নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মৌমিতা
প্রত্রে পথমে আমার অফুরন্ত ভালো বাসা নিবে ও এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা থাকলো । প্রিয়তমা আসা করি ভালই আসো । আমার শাররীক অবস্তা ভাল আছে কিনতু মনের অবস্তা ভালো নাই কারন ঢাকায় এসে তোমাকে অনেক মিস করছি ।
অনেক দিন হয়েছে কাজের ব্যস্ততা থাকার কারনে তোমার কোন খোজ খবর রাখতে পারি নাই তাই প্রিয়তমা তুমি মন খারাপ করোনা।
ফয়েজের কাছে শুনলাম মাঝখানে তোমার নাকী শরীল অসুস্থ হয়েছিল এখন নাকী সুস্থই আসো ।
যাই হোক মনে কোন কষ্ট রেখোনা তোমাকে দেখতে যেতে পারি নাই বলে ।
এখন কয়েক দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে শুনলাম তুমি বৃ্ষ্টি হোলে সেই আগের মতো পায়ে আলতা দিয়ে নূপুর পরে ,,গুনগুনিয়ে লীল ভোমরা যায়,, গানটি গাইতে গাইতে বৃষ্টিতে..ভিজো....না মৌমিতা এতা কিনতু একদম ঠিক না এতে কিনতু শরীল অসুস্থ হবে লক্ষীটি । আর বৃষ্টিতে ভেজবানা কিনতু বলেদিলাম ।
আমার আগামী সপ্তাহে ছুটি আসে আমি বাড়ীতে আসবো ।
একদম মন খারাপ করে থাকবা না । সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবা । নিজের শরীলের দিকে খেয়াল রাইখো । আমার কথা
চিন্তা করবানা কিনতু আমি এখানে ভালোই আছি ।
বাবা মাকে আমার সালাম দিও আমার জন্য দোয়া করিতে বলবা ।
তাহোলে আজ এ পযন্তই আর বেশি কিছু লেখলাম না ।
ইতী
তোমার প্রিয় ফারুক
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯
মামুন ইসলাম বলেছেন: হ্য লেখছি মাঝে প্রিয়তমাকে সময় দিতে হয়
কিনতু তাতো আর পারছি না তাই এখানে লেখছি
২| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬
এমএম মিন্টু বলেছেন: মামুন ভাই কি শুরু করলেন পত্র লেখা লেখী
ভালো হয়েছে লেখা তবে আরেতু রোমান্টিক হোলে ভালো হতো ।
আর দেইখেন বাভী যেন তের না পায়।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১০
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮
সাইফুদ্দিন আযাদ বলেছেন: পুলা তো হেব্বি রুমান্টিক! এই ডিজিট্যাল যুগে প্রেমিকরা তাদের প্রেয়সীর কাছে এইধরণের হাতে লিখা চিঠি দেয় না বললে চলে!! কিন্তু আপনার এই চিঠির কথাগুলো মৌমিতার কাছে পৌছবে কি! নাকি মনের অজান্তেই থেকে যাবে...?
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০২
কালের সময় বলেছেন: বাহা পত্র লেখা লেখী চলছে প্রিয়তমার কাছে তাও ব্লগে বসে