নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আসুন এক নজর দেখি আমাদের দেশের অস্যহায় পথ শিশুদের কিছু ছবি ব্লগ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮



এই বয়সে তার শ্রমের কথা না এখন বোজার পরিবর্তে তার হাতে বই খাতা কলম থাকার কথা কেউ কি নেই তার হাতে একটি বই একটি খাতা একটি কলম দেওয়ার মতো ।





এতা কি তার মাথায় ভারী জিনিস নেওয়ার বয়স ।





দেখুন শিশুরা কত সুন্দর ফুলের মালার বদলে শ্রমের মালা গেতে চলেছে । এরা কিনতু এ দেশেরই সন্তান এদের জন্য কি একটুও কষ্ট হয় না হৃদয়তা কি একটু কি কাদেনা ।











তাদের এ বয়সটি হেসে খেলে বেরানোর সময় । সাইকেলে বসে পিঠে স্কুলের ব্যগ থাকার কথা । এ বয়স তার শ্রমের বয়স না অথচ সে শ্রম করে খাচ্ছে এ বিষয় গুলো আমাদের দেশের মাননীয় রাষ্ট্রীয় সরকার একটু বিবেচনা করবেন কি দয়া করে ।





এতাকি তার ইত বা পাথর ভাংঙ্গা ঝুঁকিপূর্ণ্য কাজের সময় নাকী ঘরে বসে হাতে পেনসিল নিয়ে খাতায় লেখার সময় ।



এই ছেলেটি হতে পারতো কোন ভাল মাদ্ররাসার ছাত্র নয়ত বা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অথচ সে এখানে পাথর বা ইট ভাংঙ্গার মত ঝুঁকিপূর্ণ্য কাজ করছে হায়রে নিয়তী কি আর করবি ।

আরো জানতে এখানে ক্লিক করুন





তারতো এখন এখানে থাকার কথা নয় সে এ বয়সে পড়ার টেবিলে বসে খাতাতে কলম বা পিলছিল দিয়ে লেখা শেখার কথা অথবা তার যে নরম তুলতুলে হাত তাতে এখন সে কোন শিল্প আট শিখলে অনেক ভালো হতো তাই না । আরে কি ভাবছেন এরা অন্য কোন দেশের সন্তান না এরা আমাদের এই সোনাঁর বাংলাদেশেরই সন্তান শুধু একবার ভেবে দেখুনতো এদের জায়গায় যোদি আমাদের নিজের সন্তান হোতো তাহোলে আমরা কি করতাম ।











এদের নিয়ে কিনতু আমাদের সকলকে ভাবতে হবে

এরাই কিনতু আগামীতে আমাদের দেশের হাল ধরবে ।

আর এদের গড়ে তোলার দায়ত্ব কিনতু আপনার আমার আমাদের সকলের ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

এমএম মিন্টু বলেছেন: দেশের বাস্তব কিছু বিষয় ফুতে উঠেছে তবে ছবিগুলো আরেকটু পরিস্কার হোলে ভালো হোতো ।
ধন্যবাদ মামুন ভাই পোষ্টির জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই এমএম মিন্টু পোষ্টি পড়ার জন্য

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন আপনার লেখায় -- ২০১২ সালেও আমি ওয়ার্কিং চিলড্রেনদের নিয়ে কাজ করেছি ---
আমাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে --

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা আপু পোষ্ট পড়া ও মূল্যবান মন্তব্যের জন্য ।
যানি না আপু কততুক ফুটিয়ে তুলতে পারছি তবে চেষ্টা করছি আপু কিছু পথ শিশুর কথা এই পৃথিবীকে যানিয়ে দিতে ।
আর বেশি খুশি হোলাম আপু জেনে আপোনি তাদেরকে নিয়ে কাজ করছেন বলে । তবে আমার মনে হয় আপু আবার আমাদের সকলের পথ শিশুদের পাশ্বে দাড়ানোর সময় হয়েছে ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

কালের সময় বলেছেন: পথ ও দরিদ্র অসহায় শিশুদের নিয়ে মামুন ভাই কঠিন বাস্তব তুলে ধরেছেন মামুন ইসলাম ভাই । আসলে আমাদের সকলকে মিলে পথ শিশুদের পাশ্বে এগিয়ে যেতে হবে । পোষ্টি ইচ্ছে করলে মডুরা স্টিকি করতে পারেন বা স্টিকি করার অনুরোধ থাকলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ কালের সময়

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

মামুন রশিদ বলেছেন: বেদনার ছবি । কবে আমরা এইসব ছবি পরিবর্তন করতে পারব?

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

বাংলার পাই বলেছেন: আমাদের দেশের বাস্তব চিত্র। সত্যি অমানবিক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ বাংলা পাই

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: মন খারাপ করা পোস্ট। এ ধরনের ছবিগুলো শুধু অামাদের কষ্টকে বাড়ায়।

বিনম্র শ্রদ্ধা জানাই তাঁদের এবং প্রার্থনা করি এ ছবিগুলো যেন অার দেখতে না হয়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ দাদা মূল্যবান মন্তব্যের জন্য । সত্যই দাদা অনেক বেদনা দায়ক ছবি গুলো আমি যখন ছবি গুলো এ্যডীট করেছি তখন শুধু আমার চোখ দিয়ে নোনা জ্বল ঝরেছে ।
কিনতু তার পড়েও কিছু করার নাই কারন একে হোলাম বেকার মানুষ দুই মহান আল্লাহু আমাকে ওরকম কোন অর্থ সম্পদ দেয় নায় যে সে গুলো নিয়ে তাদের পাশ্বে দাড়াবো ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১২

দুখাই রাজ বলেছেন: খুব খুব খুবই কষ্ট লাগে এদের জন্য । ঢাকার পথশিশুদের নিয়ে কিছু কাজ করছি । দোয়া করবেন ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

মামুন ইসলাম বলেছেন: অসংখক ধন্যবাদ ভাই দুখাই রাজ শুনে খুশি হোলাম পথ শিশুদের নিয়ে কাজ করতেছেন বলে । যানিনা ভাই আমাদের দোয়া আল্লাহুর কাছে পৌছাবে কিনা তবু দোয়া করি আপনার সাফল্য।ভালো থাকুন শুভকামনা সব সময় ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

তাসজিদ বলেছেন: ওদের দেখে শিক্ষা হোক আমাদের।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই তাসজিদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য আসলে ভাই তাসজিদ আপনার সাথে আমিও সহমত আমাদের শিক্ষা হওয়া উচিত।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক । :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই অনেক দিন পরে আপনাকে দেখলাম আমার পোষ্টে

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০১

এহসান সাবির বলেছেন: দুঃখজনক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই এহসান সাবির
ভাই দুংখজনক হোলেও কিনতু এতাই চরম বাস্তবতা সত্য এবং এই ছবিগুলো আমাদের দেশের ছেলেমেয়ের ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: ছবিগুলো কি আপনার তোলা?

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মামুন ইসলাম বলেছেন: হয়ত বা না কিন্তু এদেশের ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.