ পেয়ে হেলায় হারায়েন; উনার পরের কাহিনী চোর ডাকাতের কাহিনী।

আজ মন্ত্রী নাহিদ ব্যতিত সরকার, রাজনীতি ও প্রশাসনের সাথে যুক্ত সবাই ডাকাত।

তাই মানুষকে কস্ট করতে হবে; চোর ডাকাতেরা ভালো থাকার জন্য

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই হরিণা-১৯৭১ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: সত্য কথন ভালো লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই মূল্যবান মন্তব্য পাশ্বে থাকার জন্য

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০

মামুন ইসলাম বলেছেন: শুভেচ্ছা থাকলো আপনাগো সবার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.