নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রসীমা নিয়ে,ভারত, মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর এবার সমুদ্র সম্পদ আহরণে মনোযোগী হলেন সরকার ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা । অতী শিগ্রহই সমুদ্রের তল দেশে থাকা সম্পদ উদ্ধারের জন্য একটি কমিটি গঠনের নির্দেষ ও সিদ্ধান্ত গ্রহন করেছেন বাংলাদেশ সরকার। এ বিষয় নিয়ে আগামী ২০ আগস্ট সুমদ্রের তলদেশে থাকা খনিজ সম্পদ উত্তলনের কার্যক্রমের সময়সীমা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে । বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই বৈঠকে অংশ গ্রহন করিবেন বাংলাদেশ আওয়ামীলি-গ দলের অনান্য নেতা ও কর্মকর্তা বিন্দু । নতুন সমুদ্রসীমা নির্ধারণের পর সমুদ্র নিয়ে এটাই প্রথম বৈঠক অনুস্থীত হইবে। আর এই কার্যক্রমের উদ্ধেগ নেওয়ায় বাংলাদেশ আওয়ামীলিগের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দলের অনান্য নেতা কর্মী বিন্দু শুভেচ্ছা জানিয়েছেন ।
কিন্তু আমার মনে একটি কথা জানতে বড়ই সাধ জেগেছে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে সমুদ্রের তলদেশ থেকে যে সম্পত্তি উত্তলন করা হবে তা আমরা সাধারন জনগন দেখে যেতে পারব । নাকী উত্তলনের আগেই মন্ত্রী মিনিষ্টারদের পেতে চলে যাবে । দয়া করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা একটু ভেবে
দেখুন । ঐ সম্পদ এ দেশের সম্পদ জনগনের সম্পদ কোন দল বা
ব্যক্তীর একার সম্পদ না । তাই আমরা দেশের সাধারন জনগন চাই
দেশের সকল খনিজ সম্পদ দেশের কাজে লাগান হোক তাতে দেশে
আর্থিক সবল্মবন ও উনয়ন হবে । দলমত নিরবিশেষে সকলকে এ কাজে এগীয়ে আসা দরকার ।
কেউ খাবে কেউ খাবে না কেউ পরবে কেউ পরবে না । যে খাবে সে ইলিশ বোয়াল একবারে সব খাবে যে খাবে না সে দুই বেলা দুই মুঠ
ডাল,,ভাত পাবে না । এইযে দেশের আজ এই দূর অবস্থা কেউ খেয়ে পরে এসি গাড়ী চরছেন নরম সোভায় বসে আছেন এবং এসি এয়ার কন্ডেসন লাগীয়ে ঘরে ঘুমচ্ছেন এই আরাম আয়েস কাদের জন্য । তারা আর কেউ না তারা এদেশেরই হতভাগ্য দরিদ্র জনগন ও সাধারন মানুষ গুল ।
অথচ সেই মানুষ গুল খাচ্ছে কি খাচ্ছে না পরছে কি পরছে সে দিকে কার কোন মাথা ব্যথা ও খেয়াল নাই ।
হায়রে আমাদের দেশের জন গন কোথাই তোরা কোথায় আমরা এখন তোদের খোজ খবর নেউয়ার প্রয়োজন নাই । আবার নির্বাচনের আগে তোদের ঘরের সামনে সামনে আমরা সকল দলের সকল নেতারা যাব আর একটি করে মির্থা আসা দিয়ে একটি করে ভোট নিজেদের দলের জন্য ভিক্ষ্যা চেয়ে নিয়ে আসব। পরে সব ভূলে যাব কেউ কোন তদারগির জন্য গেলে বলব তোমরা কি আমাকে ভোট দিয়েছ আমি টাকা দিয়ে ভোট কিনেছি ।
এই হল আমাদের মূল্যবান নীতি । ভুল কিছু লেখলে আমাকে ছোট মনে করে নিজ গুনে ক্ষমা করে দিবেন ।
©somewhere in net ltd.