নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ব্লগ বিষয়ে কিছু বিশেষ আলোচনা বা কথা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১২

আজ কাল দেখা যাচ্ছে ব্লগ লেখকের কোন অভাব নাই অনেক ভালো ভালো লেখকেরা এখন এই ব্লগ প্লাটফর্মে লেখছেন এতো কিন্তু আমাদের জন্য সুখময় বিষয় যেমন আনন্দ ও খুশির বিষয় তেমন। আবার একটু চিন্তা করলে দেখা যাবে এই সুখময় বিষয়টা কিন্তু দুংখময় বটে । আমার এই লেখাটা পড়ার পড়ে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন চেপে বসেছে যে ভাল লেখকেরা লেখছেন এটা সুখময় কথা এর সাথে আবার দুংখের কি আছে ।



দুঃখের বিষয় বা কারন অবশ্যই আছে । যেমন আমার মনে পড়ছে বেশ কয়েক বছর আগে আমি যখন লেখাপড়া ছেড়ে দিয়ে যে কোন একটি কাজের উদ্দেশে বা কাজ শিখতে এক প্রতিষ্ঠানে যাই তখন সেখানকার হেড যে সে আমায় বলে ছোট ভাই কাজ কইরা করবা কি এখন ওস্তাদের অভাব হয় না মাগার শির্ষের অভাব হয় । তার এ কথার উদ্দেশ্য হল যেমন যে কোন প্লাটফর্মে দেখা যায় অনেক ভালো ভালো লেখক প্রত্যেক দিন দুই একটি করে ব্লগে পোষ্ট দিচ্ছেন কিন্তু যতই ভালো হোক দেখা যায় তাদের লেখাটি দুইবার একবার করে বেশি হলে ০১ থেকে ৫০ জন দেখেছেন ৩০ থেকে ৫০ বার পঠিত হয়েছে তাও কোন মন্তব্য নাই । এর মানে কি দাড়ালো ভালো লেখক আছে কিন্তু ভালো পাঠক নাই । কাউকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে, যে ভাই এখন আমাদের দেশে ব্লগ পাঠক এত কমের কারন কি? তাহলে কি আমাদের দেশের ব্লগ লেখকেরা ভালো ব্লগ লেখছেন না, প্রশ্নের জবাবে উত্তর পাওয়া যায় ভাই ভালো লেখক আছে কিন্তু ভালো পাঠক নাই। কেন পাঠকগন কোথায় গেছে বলে ভাই সব ব্লগ পাঠক গন এখন ফেসবুক খোর হয়ে গেছে আর এ ভাবে যদি সব ব্লগ পাঠক গন ফেসবুক খোর হয়ে যান তাহলে ব্লগের বারোটার জায়গায় তেরোটা বেজে যাবে। তাহলে প্রশ্ন হলো কি করা যায়? অবশ্যই কিছু করতে হবে শুধু ভালো ও বেশি বেশি ব্লগ লেখলেই হবে না বেশি বেশি ব্লগ পাঠক খুজে বের করতে হবে । কাজটা কিন্তু খুব বেশি একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না । আমাদের কি করতে হবে কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হবে । যেহেতু ফেসবুকের কারনে আমাদের দেশের ব্লগ গুলোর পাঠক কমে যাচ্ছে সেহেতু আমরা সবাই মিলে ফেসবুক থেকেই সেই ফয়দাটা লুটবো । কিন্তু কিভাবে লুটবো সে কথাই বলছি আমরা এখন মাদক সেবনের মতো ফেসবুক সেবন করছি বা ফেসবুকের জন্য আমাদের ব্লগ লেখকদের বারোটার জায়গায় তেরোটা বাজচ্ছে তাই যারা ব্লগে আছি আমাদের কিন্তু কম আর বেশি ফেসবুক, গুগল, তারপরে টুইট, আর অন্যান্য যেসব সাইটে একাউন্ট আছে সেই সব সাইটে আমাদের ব্লগ গুলো বেশি করে শেয়ার দিতে হবে, কষ্ট মনে করলে দিনে দুই/এক বার করে শেয়ার দিতে হবে। হিট করলেও কিন্তু ব্লগটি ভালো প্রচার হবে। শুধু তাই না যারা যারা ভালো ভালো লেখেন শুধু ভাই নিজের লেখাতো পড়লে হবে না অন্য যারা ব্লগ লেখছেন তাদের লেখাগুলো পড়তে হবে। ভালো ভালো মন্তব্য করতে হবে। তাহলে ভাই আপনার লেখাটাও প্রচার হবে । এভাবে চাইলে কিন্তু আমরা সবাই মিলেমিশে ব্লগের উন্নয়ন করতে পারি । আরে স্ত্রীর হাতের রান্না করা খাবার মজা করে খাবো আর স্ত্রীকে ভালোবাসবো না তা কি হয় শুধু ভাই ব্লগে ব্লগ লেখলে হবে না ব্লগকে ভালোবাসতেও হবে। ধন্যবাদ সবাইকে আমার কিন্তু বানানে প্রচুর ভুল তাই হয়ত লেখাগুলো অগোছালো। কিন্তু বিশেষ অনুরোধ আপনাদের কাছে দয়া করে একটু গুছিয়ে পড়বেন । আর বেশি বেশি ব্লগকে

ভালোবাসবেন এটাই আপনাদের কাছে আমাদের ছোট লেখকদের অনুরোধ। ভুল হলে বা এই লেখায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ।

ও হ্যা আরেকটি কথা বিশেষ করে যারা নতুন লেখক তাদের কথা একটু ভাববেন । আর কৃতপক্ষকেও এ বিষয় ভালো ভালো কিছু উদ্যোগ নিতে হবে । যেমন স্টিকি পোষ্টের সময় সীমা কমিয়ে আনতে পারেন। বেশি না হোক দুই একদিন করে কমালেই চলে । তারপরে প্লাটফর্মে যে স্থানটিতে স্টিকি পোষ্ট রাখেন সেখানে আরেকটু ছোট করে একটি জায়গা দুটি বা চারটি স্টিকি পোষ্ট রাখতে পারেন যেমন দেখা যায় নির্বাচনী পাতা থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে গল্প এবং একটি করে কবিতার পোষ্ট স্টিকি পোষ্টে রাখতে পারেন । বিষয় বস্তু যেসব পোষ্ট বা ছবি ব্লগের যেসব পোষ্ট দেওয়া হয় তা থেকেও প্রত্যেক সপ্তাহে দুটি করে পোষ্ট স্টিকি করা যেতে পারে। এ বিষয়গুলোর ব্যপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করিলে যেমন ব্লগ লেখকেরা ব্লগ লেখে উৎসাহ পাবে, তেমন ব্লগের উন্নয়ন অতি শীঘ্রই ফিরে আসবে বলে মনে হয় বা আশা করি । ধন্যবাদ কর্তৃপক্ষ সহ সকল ব্লগার ভাই-বোনকে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই মন্তব্যের জন্য

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫২

রোমেল আশরাফ বলেছেন: ভাল বলেছেন মানুন ভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

মামুন ইসলাম বলেছেন: প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিউত্তর দিতে দেরি হয়েছে বলে ।
ধন্যবাদ রোমেল আশরাফ ভাই মন্তব্যের জন্য কি কমু ভাই
ভালো মন্দ বুঝি না তবে ফে বুকের কারনে যে আমাদের ব্লগার
ভাইদের ভালো লেখা গুলো বেশি কার চোখে পড়তেছে না এতা
বুঝতে পারছি । তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে ভাবে
হোক এ যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে । একটা কথা আমাদের সকলের মনে রাখতে হবে এই প্লাটফরম শুধু মধুদের একার সম্পদ নয় এতা আমাদের সম্পদ ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:




ভালো বলেছেন। বানানে আরো একটু সতর্ক হোন। আপনি ভুলগুলো ঠিক করতে না পারলে অন্য কাউকে দিয়ে ঠিক করিয়ে নিন।



যতখানি পেরেছি ঠিক করে দিলাম।



আজ কাল দেখা যাচ্ছে ব্লগ লেখকের কোন অভাব নাই অনেক ভালো ভালো লেখকেরা এখন এই ব্লগ প্লাটফর্মে লেখছেন এতো কিন্তু আমাদের জন্য সুখময় বিষয় যেমন আনন্দ ও খুশির বিষয় তেমন। আবার একটু চিন্তা করলে দেখা যাবে এই সুখময় বিষয়টা কিন্তু দুংখময় বটে । আমার এই লেখাটা পড়ার পড়ে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন চেপে বসেছে যে ভাল লেখকেরা লেখছেন এটা সুখময় কথা এর সাথে আবার দুংখের কি আছে ।

দুঃখের বিষয় বা কারন অবশ্যই আছে । যেমন আমার মনে পড়ছে বেশ কয়েক বছর আগে আমি যখন লেখাপড়া ছেড়ে দিয়ে যে কোন একটি কাজের উদ্দেশে বা কাজ শিখতে এক প্রতিষ্ঠানে যাই তখন সেখানকার হেড যে সে আমায় বলে ছোট ভাই কাজ কইরা করবা কি এখন ওস্তাদের অভাব হয় না মাগার শির্ষের অভাব হয় । তার এ কথার উদ্দেশ্য হল যেমন যে কোন প্লাটফর্মে দেখা যায় অনেক ভালো ভালো লেখক প্রত্যেক দিন দুই একটি করে ব্লগে পোষ্ট দিচ্ছেন কিন্তু যতই ভালো হোক দেখা যায় তাদের লেখাটি দুইবার একবার করে বেশি হলে ০১ থেকে ৫০ জন দেখেছেন ৩০ থেকে ৫০ বার পঠিত হয়েছে তাও কোন মন্তব্য নাই । এর মানে কি দাড়ালো ভালো লেখক আছে কিন্তু ভালো পাঠক নাই । কাউকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে, যে ভাই এখন আমাদের দেশে ব্লগ পাঠক এত কমের কারন কি? তাহলে কি আমাদের দেশের ব্লগ লেখকেরা ভালো ব্লগ লেখছেন না, প্রশ্নের জবাবে উত্তর পাওয়া যায় ভাই ভালো লেখক আছে কিন্তু ভালো পাঠক নাই। কেন পাঠকগন কোথায় গেছে বলে ভাই সব ব্লগ পাঠক গন এখন ফেসবুক খোর হয়ে গেছে আর এ ভাবে যদি সব ব্লগ পাঠক গন ফেসবুক খোর হয়ে যান তাহলে ব্লগের বারোটার জায়গায় তেরোটা বেজে যাবে। তাহলে প্রশ্ন হলো কি করা যায়? অবশ্যই কিছু করতে হবে শুধু ভালো ও বেশি বেশি ব্লগ লেখলেই হবে না বেশি বেশি ব্লগ পাঠক খুজে বের করতে হবে । কাজটা কিন্তু খুব বেশি একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না । আমাদের কি করতে হবে কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হবে । যেহেতু ফেসবুকের কারনে আমাদের দেশের ব্লগ গুলোর পাঠক কমে যাচ্ছে সেহেতু আমরা সবাই মিলে ফেসবুক থেকেই সেই ফয়দাটা লুটবো । কিন্তু কিভাবে লুটবো সে কথাই বলছি আমরা এখন মাদক সেবনের মতো ফেসবুক সেবন করছি বা ফেসবুকের জন্য আমাদের ব্লগ লেখকদের বারোটার জায়গায় তেরোটা বাজচ্ছে তাই যারা ব্লগে আছি আমাদের কিন্তু কম আর বেশি ফেসবুক, গুগল, তারপরে টুইট, আর অন্যান্য যেসব সাইটে একাউন্ট আছে সেই সব সাইটে আমাদের ব্লগ গুলো বেশি করে শেয়ার দিতে হবে, কষ্ট মনে করলে দিনে দুই/এক বার করে শেয়ার দিতে হবে। হিট করলেও কিন্তু ব্লগটি ভালো প্রচার হবে। শুধু তাই না যারা যারা ভালো ভালো লেখেন শুধু ভাই নিজের লেখাতো পড়লে হবে না অন্য যারা ব্লগ লেখছেন তাদের লেখাগুলো পড়তে হবে। ভালো ভালো মন্তব্য করতে হবে। তাহলে ভাই আপনার লেখাটাও প্রচার হবে । এভাবে চাইলে কিন্তু আমরা সবাই মিলেমিশে ব্লগের উন্নয়ন করতে পারি । আরে স্ত্রীর হাতের রান্না করা খাবার মজা করে খাবো আর স্ত্রীকে ভালোবাসবো না তা কি হয় শুধু ভাই ব্লগে ব্লগ লেখলে হবে না ব্লগকে ভালোবাসতেও হবে। ধন্যবাদ সবাইকে আমার কিন্তু বানানে প্রচুর ভুল তাই হয়ত লেখাগুলো অগোছালো। কিন্তু বিশেষ অনুরোধ আপনাদের কাছে দয়া করে একটু গুছিয়ে পড়বেন । আর বেশি বেশি ব্লগকে
ভালোবাসবেন এটাই আপনাদের কাছে আমাদের ছোট লেখকদের অনুরোধ। ভুল হলে বা এই লেখায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ।
ও হ্যা আরেকটি কথা বিশেষ করে যারা নতুন লেখক তাদের কথা একটু ভাববেন । আর কৃতপক্ষকেও এ বিষয় ভালো ভালো কিছু উদ্যোগ নিতে হবে । যেমন স্টিকি পোষ্টের সময় সীমা কমিয়ে আনতে পারেন। বেশি না হোক দুই একদিন করে কমালেই চলে । তারপরে প্লাটফর্মে যে স্থানটিতে স্টিকি পোষ্ট রাখেন সেখানে আরেকটু ছোট করে একটি জায়গা দুটি বা চারটি স্টিকি পোষ্ট রাখতে পারেন যেমন দেখা যায় নির্বাচনী পাতা থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে গল্প এবং একটি করে কবিতার পোষ্ট স্টিকি পোষ্টে রাখতে পারেন । বিষয় বস্তু যেসব পোষ্ট বা ছবি ব্লগের যেসব পোষ্ট দেওয়া হয় তা থেকেও প্রত্যেক সপ্তাহে দুটি করে পোষ্ট স্টিকি করা যেতে পারে। এ বিষয়গুলোর ব্যপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করিলে যেমন ব্লগ লেখকেরা ব্লগ লেখে উৎসাহ পাবে, তেমন ব্লগের উন্নয়ন অতি শীঘ্রই ফিরে আসবে বলে মনে হয় বা আশা করি । ধন্যবাদ কর্তৃপক্ষ সহ সকল ব্লগার ভাই-বোনকে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করতে পারবো না প্রিয় আমিনুর ভাই। তবে আমি আপনার কাছে চির ঋৃনী হয়ে থাকলাম যে ঋৃন কখনো শোধ করতে পারবো না । পাশ্বে থেকে উৎসাহ দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকলাম । আর এ ভাবে পাশ্বে থেকে সব সময় উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করবো ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

আমিনুর রহমান বলেছেন:




শিরোনাম ও ঠিক করে নিবেন।


ব্লগ বিষয়ে কিছু বিশেষ আলোচনা বা কথা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

মামুন ইসলাম বলেছেন: ভাইয়া এতাই কপি পোষ্ট করেছি ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

জেন রসি বলেছেন: ভাল লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

মামুন ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জেন রসি ভাই পোষ্টে অংশ গ্রহন করার জন্য ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

সুমন কর বলেছেন: এতো ভুল হলে পড়তে বা অর্থ বুঝতে কষ্ট হয়। যদিও অামি ঠিক করে পড়ে নিয়েছি। অাশা করি, অারো সর্তক হবেন।

ভাল বলেছেন। তবে ফেসবুকের কারণে অনেক পাঠক এবং ব্লগার হারিয়ে যাচ্ছে, সেটা সত্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন কর ভাই আমি জানি একটু কষ্ট হচ্ছে আপনাদের পড়তে তাই এ ভুল লেখা ভাইটির উপরে রাগ বা মন খারাপ কইরেন না ভাই । আর পাশ্বে থাকার জন্য আন্তরীক ধন্যবাদ ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

এমএম মিন্টু বলেছেন: লেখকের সাথে সহমত

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ এম এম মিন্টু ভাই পাশ্বে উৎসাহ দেওয়ার জন্য ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ব্লগে ভালো লেখক আছেন এবং আমি মনে করি তাদের লেখার পাঠকও কম নয়। তাছাড়া অনেক সংকলন পোষ্টও আসে যেখানে নির্বাচিত কিছু ভালো লেখা স্থান পায়। সেগুলোর পাঠকও কম না। সমস্যা হল সব লেখকের পাঠক সংখ্যা এক নয় এবং এটা হওয়ার কথাও না। আমার কাছে এটাকে স্বাভাবিক বলে মনে হয়। কারণ অনেক লেখক আছেন যারা অন্যের পোস্টে মন্তব্য করেন না। তাতে তাদের পরিচিতিও হয় না। এটা একটা সমস্যা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪

মামুন ইসলাম বলেছেন: প্রথমে আপনাকে অসংখক ধন্যবাদ নাভিদ কায়সার রায়ান ভাই পোষ্টে আসা ও আলোচনায় অংশ গ্রহনের জন্য।
ভাই আমি কিনতু বলি নাই ভালো লেখক নাই বা কেউ ভালো পোষ্ট দেয় না । ভালো লেখক আছেন তবে সীমীত তাও তাদের লেখা গুলো খুব কম পঠিত হচ্ছে তবে ভাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনেরা আমার থেকে অনেক সিনিয়ার ব্লগার তাই আমার লেখায় ভুল বুঝবেন না । মনে করেন মডুরা যখন একটি পোষ্ট নির্বাচন করেন তখন কিনতু তারা চিন্তা বিবেচনা করেই পোষ্টটি নির্বাচন পাতায় নিয়ে আসেন আর সে নির্বাচনি পোষ্টটিও দেখা গেছে মাত্র ৩০ বা ৪০ বার পঠিত । পরিচিত লেখক হোলেই যে শুধু তার লেখাতাই পড়তে হবে না এতা আসলে আমি মানতে পারছি না । আরেক টা বিষয় একটু নজর দিলেই আপনি বুঝতে পারবেন দেখুন আমার এই লেখাতর কথাই একটু চিন্তা করুন । এই পোষ্টটা কিনতু আমাদের সকল ব্লগার ভাইদের উর্দ্ধেস্যে লেখা এবং নির্বচনি পৃষ্টার শুরুতে দেওয়া হয়ছে সেই হিসেবে এই পযন্ত কমপক্ষে ৩০০ থেকে ৪০০ বার পঠিত হওয়ার কথা সেখানে দেখলাম মনে হয় মাত্র ১৭০ বারের মত পঠিত হয়েছে । এতা ভাই আমি লেখক হিসেবে না লেখার বিষয় বস্তু হিসেবে বলছি ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ব্লগে ভালো লেখক আছেন এবং আমি মনে করি তাদের লেখার পাঠকও কম নয়। তাছাড়া অনেক সংকলন পোষ্টও আসে যেখানে নির্বাচিত কিছু ভালো লেখা স্থান পায়। সেগুলোর পাঠকও কম না। সমস্যা হল সব লেখকের পাঠক সংখ্যা এক নয় এবং এটা হওয়ার কথাও না। আমার কাছে এটাকে স্বাভাবিক বলে মনে হয়। কারণ অনেক লেখক আছেন যারা অন্যের পোস্টে মন্তব্য করেন না। তাতে তাদের পরিচিতিও হয় না। এটা একটা সমস্যা।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সুফিয়া বলেছেন: বাস্তবসম্মত একটি লেখা। আপনার সাথে আমি একমত। কিন্তু আপনি পুরো বিষয়টার শুধু একটা দিক তুলে ধরেছেন। সমস্যা সমাধানের বিষয়ে আরও কিছু বক্তব্য আপনার কাছ থেকে পেলে ভাল হতো।


ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১১

মামুন ইসলাম বলেছেন: আপনাকে অসংখক ধন্যবাদ সুফিয়া আপু পোষ্টে ও আলোচনায় অংশ গ্রহন করায় । আসা করি সমস্যা সমাধানের বিষয়ে যা প্রয়োজন তা অবশ্যই মডুরা বিবেচনা করবেন ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

স্বাধীনতা_bd বলেছেন: লেখাটি গুরুত্ব পূর্ণ, ভাল লেগেছে পড়ে,

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ স্বাধীনতা_bd ভাই পোষ্টিতে আসা ও আলচনায় অংশগ্রন করার জন্য।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিছু বাস্তব সমস্যার কথা লিখেছেন। সমাধান অসম্ভব নয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই পোষ্টে আসার জন্য । আমরাউ আসা করছি কৃতপক্ষ আমাদের সমস্যার সমাধান গুলো অতি শিগ্রই বিবেচনা ও বাস্তবায়ন করবেন ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নতুন ব্লগারকে স্বাগতম !

ভালো লেখা আর ব্লগিয় ইন্টার‍্যাকশন ভালো হলে
নতুন লেখকেরাও ভালো করতে পারবে এখানে,
তবে পরিশ্রম আর ধৈর্যের বিকল্প নিশ্চয়ই নেই !

ভালো থাকুন, অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা আপনাকে এই পোষ্টটিতে আসার জন্য তবে ভাই একটু লক্ষ রাখবেন ভালো লেখকদের ভালো লেখা গুলো এবং ধৈর্য ও পরিশ্রম যাতে করে কোন ভাবেই বিফলে না যায়। শুভ কামনা থাকলো ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

শামীম সুজায়েত বলেছেন: লেখার বিষয়বস্তু ভাল। বানানের বিষয়ে সতর্কতা জরুরি। আমার নিজেরও খুব ভুল হয়। তখন বানানটি গুগলে লিখে সার্চ দেই। যদি দেখি দেশের স্বনামধন্য পত্রিকাগুলোর বিভিন্ন নিউজে শব্দটি আছে, বুঝে নেই বানান সঠিক হয়েছে।
আপনিও সেভাবে দেখতে পারেন।

প্রসঙ্গক্রমে তাই আমিনুর রহমান ভাইয়ের সাথে একমত। তিনি আপনার লেখাটির বানান গুছিয়ে দিয়েছেন অনেকখানি।

লেখার গাঁথুনীতে দূর্বলতা রয়েছে বলে আমার মনে হলো। তবে বলার ভঙ্গিমায় আছে শক্তিশালী ভাব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

মামুন ইসলাম বলেছেন: ভাই শামীম সুজায়েত প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি নেট সমস্যার কারনে প্রতিউত্তর করতে দেরী হয়েছে বলে আমি আন্তরীক ভাবে ক্ষমা প্রথী ।
আর পাশ্বে থেকে লেখায় উৎসাহ দেওয়ায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিবেন ।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি ঠিক করে পড়ে নিয়েছি --- ভাল বলেছেন --- ইদানিং ফেবুতে লেখার দিকে অনেকে ঝুকে পড়ছে --- যাইহোক তারপরও ভাল ভাল লেখা ব্লগে আসছে এবং পড়ছে ---

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

মামুন ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু পড়ার জন্য ও কষ্ট করে আলোচনায় অংশ নেওয়ার জন্য ।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

পার্থ তালুকদার বলেছেন: সহমত প্রকাশ করছি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার ভাই পাশ্বে থাকার জন্য । ও আলোচনায় অংশ গ্রহন করার জন্য ।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ ভাল কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। নবম প্লাস।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই প্রোফেসর শঙ্কু লেখায় উৎসাহ্য দেওয়ার জন্য ও পাশ্বে থাকার জন্য ।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

আবু শাকিল বলেছেন: আমারও বানান ভূল হয়।ড্রাফটে নিয়ে ঠিক করে নেই।আপনিও ঠিক করে নিবেন।ব্লগে আমাদের অনেক সিনিয়র ব্লগার আছেন তাদের লেখা ফলো করলেই অনেক কিছু বোঝতে পারবেন।
ব্লগ আলোচনায় ভাল কিছু পয়েন্ট তুলেছেন ,আশা করি ব্লগার ভাইরা সুনজরে নিবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই পাশ্বে থেকে আলোচনায় অংশ গ্রহনের জন্য ।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

সুস্মিতা শ্যামা বলেছেন: কিছু বাস্তব পয়েণ্ট উঠে এসেছে। ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু সুস্মিতা শ্যামা আলোচনায় অংশ নেওয়ার জন্য ও লেখায় উৎসাহ দানে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.