নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আবুল ভাই বড় ভাল লোক ছিল

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

বড় ভাল লোক ছিল আবুল সাহেব । ব্যচারা যেমন ছিল ঠান্ডা মেজাজের মানুষ তেমন ছিল তার কথার রস । মাঝেমধ্যে এমন কথা বলত যদি কোন মানুষ তার সামনে রাগ করে বসে থাকত এক নিমিছে তার রাগ ভাংঙ্গীয়ে ফেলত আবুল সাহেব। লোকটির সাথে পরিচয় হয় সে তার শশুরবাড়ি দিনাজ পুর যাওয়ার পথে রাজিবের সাথে । রাজিব সে ছিল আরেক মজার ছেলে ওধের বাড়ি ছিল দিনাজ পুর জেলা বীরগঞ্জ থানায় । একদিন আবুল সাহেব তার শ্ত্রীকে আনার জন্য যাচ্ছে ছিলেন দিনাজ পুর তার শশুরবাড়িতে আর ট্রেনে বসে কথায় কথায় পরিচয় হয়ে গেল রাজিবের সাথে । আবুল সাহেব রাজিব কে ঢাকায় আছলে আবুল সাহেবের অফিসে চায়ের দাওয়াত দিল এবং একটি চাকরী দিবে বলে বললেন । রাজিব বল্ল ঠিক আছে স্যার অবস্যই ঢাকা যাওয়ার পরে আপনার সাথে আগে দেখা করব ।ঠিক তার পোনের দিন পরে রাজিব ঢাকায় চলে আছে আর ঢাকায় এসে আগে আবুল সাহেবের সাথে দেখা করার জন্য চলে যায় আবুল সাহেবের অফিসে ।রাজিব আবুল সাহেবের অফিসে যাওয়ার পরে দেখে তখন আবুল সাহেব অফিসে আছেন নী তার অফিস কক্ষের পাশ্বে একটি চেয়ারে বসা ছিল আবুল সাহেবের পিয়ন ব্যডা । রাজিব পিয়ন কে জিজ্ঞাসা করল আবুল সাহেব কি অফিসে এসেছে পিয়ন ব্যডা কিছু না বুঝে রাজিবকে একটু গরম সুরে বল্ল না স্যার এখন আছেন নী স্যার আছতে এখন অনেক সময়

লাগবে এবং রাজিবকে পিয়ন ব্যডায় বলে কেন কোন ফাইল আছে নাকী ফাইল থাকলে কোন লাভ নেই স্যার আজকে কোন ফাইল দেখবেন না আজ বসে না থেকে চলে যান স্যার এমন হতে পারে আজ স্যার নাউ আছতে পারে কারন আজ স্যারের মেয়ের জম্ম দিন ।রাজিব পিয়নকে বল্ল স্যারের সাথে দেখা করার কোন উপায় আছে থাকলে আমাকে বলুন । পিয়ন ব্যডায় কয় না কোন উপায় নাই ।

এভাবে রাজিব কয়েক বার বলার পর পিয়ন ব্যডায় কয় বুযেছি

অনেক দরকারী ফাইল তাইত ঠিক আছে ব্যবস্থা করে দিতে পারি

তয় কিছু খরচের দরকার আছে রাজিব পিয়নের ব্যপারটা দরতে পারছে তাই পিয়নকে জিজ্ঞাসা করল কেরকম খরচ হতে পারে

এই ধরেন কিছু চা পান খেতে যা লাগে আরকিনা রাজিব পিয়নের কথা শুনে পকেটে হাতদিলেন এরই মধ্যে আবুল সাহেব এসে হাজীর আবুল সাহেব রাজিব কে দেখেই মহা খুশি আরে রাজিব

ঢাকায় কবে আছলা জি স্যার এইত আজকে সকালে এসেছি ।

আবুল সাহেব রাজিব কে সাথে করে নিয়ে আবুল সাহেবের অফিস

কক্ষে প্রবেশ করলেন এবং পিয়নকে ডেকে এনে বললেন আমাদের

জন্য নাষ্টা পাঠিয়ে দেও । হ্যা রাজিব তার পরে তোমার কি অবস্থা বল ঢাকা কোথায় যেন তোমার বাসা স্যার আমার বাসা বলতে ঢাকায় আমার নিজের বাসা নাই এখানে আমার বড় ভাইয়ের সাথে

বড় ভাইয়ের বাসায় থাকি আর বাসাতা হল স্যার উত্তরায় ।

আবুল সাহেব আর আমার কথার মাঝে পিয়ন নাষ্টা নিয়ে এল আবুল সাহেব রাজিবকে বল্ল এসো আগে নাষ্টা করি তার পর আলাপ হবে ।

আবুল সাহেব ও রাজিব নাষ্টা পর্ব শেষ করল । রাজিব দেশের কি অবস্থা জী স্যার আছে মোটামুটি । রাজিব তুমি কি রাজনীতি করনাকী না স্যার পেট নীতির এখন কোন কূলকিনার করতে পারি নাই আর রাজনীতি করব কখন আমাদের দেশের যে রাজ নীতি দুই নেত্রী বাহা তাদের কত সুন্দর রাজনীতি মরনা পন্য রাজনীতি হিংসার রাজনীতি বোমের আঘাতে,,পেট্রোল বোমার আঘাতে মানুষ মারা ও গুম হওয়া রাজনীতি । একজন ক্ষমতায় এসে প্রতীশোধের আগুনে জ্বালীয়ে সারা বাংলার পিতা মাতা সন্তান গ প্রতীশোধের আগুনে জ্বালাচ্ছেন ।স্বাধীন বাংলা হওয়া সর্তেও আমাদের দেশে যে রাজনীতি চলছে আসলে স্যার এই রাজনীতি আগে বন্ধ করতে হবে । যেমন স্যার ধরেন স্বাধীনতার বছরে এ দেশে ৬৮ হাজার গ্রামবাংলা থাকলে তাহলে ধরেন প্রতেক গ্রামে একজন করে রাজাকার হলে তাহলে স্যার এই বাংলায় মোট রাজাকারের সংখ্যা দাড়াল ৬৮ হাজার তাহলে স্যার হাতে গোনা ১০ বা ১২ জন রাজাকার পাওয়া গেল বাকী রাজাকার কোথায় গেল । রাজিবের কথা শুনে আবুল সাহেব রাজিবের চোখের দিকে তাকিয়ে আছে । রাজিব বল্ল স্যার কিছু মনে কইরেন না আমি কিনতু কোন দলীয় ভাবে কথা বলি নাই । যেমন ধরেন স্যার নেক্সেট টাইম যদি ম্যডাম খালেদা আসতে পারে তাহলে সেউত তার স্বামী হত্যার বিচার চাইবে,, তার পর তুলে ধরবে বি,ডি,আর হত্যা মামলার রহসৎ ও ৫ইমে ২০১৩ সালে হেফাজত ইসলামের উপর হত্যা মামলা তখন আবার দেশের অবস্থা কি হবে বলেন স্যার । বুঝলেন স্যার তারা শুধু নিজেদের নিয়ে যে সব চিন্তা ভাবনা করে

তাদের পাঁচ বৎসর কেটে যায় আমাদের কথা ভাব্বার সময়কি স্যার তাদের আছে ।

তবে স্যার সত্যই আমরা ডিজিট্যাল বাংলায় বসবাস করছি যেমন স্যার আপনে মৌচাক

থেকে গাড়িটে উঠবেন পল্টন এসে নামবেন তাতে ধরেনিন দের ঘন্টা থেকে ২ ঘন্টা অথচ আপনি হেতে আছলে লাগবে সর্বচ ৩০ মিনিট তার মধ্যে একটু বৃষ্টি হলেত কথা নাই স্যার আপনাকে আর সমুদ্র পার সমুদ্র দেখতে যেতে হবে না ঢাকা শহরে অনেক স্থানে দেখবেন সমুদ্র হয়ে গেছে ।

তবে স্যার একটা বিষয় আমি বর্তমান সরকারের সাথে সহমত আছি সেইতা হল যুদ্ধ অপরাধীদের ফাঁসী দিতে হবে । এবং আমি স্যার রাজাকার দের ফাঁসী চাই । তবে তা হতে নিরপক্ষ ভাবে সঠিক অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনতে হবে । ঐ যে কার পোষ মাস কার সর্বনাস তা হলে একতর্ফায় বিচার চলে গেল ।

রাজিব আবুল সাহেবকে আর বল্ল স্যার তবে আরেকটা বিষয় হল নেত্রী হিসেবে না নেতা হিসেবে আমি দুই জন মানুষকে অনেক শ্রধা ও আন্তরীক ভাবে ভাল বাসি ।ইতিহাসের পাতায় যাদের বিরত্যের কথা সারা জীবন লেখা থাকবে ।এক জাতীয় নেতা বাংলাদেশের ও সমগ্র বাংঙ্গালী জাতির শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কে যার একটি ডাকে একটি কথায় সারা বাঙ্গালী ঝাপিয়ে পরেছিল পাক সেনাদের উপরে ।

আরেক নেতা শহীদ জিয়াউ রহমান উনিও এ দেশের জন্য অনেক কাজ করেছেন ।

এই দুজনকে সারা আর কাউকে স্যার আমার বাংলাদেশের নেতা ও নেত্রী বলে মনে হয় না এবং আমি মানতে পারছি না স্যার । যাই হোক স্যার রাজনীতি আলাপ বাধ দিন পেতনীতির কথা বলুন আমি যে বলেছিলাম একটি চাকুরীর কথা তা কী হবে । কেন হবে না রে হতছেরা হবে হবে তোর চাকুরী দরকার চাকুরী হবে । তুইযে কোন দলই করিছ না এতাইত এখন তোর জন্য বড় সমস্যা হয়ে দাড়াবে তার পরেও তোর জন্য দেখছি কি করা যায় ।তা রাজিব তুই এখন কিছু করিছ না । না স্যার আমি এখন একজন ব্যকার যুবক তয় স্যার লেখা পড়া বেশি করি নাই মাঝে মাঝে দেশের জন্য অনেক কষ্ট হয় তাই দেশের কথা লেখতে মনে চায় লেখিও স্যার মাঝে মাঝে ব্লগে । কিনতু কোন লাভ হবে না

স্যার এদেশের কথা লেখে কোন লাভ হবে না এ দেশটি স্যার এখন কেন্সারে আক্রান্ত হয়ে গেছে । আর কন্সার ভাল হওয়ার মত কোন রোগ নয় ।

স্যার আমার কথা বাদ দেন আপনার কথা কিছু বলেন কি আর বলব রাজিব আমার কথা । আমিও তোমার পথের পথিক তোমার আমার একটু পার্থক তুমি বেকার আমি চাকরী জীবি । তাহলে স্যার বাদ দেন রাজনীতি আছেন পেতনীতির আলাপ করি স্যার আমার চাকরী টা কবে নাগাত হতে পারে । রাজিব তুমি আগামী মাসের প্রথম সপ্তাহে একবার আমার সাথে দেখা কর দেখি তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করে ফেলেব ।

ঐ দিন এ পযন্ত কথা বলে বিদায় নিল আবুল সাহেবের কাছ থেকে রাজিব । একদিন দুইদিন করে দিন গুনতে থাকে রাজিব কবে নাগাত মাস শেষ হয়ে আবার মাস শুরু হবে ।

এভাবে রাজিবের গননার মধ্যে মাস শেষ হয়ে গেল এবং মাস শুরু হল ।

মাসের প্রথম সপ্তাহের ৪ তারিখ মঙ্গল বার দিন রাজিব চলে গেল আবুল সাহেবের অফিসে । আজ একটু আগে এসেছে রাজিব আবুল সাহেবের অফিসে আজকেও আবুল সাহেবের অফিস কক্ষের সামনে বসা সে পিয়ন লোকটি আজকে রাজিবকে দেখার পরে সালাম দিয়ে বল্ল ভাইয়া ভাল আসেন রাজিব সালামের উত্তর দিয়ে বল্ল হ্যা ভাল আপনি হ্যা ভাইয়া আমিও ভাল আছি ভাইয়া বসেন স্যার এখন চলে আসবে বলে রাজিবকে পিয়ন লোকটি একটি চেয়ার এনে দিল বসার জন্য রাজিব বসল পিয়ন লোকটি বল্ল ভাইয়া চা খাবেন চা দিব রাজিব বল্ল দিতে পারেন মন্ড হয়না এক কাপ চা সরিলতা চাঙ্গা রাখবে অনেকক্ষন ।

পিয়ন চা এনে দিল রাজিব চা পান শেষ হওয়ার কিছুক্ষন পরে আবুল সাহেব অফিসে এলেন । আবুল সাহেব অফিস কক্ষে প্রবেশ করার আগেই রাজিবকে দেখল । আবুল সাহেব আরে রাজিব তুমি কখন এলে আর কক্ষের বাহীরে কেন এসো ভিতরে এসো রাজিব কক্ষে প্রবেশ করলেন বসো রাজিব সকালে নাষ্টা করেছ জী স্যার করেছি । রাজিব তোমার জন্য একটি চাকরী ব্যবস্থা করেছি তবে তা আগামী মাস থেকে তোমাকে চাকরীতে জোগ দিতে হবে । আর তোমাকে এই এক মাস চলার জন্য আমি ছয় হাজার টাকা দিচ্ছি

এই টাকা দিয়ে তুমি আগামী এক মাস চলবে । তোমাকে এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না ।

আর রাজিব আজ থেকে তুমি আমাকে স্যার না বলে ভাইয়া বলে ডাকবে যদি তোমার কোন আপ্তত্ত্যী না থাকে । আজ থেকে মনে কর আমি তোমার বড় ভাই । এই দিন কূলে আমার আপন বলতে আমার শ্ত্রী সারা আর কেউ নাই ছোট বেলায় মা বাবাকে হারিয়েছি মামার বাড়ীতে থেকে মামা মামীর কোলে মানুষ ।

সে মামা মামী ও মারা গেছে প্রায় তিন বছর হয়ে গেছে ।

চলতে থাকবে এই গ্লপ ।









মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

কালের সময় বলেছেন: লরবল পোসট -------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.