নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শৈশবের কিছু ছবি ব্লগ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৮





উপরের ছবিটি দেখলে অবশ্যই মনে পড়ে শৈশবে এভাবে কতযে নদীতে ঝাপ দিতে দিতে বিকেল গড়িয়ে সন্ধা হয়ে যেত আর মায়ের মুখে মধুর বকনি খেতে হোতো ।





উপরের এই ছবিটি দেখলে মনে পড়ে শৈশবের সেই দিন গুলোর কথা

শশ্য খেতের দৌড়া দৌড়ি আর লুকোচুরি খেলা সারা গায়ে লেগে থাকতো শশ্যের হলুদ ফুল ।







উপরের এই ছবিটি দেখলে মনে পড়ে শৈশবের সেই দিন টির কথা পাড়ার সকল ছোট ছোট ছেলে মেয়েরা মিলে আমরা বাড়ির পাশ্বে

পড়ে থাকা ডোবা নালা ও ছোট ছোট খাল গুলো সেচে কত যে মাছ

ধরেছি ।







বাড়ির পাশ্বে থাকা এরকম শাকু দিয়ে চলার কথাউ মনে পড়ে ।







একটু বৃষ্টি হোলেই পাড়ার সকল ছেলেরা মিলে ফুটবল খেলতাম।









বর্ষা কালে এই রকম নৌকা নিয়ে সকলে মিলে চরে বসতাম আর শাপলা তুলতাম ।







কত সুন্দর কেটেছে শৈশবের দিন গুলো ।





কত ধরনের খেলা করেছি প্রিয় বান্ধবী ও প্রিয় বন্ধুদের সাথে ।



রাতে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে কতযে উড়েেছি আকাশে













মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৪

এমএম মিন্টু বলেছেন: সুন্দর ফুটিয়ে তুলেছেন শৈশবের দিনগুলো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ এম এম মিন্টু ভাই সুন্দর মন্তব্যের জন্য

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

ভিটামিন সি বলেছেন: ছবিগুলো শৈশবের বলেই ঝাপসা এসেছে। কিছু মনে করবেন না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ভিতামিন সি মন্তব্যের জন্য ।
তো ভাই সি আপনার কিছু ভালো শৈশবের ছবি দেন না ভালো ক্লিয়ার দেখে আবডেড দিয়ে দি ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:




টাইম মেশিন থাকলে যখনই বড় হতাম বারবার শৈশবে চলে যেতাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই বুঝলাম না আল্লাহ মোটামুটি অনেক কিছুই দিয়েছেন আমাদেরকে যোদি তাইম পিছনে নেওয়ার মতো কোন উপাই দিতো তাহোলে ভালোই হতো ।
সকলে মিলে ব্লগ বাধ দিয়ে আগে শৈশবের দিনগুলোতে গুরে আসতাম তার পর না হয় ব্লগীং করতাম।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

সোহানী বলেছেন: ভাইরে শৈশব মানে চার দেয়ালের মাঝে ফার্মের মুরগীর মতো বেড়ে উঠা। শৈশব মানে স্কুল, টিচার, ঘুম আর সপ্তাহে ঘুরতে যাওয়া বা মাসে একবার লং জার্নি বা বছরে দূরে কোথাও যাওয়া।

সত্যিকারের শৈশব মনে হয় আপনারাই ভোগ করেছেন..... হিংসা আর হিংসা সাথে ++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

মামুন ইসলাম বলেছেন: তার পড়েও কিনতু আপু আমি বলবো ভালই হোতো অন্তত বড় হয়ে বয়সের রোগে বা প্রেম করে শেকা খাওয়া লাগতো না । :P :P
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য ও প্লাসের জন্য

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

কালের সময় বলেছেন: শৈশবের ছবি গুলো ফুটেছে আরেকটু ক্লিয়ার হোলে ভালো হতো ।
পোষ্টে +++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময় দেখি গুগল মামাকে বলে দিবো এর পর থেকে যেন আমাদের জন্য ক্লিয়ার ছবি রাখেন।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: ছবি অার বর্ণনায় দারুণ পোস্ট হয়েছে।
++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই মন্তব্যের জন্য ।
কি করমু ভাই পারিনা ব্লগ লেখতে বসলেই খালি বানানে ভূল তাই চিন্তা করতেছি কি করা যায় তার মধ্যে সব থেকে কষ্ট লাগে তাদের জন্য আমার যে ব্লগার ভাই রা অনেক ভালো ভালো লেখা লেখতেছে
কিনতু তাদের লেখা গুলো খুব কম মনে করেন ১০-২০ বার পঠিত হচ্ছে তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে তাই সুমন কর ভাই পারেন যোদি কষ্ট করে তাদের জন্য একটু কিছু করেন ।

আর পোষ্টে প্লাসের জন্য আরেক বার ধন্যবাদ

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ডরোথী সুমী বলেছেন: প্রাণবন্ত শৈশব! নেংটু ছেলের দলের ছবিটা অনেক মজার। সবগুলিই ভাল লেগেছে। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমী আপু মন্তব্যের জন্য এই পোষ্টের ছবগুলো ছবির বিতরে ঐ একটি ছবি আমাকে বারে বারে বলে সেই শৈশবে ফিরে যেতে ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮

জাফরুল মবীন বলেছেন: বাহ্ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ছোটবেলাকে।নস্টালজিক হয়ে গেলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই জাফরুল মবীন ।
সত্যই ভাই আমার তাই মনে হয় মাঝে মাঝে যদি শৈশব কালের সে নস্টালজিক দিনগুলতে ফিরে যেতে পারতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.