নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ইয়াহু,জিমেল,ফেসবুক,ব্লগপোষ্টে একাউন্ট খোলা বিষয়

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

আজ আপনাদের সামনে এমন এক বিষয় নিয়ে হাজির হয়েছি যানি না কার কাছে ভাল লাগবে কি না ।

তবে এ বিষয় আমাদের অনেকের জানা থাকলেউ আবার আমরা যারা নতুন নেট ইউজার আমাদের তাদের অনেকের জানা নাই তাই তাদের উদ্ধেশে এই লেখা ।

যেমন বেশকিছু দিন আগের কথা তখন আমি তেমন নেট সম্পরর্কে ভুজতাম না । রাস্তা দিয়ে হেতে যাচ্ছি হঠাৎ পিছন থেকে একজন সু পরিচিত জন ডাক দিলেন আমি তার ডাকে সারা দিলাম এবং তার কাছে গেলাম তাকে সালাম দিলাম উনি আমার সালামের উত্তর দিলেন । অতপর উনার হাতে একটি মডেম ছিল মডেমটিকে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেন দেখত বাবা এই জিনিস টা কি আমি বল্লাম আংঙ্কেল এতা একটি মডেম উনি পাল্টা আমাকে প্রশ্ন করলেন এটি দিয়ে কি হয় বা কি করা হয় ও এর কাজকি । আমি উনাকে বল্লাম আংঙ্কেল এইটা একটা মডেম এইতা দিয়া ইন্টার নেট ইউজ করে ।

সে বল্ল সে আবার কি আমি বল্লাম আংঙ্কেল যাদের কম্পিউটার আছে ও যারা কম্পিউটার ব্যবহার করে তাদের এইতা দরকার এবং তারা এইতা ব্যবহার করে দেশবিদেশের মানুষের সাথে যোগাযোগ করে ।

উনি আমাকে প্রশ্ন করল এইতার দাম কত হবে আমি বল্লাম আনুমানিক দুই হাজার থেকে পচ্চিঁশত টাকা নিবে নতুনের দাম আর যেহেতু আপনার এতা পুরানো এতার দাম হয়ত আপনি বিক্রি করলে এক হাজার থেকে বারশত টাকার ভিতরে বিক্রি করতে পারবেন ।

উনি আমাকে বল্লেন বাবা টাকা পয়সা দরকার নাই তুমি এইতা এমনেই নিয়ে যাও আমার বিদেশে কেউ নাই শুতারাং এতাউ আমার দরকার নাই তুমি নিয়ে যাও তুমি ব্যবহার করোগা বইল্লা মডেমটা আমার হাতে তুলে দিলেন ।

আর আমি মডেমটিকে নিয়ে চলে আসলাম বাসায় । বাসায় এসে

আগে কম্পিউটারটি ওপেন করলাম পরে মডেম টি চেক করলাম

দেখি না মডেমটি ঠিক আছে পরে সখ জাগল ফেসবুক খোলার এক

বন্ধুর কাছে গেলাম বন্ধু তুমি আমাকে একটি ফেসবুক খুলে দিবে সে আমাকে বল্ল আজ হাতে সময় নাই অন্যআরেক দিন খুলে দিব।

গেলাম আরেক বড় ভাইয়ের কাছে উনি আমাকে বল্ল তোমার কি জি মেল বা ইয়াহুতে কোন একাউন্ট খোলা আছে আমি বল্লাম না

ব্যপারটা আমি ভুজতে পারি নাই আমি মনে করেছিলাম এইতা কোন ব্যংক একাউন্টের মত কোন ব্যংক একাউন্ট খুলতে হয়। আমি উনাকে জিজ্ঞাসা করলাম এ একাউন্ট খুলতে হলে কত টাকা

জমা দিতে হয় ।

উনি আমাকে বললো সব মিলিয়ে প্রায় একহাজার টাকার মত খরচ হবে ।

আমি চুপ হয় গেলাম এই ভেবে যে একহাজারটাকা লাগবে তাহলে আর ফেসবুক একাউন্ট খুলার দরকার নাই । চলে আসলাম তার কাছ থেকে বাসার উদ্ধেশে পথ ধরলাম । রাস্তায় আসার পথে আরেক বন্ধুর সাথে দেখা সে আমার মন খারাপ দেখে

সে আমাকে জিজ্ঞাসা করল কিরে কি হয়েছে আমি বল্লাম কিছু হয় নাই গেছিলাম ফেসবুক খুলার জন্য হাবিব ভাইয়ের কাছে তা একাউন্ট খুলতে নাকী হাজার খানিক টাকা লাগবে । সোহেল কিছু ক্ষন চুপ করে থেকে আমাকে বল্ল আয় আমার সাথে গেলাম বস বসলাম পরে সে প্রথমে আমাকে এই ভাবে ইয়াহু এক্যাউন্ট খুলা দেখাইয়া দিল দেখুন এই লিংকে ক্লিক করতে হবে ইয়াহু ক্লিক করলে ইয়াহুর লিংক আসবে তারপরে চার কোনে ঘর থাকবে তার মধ্যে কয়েকটি অপশন থাকবে যেমন

্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌,্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌ ,

,

, ,

, দেখুন এখানে ঠিক তিরে মাথা যেখানে সেখানে SINGIN

নামে যে বাতন টি আছে সেইতা হল আগে যারা ইয়াহু এ্যকাউন্ট খুলেছে তাদের জন্য যেহেতু আমরা নতুন এখানে এবং নতুন এ্যকাউন্ট সেই কারনে আমদের এই Create New Account তে ক্লিক করতে হবে অথবা এই লিংকে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই লিংটি আসবে ইয়াহু বা এরকম লেখা দেখা যাবে

Sign up

First name

Last name

Enter first name.



@yahoo.com

Password

show

Country Menu Mobile number

United States (+1)+1



Birthday

Month

Day

Year

Gender

Male Female

Mobile number country code

Your Recovery Number

United States (+1)+1



Relationship

I agree to the Yahoo Terms and Privacy.



ঠিক যেখানে যা যা লেখেছে বা যা যা চেয়েছে তা তা সুন্দর করে লেখে ফেলুন ।

সবকটি ঘরের লেখা শেষ হলে অবশেষে Sign up লেখা থাকলে

Sign up এর উপরে ক্লিক করুন নয়ত বা যদি Create New Account

লেখা থাকে তাহলে Create New Account লেখা এর বাতনের উপরে ক্লিক করুন ব্যস হয়ে গেলো ইয়াহু এ্যকাউন্ট ।

কি ভাইজানেরা হয়ে গেলোত আপনাদের স্বপ্নের ইয়াহু মেল একাউন্ট ।

তাহলে আজকের ইয়াহুর পর্ব এখানেই শেষ । মহান আল্লাহু আমাকে বাচিয়ে রাখলে আগামী পর্বে আপনাদের সামনে জিমেল এ্যকাউন্ট নিয়ে আলোচনা করব ।

একে একে ,, জিমেল ,,ফেসবুক,,টুইটার,,স্কাইপি ,,ওয়ার্ডপ্রেস ,,ব্লগপোষ্টে ব্লগ খোলা সব বিষয় নিয়ে আলোচনা করবো ।

তাহলে আজ এই পযন্তই সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে বিদায় নিলাম ঈদমুবারক

,

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৭:০৯

কালের সময় বলেছেন: ভালই হয়েছে চালিয়ে যান
তবে খুব বেশি মানুষের ইয়াহু এখন দরকার হয় না ।

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৪

মামুন ইসলাম বলেছেন: চেষ্টা করছি চালিয়ে যাওয়ার জন্য । তবে কার না কারত প্রয়োজন হতে পারে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

২| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

লিখেছেন বলেছেন: অত্যন্ত সময়োপযোগী লেখা

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন পোষ্টটি পড়ার জন্য ।
এর পরে ,,জিমেল,,স্কাইপিই,,টুইটার,,ফেসবুক,,ওয়ার্ডপ্রেসস,,ও
ব্লগ পোষ্ট থেকে কি ভাবে ব্লগ খোলা যায় এবং এ্যকাউন্ট খোলা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব ।

৩| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

কালের সময় বলেছেন: এ কি দেখছি মামুন ভাইয়া পরে এসে আগেই নির্বাচনের পাতায় নাম যোগ করে ফেলেছেন ।
নির্বাচনি পাতায় যোগ হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন ।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

মামুন ইসলাম বলেছেন: @কালের সময় শুভেচ্ছা নিবেন । আগে পরের কোন কথা না আপনিউ ভাল পোষ্ট লেখুন মডুরা আপনার পোষ্ট নির্বাচনি পৃষ্টায়
নিবেন । ভাল নতুন পোষ্টের অপেক্ষায় থাকলাম।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২০

মামুন ইসলাম বলেছেন: আমি দুঃখীত ভাই আপনার মন্তব্যটি দেখতে পাইনি ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

গেম চেঞ্জার বলেছেন: আমি ঠিকঠাক ভুজতে পারসি আপনের ফ্যাচাল যে সুটিয়া গেসে।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

মামুন ইসলাম বলেছেন: বুঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

আহসানুল হক সজীব বলেছেন: লেখাটি পোষ্ট করার সময় আরেকটু যত্নশীল হলে ভাল হোত। প্রচুর বানান ভুলের কারনে পড়তে বিরক্তি লাগে।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৫

ভূত গোয়েন্দা বলেছেন: আমি ব্লগস্পটে একাউন্ট খুলে দিব্বি চালিয়ে যাচ্ছি লেখা লেখালেখি ভালোবাসার গল্প গল্প নিয়ে আমার ব্লগ খোলা যেখানে আমি বাংলা গল্প কবিতা আর ই-বুক নিয়ে কাজ করছি সাথে ফেবু টুইটার আর গুগল প্লাস দিয়ে সোস্যাল মিডিয়া মার্কেটিং করি দেখতে পারেন চাইলে বাংলা ভালোবাসার গল্প

৮| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১০

এ এফ এম তানভীর নবী বলেছেন: ক্লিকের এই যুগে একাউন্ট থাকতেই হবে। নিভূলভাবে একাউন্টের তথ্য ফরম পূরন করাও একটা দক্ষতা।অনলাইন জগতের ইতিবাচক বহুমুখী দিক রয়েছে যেখানে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করে আয় করতে পারেন। প্রথমত আপনার ইচ্ছাটা শক্ত হতে হবে যা আপনাকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আয়ের পথটিকে নিশ্চিত করবে। সহজ আয়ের চটকদার আহবানে বিগলিত না হয়ে জানা, বুঝা ও দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে অগ্রসর হতে হবে। চেষ্টা করলে আরও ভাল লেখা উপহার দিতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আয় করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.