নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কে নিয়ে ভাবনার শেষ সময়তুক

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৮





প্রায় ছয় মাসের মত কেটে গেছে তবুও এখন প্রায়ই সময় মনে হয় নিলয়ের কথা । যেন এখনও লেগে আছে শরীরে নিলয়ের হাতে ইস্পর্স । । একা একা বারিন্দায় দাড়িয়ে ফুলের টপ গুলো দেখছিলাম আর গাছের শিকরে পানি দিচ্ছছিলাম মাঝে মাঝে ফুল গুলোকে হাত বুলিয় নারছিলাম বোবা তারা কথা বলতে পারে না তবু কেন জানি মনে মনে ভাব ছিলাম ফুল গুলো আমার সাথে কথা বলতে চায় নানান ভাবনার মাঝে হঠাৎ কে যেন পিছু থেকে আমার চোখে হাত রাখলো এই প্রথম কারো হাতের স্পস পড়লো আমার শরীলে । সেই দিনের সে কথা কখন জানি ভুলতে পারবোনা বা ভুলার চেষ্টাও করি না ।ঘরে মাঝে মধ্যে যখন একা একা বাস করি তখন একেক সময় নিজের কাছে অনেক কষ্ট মনে হয় । কেন জানি না মনে হয় সব পেয়েও যেন সব হারিয়ে ফেলেছি কেনই বা একটা অপরিচিত মানুষের সাথে হোলো পরিচয় কেনয় বা এ সম্পর্ক আবার কেনই বা নিজেকে তার হাতে তুলে দেওয়া কেনই বা তার কাছে নিজের মন,দেহ এক কথায় সব তুলে দেওয়া ।আজব পৃথিবী আজব সব মানুষ আজ কেনই বা আমার কাছে এমন সব মনে হচ্ছে । তবে কি সে আর কখন ফিরে আসবে না সে কথা দিয়েছিলো আমায় কোন এক বিকেলে আসবো ফিরে আবার তোমার কাছে আমার স্পর্সয় বুঝিয়ে দিবে তোমাকে আমি সব সময় থাকী তোমার পাশ্বে । তবে সে দিনটি কবে আসবে প্রিয় নাকী কখন আর ফিরে আসবে না । এই ভেবে হয়ে যায় মন খারাপ কখন বা ঝরে অজস্র ঝর্না । মাঝে মাঝে প্রশ্ন করি এ মনতাকে কি করে ছিলি সে দিন কোন ভুল তাইত তোকে দিতে হচ্ছে সে ভুলের মাসুল । কেন যে তাকে এত ভাল বেসে ফেললাম তা নিজেও যানি না তবে কি ভালো বাসা এমন হয় এউ ভাবি ভাবনা যেন আর শেষ হয় না । তবে আজ থেকে প্রতিক্ষায় দিন গননা শুরু যানি না হবে কি হবে না এ প্রতিক্ষার শেষ তবে করে যাবো প্রতিক্ষা যতদিন থাকবে জিবনের শেষ ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৩

কালের সময় বলেছেন: সুন্দর সাজানো হয়ছে কথা মালা
পোষ্টে ++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ কালের সময়

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

সাফরিনলিপি বলেছেন: ভাল লাগলো, অনুসরন করলাম ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪

মামুন ইসলাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাফরিনলিপি আপু।
আর গেছিলাম আপনার ব্লগ বাড়িতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.