নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

কবিত্ব যদি ধর্ম হত

০৩ রা মার্চ, ২০২৪ রাত ৯:০৩


ছবি: নেট

কবিত্ব যদি ধর্ম হত;
ঈশ্বর হত কে?
ধর্মের সেই সত্য বাণী
প্রচার করতো কে?

কবি ধর্মে নবী-রাসূল,
ওলি-আউলিয়া কেউ কী এসেছে?
অবিশ্বাসী-বিপথগামী কাফির হত কে?
চিরঅভিশপ্ত; শয়তান হত কে?

কবি ধর্মের ওহি হয়ত
মহা পবিত্র হত
কবি-মোল্লারা হয়ত তখন
মূর্খ জিহাদি হত!

কবি ধর্মের ঈশ্বর কী
থাকে আকাশে বসে?
নাকি তাঁর বান্দারই মুখে-মুখে ফেরে
থাকে মনের দেশে?

কবি ধর্মের ঈশ্বর যদি
সেন্টিমেন্টাল হত
নরক-দোজখের ভয় দেখিয়ে
বিলাপ করে যেত।

কবি ধর্মের প্রবর্তকেরা
হরেক রকম হয়
ধূমকেতু, সুদর্শন, অঙ্গার হয়ে
তাঁরা অমর হয়ে রয়।

কবি ধর্মের উপাসনালয়
থাকত কোথাও যদি
কবিতার বই আর পাঠকের ঠোঁট
একাকার হয়ে হত খরস্রোতা নদী!

কবি ধর্মের ধর্ম যুদ্ধ
হত কাহার সাথে?
আলবত হত সত্যের পক্ষে
মিথ্যাবাদীর সাথে।

কবি ধর্মের তীর্থ যাত্রা
হত কেমন করে?
অহংকার-হিংসা চূর্ণ করে
প্রজ্ঞার সাধনা করে।

কবি ধর্মের ঈশ্বর হত
অগণিত কবি
সত্য-সুন্দরের ধারক তাঁরা
অবিনশ্বর রবি।

কবি ধর্মের সত্য বাণী
প্রচার ছাড়াই বাঁচে
পাঠক মনের সাগ্নিক ও
দামামা হয়ে বাজে!

কবি ধর্মের অবিশ্বাসী-বিপথগামী
কাফির হতো সে
পাঠকের সাথে প্রতারণা করে
মিথ্যা প্রচার করে যে।

কবি ধর্মের চিরঅভিশপ্ত
শয়তান হত সে
নিজেকে যে মহাজ্ঞানী ভাবে
অহংকার করে যে!


মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ২:০৬

তাসমিমা ইসলাম প্রতিভা বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২৮

মিথমেকার বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৮

মিরোরডডল বলেছেন:





সাগ্নিক মানে কি, এটা বুঝিনি।

কবি ধর্মের অবিশ্বাসী-বিপথগামী
কাফির হতো সে
পাঠকের সাথে প্রতারণা করে
মিথ্যা প্রচার করে যে।


কবি ধর্মের তীর্থ যাত্রা
হত কেমন করে?
অহংকার-হিংসা চূর্ণ করে
প্রজ্ঞার সাধনা করে।


ভালো হয়েছে।


০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৬

মিথমেকার বলেছেন: সাগ্নিক অর্থ যে ব্যক্তি সতত জগশীল, যার যজ্ঞাগ্নি নির্বাপিত হয় না।
ধন্যবাদ পাঠক!

৩| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০০

মিরোরডডল বলেছেন:




প্রথম ছবিটা কি সুফী ড্যান্স, সেদিন একটা ভিডিও পারফরম্যান্স দেখলাম দারুন!!

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৬

মিথমেকার বলেছেন: হা! সুফি ডান্স, অনেকে এটাকে সুফিবাদের আধাতিকতার আচার ও বলেন। এই নৃত্য শৈলী আমার দারুণ লাগে, তাঁরা বেশ লম্বা সময় এভাবে ঘুরতে পারেন!
ইউটিউবে দারুণ দারুণ ভিডিও আছে এটা নিয়ে।

৪| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৩

মিরোরডডল বলেছেন:




God help!!! :((
জগশীল, যজ্ঞাগ্নি এগুলো মানে কি B:-)

মিথ, সহজ করে বলবে যেনো বুঝতে পারি।
সাধক টাইপের কিছু?



০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৭

মিথমেকার বলেছেন: ডল,এত প্যানিকড হওয়ার কী আছে??
সহজ কথায় যে সর্বদা যজ্ঞ করে।
হা সাধক টাইপের কিছু.. xD
নজরুল এর বিদ্রোহী কবিতায় এই শব্দটা আছে।

৫| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৫

মিথমেকার বলেছেন: view this link
@ডল
নজরুল এর এই গানটা দারুণ!
ব্লগে গান এর আদান-প্রদান তেমন চোখে পড়ে না..

৬| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৪

মিরোরডডল বলেছেন:





থ্যাংকস গান শেয়ার করার জন্য।
এই লিংকটা না টেনে পুরোটা দেখবে।

Absolutely captivating!





০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১০

মিথমেকার বলেছেন: পুরো ভিডিও তাই না টেনে দেখেছি, চমৎকার লাগল!
মনে হচ্ছিল; নৃত্য শিল্পী নিজেকে প্রকৃতির মাঝে নিঃশেষ করে দিতে চাইছেন। কোনো এক অজানা তাড়নায়, ছটফট করছেন! এক রূপ থেকে অন্য রূপে যাচ্ছেন তারপরও তাঁর অধীরতা কমছে না, যেন বাড়ছে প্রতি মুহূর্তে। একটা সময় তিনি শান্ত হয়ে অন্য আরেক রূপে প্রকৃতির মাঝেই মিলিয়ে গেলেন!
এটা নিয়ে আমার জানার আগ্রহ আরও বেড়ে গেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডল! ^_^
আমি খুবই আড্ডা প্রিয় মানুষ। ভার্চুয়াল-আড্ডায় যদি এমন সব বিষয়ে তথ্য, জ্ঞান এর আদান-প্রদান হয় কত মোহনীয় হয় ব্যপারটা!
সামু তে এমন আড্ডা এখনও আমার চোখে পড়েনি, সমুতে নিজের লেখা বা তথাকথিত সমসাময়িক খবর বিশ্লেষণ এর পাশাপাশি যদি কর্তৃপক্ষ ভার্চুয়াল আড্ডার ব্যবস্থা করতেন সেটা হয়তো মাইলফলক হয়ে থাকতো।

৭| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৭

মিষ্টি লবণ বলেছেন: সুপার।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৯

মিথমেকার বলেছেন: ধন্যবাদ পাঠক!

৮| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:





যদি কর্তৃপক্ষ ভার্চুয়াল আড্ডার ব্যবস্থা করতেন সেটা হয়তো মাইলফলক হয়ে থাকতো।

আয়োজিত আড্ডাতে মজা নেই।
আর কর্তৃপক্ষ কখনোই সেটা করবেও না।

যতদূর জানি সামুতে এমন অনেক সুশীল ব্লগারেরা আছে যারা পোষ্ট বহির্ভূত কমেন্ট, একাধিক কমেন্ট অথবা ক্যাজুয়াল আড্ডা দেয়া পছন্দতো করেইনা বরং এগুলো নিয়ে সমালোচনা করে।

এসব কারণে আমার নিজেরই এখন আর আগের মতো সামুতে আসা হয়না, এলেও বেশিক্ষন থাকা হয়না।
বোরড হয়ে যাই, কেমন যেনো সব ছাড়া ছাড়া, আগের মতো ব্লগারদের মাঝে কানেকশন নেই।




০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

মিথমেকার বলেছেন: আয়োজিত আড্ডাতে মজা নেই।
আর কর্তৃপক্ষ কখনোই সেটা করবেও না।


সেটাও ঠিক; ওখানে কেউ কেউ মতের অমিল হলেই পাগলামি শুরু করবে..
কর্তৃপক্ষ বেশ পাসিফিস্ট তাঁরা শান্তি চান।

যতদূর জানি সামুতে এমন অনেক সুশীল ব্লগারেরা আছে যারা পোষ্ট বহির্ভূত কমেন্ট, একাধিক কমেন্ট অথবা ক্যাজুয়াল আড্ডা দেয়া পছন্দতো করেইনা বরং এগুলো নিয়ে সমালোচনা করে।

হা আমি এটার নজির দেখেছি। অবাক হয়েছি মানুষ গুলোর আচারণ দেখে।

এসব কারণে আমার নিজেরই এখন আর আগের মতো সামুতে আসা হয়না, এলেও বেশিক্ষন থাকা হয়না।
বোরড হয়ে যাই, কেমন যেনো সব ছাড়া ছাড়া, আগের মতো ব্লগারদের মাঝে কানেকশন নেই।


কী আর করা সব যে বদলে যাচ্ছে!

ডল,
স্কোরপিয়নস এর ট্র্যাক গুলো আমার খুবই পছন্দ! আরেকটা জার্মান ব্যান্ড আছে আমার পছন্দ; Rammstein. এদের গান গুলোও দারুণ।
অসংখ্য ধন্যবাদ গানটা শেয়ার করার জন্য..!!

আমি মন্তব্য তে তোমার মতো করে গান শেয়ার করতে পারছি না, তোমার মত করে কিভাবে শেয়ার করবো প্রসেস টা বলে দাও প্লিজ!

৯| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৭

মিথমেকার বলেছেন: ডল,
এটা আমার প্রিয় একটা ট্র্যাক

১০| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৯

মিরোরডডল বলেছেন:





এই পোষ্টে মন্তব্য ১৬, ২১ , ২২ এগুলো দেখলেই হবে, ওখানে দিয়েছি।

১১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:২০

মিরোরডডল বলেছেন:




ইমাজিন গানটা এক সময় অনেক শুনতাম।
থ্যাংকস ফর শেয়ারিং।

আচ্ছা, মিথ একজন পুপা এই বিষয়ে সন্দেহ নেই, আবার কাপাও হতে পারে।
আগে কেউ নতুন নিক নিয়ে আসলেই ধরে ফেলতে পারতাম কিন্তু এখন আর সেই সময় নেই যে এফোর্ট দিবো।
তাই জানি না এটা কে।
নিকটা ভালো হয়েছে।


০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৭

মিথমেকার বলেছেন: আচ্ছা, মিথ একজন পুপা এই বিষয়ে সন্দেহ নেই, আবার কাপাও হতে পারে।
আগে কেউ নতুন নিক নিয়ে আসলেই ধরে ফেলতে পারতাম কিন্তু এখন আর সেই সময় নেই যে এফোর্ট দিবো।
তাই জানি না এটা কে।
নিকটা ভালো হয়েছে।


পুপা, কাপা মনে কী ডল? :-&

১২| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৮

মিথমেকার বলেছেন: কয়েকবার চেষ্টা করলাম হচ্ছে না ডল :(
তুমি এটা শোনো

১৩| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৮

মিরোরডডল বলেছেন:




হবে না মানে, হতেই হবে।
ইন্সট্রাকশন আবার ভালোভাবে পড়বে।
দেন ট্রাই এগেইন।

এতো সিম্পল একটা কাজে গিভ আপ করা যাবে না।

১০ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪০

মিথমেকার বলেছেন: ধুর! হচ্ছে না -______-

১৪| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১০:০২

মিরোরডডল বলেছেন:




মিথ, এতো সিম্পল কেনো পারেনি!
কোন স্পেস হবে না।

প্রথমে ফার্স্ট ব্র্যাকেট [
তারপর yt
এরপর slash bar
তারপর ইউটিউবের অংশটা পেস্ট করে আন ব্র্যাকেট ]

কোথাও কোন স্পেস হবে না।
ইউটিউবের = এর পরের অংশটুকু কপি পেস্ট হবে।

for example,

www.youtube.com/watch?v=TZJ9-ETDx3c

এখানে TZJ9-ETDx3c

কিছু বোঝাতে পারলাম?


১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৫

মিথমেকার বলেছেন:

১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৮

মিথমেকার বলেছেন: হইসে! অনেক অনেক অনেক ধন্যবাদ ডল! ^_^

প্রথমে শেয়ার বাটন এ ট্যাপ করে লিঙ্ক কপি করছিলাম এই জন্য হচ্ছিল না। এবার ব্রাউজার থেকে কপি করেছি।

১৫| ১১ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩১

মিরোরডডল বলেছেন:




Congratulations!
see! you did.

এতো অল্পতেই গিভ আপ করতে হয়না।

অনেকদিন পর এই গানটা শুনলাম, থ্যাংকস।


১১ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১

মিথমেকার বলেছেন: ওয়েলকাম ওয়েলকাম!!
এটাও শোনো...

১৬| ১৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কবি হিসাবে মোহাম্মদ কোন গ্রেডের?

১৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪২

মিথমেকার বলেছেন: ইতিহাসে কোথাও তাঁকে কবি উল্লেখ করা হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.