নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু
সব হারিয়ে দূঃখের দিন হলো শুরু
পুকুর ভরা মাছ আর ফলে ভরা গাছ
সব হারিয়ে কান্দি শুধু আজ
কাঠের দোতলা বাড়ি
গিয়েছে মোদের ছাড়ি
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৫
সোনাগাজী বলেছেন:
এখন আছে, ঘরভরা মাদ্রাদার ছাত্রছাত্রী, বস্তিভরা টোকাই
৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
সোনাগাজী বলেছেন:
বিএনপ উটের মতো, শেখ হাসিনার ১৬ বছর টিকে ছিলো!
২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৯
রবিন.হুড বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্য করা আপনার একটা বদ অভ্যাস।
৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
কুয়ানিন বলেছেন: হারালেন কিভাবে?
আগে ছিল , এখনও আছে।
যারা লোভ সামলাতে না পেরে অন্য কিছু করতে চেয়েছিল, তাদের অংশ কিনে নিয়ে , সবকিছু আগের মতোই রেখেছি।
৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
আমি সাজিদ বলেছেন: মাটির তৈরি দোতলা ঘর আছে এখনও।
৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
মামুন ইসলাম বলেছেন: এখনো অনেক জায়গায় এইসব আছে।
৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
শায়মা বলেছেন: গোলা ভরা ধান???
আজ বুঝলাম এটাকে কেনো গোলা বলা হয়। গোল করে বানানো তাই তাইনা??
৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৫
আমি সাজিদ বলেছেন: গোল ছাড়াও গোলাঘর ছোটবেলায় দেখেছি।
২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৮
রবিন.হুড বলেছেন: গোলা বা গোলা ঘর বিভিন্ন সাইজের ও আকৃতির হয়ে থাকে। এখানে প্রকাশিত গোলাটি ঘরের ভিতরে মাচার উপর রাখা হয়। আবার কিছু গোলা আছে ঘরের বাইরে বড় মাচার উপর করা হয় এবং উপরে ছাউনি দেয়া হয়। এছাড়াও বাঁশের তৈরি বড় ডোল এর মধ্যে ধান সংরক্ষণ করা হতো।
৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেষের যে কাঠের দোতলা বাড়ির ছবি দিয়েছেন এটা দেখতে হুবহু আমার দাদা বাড়ির মত। প্রায় ৮০/৯০ বছরের পুরানো হবে। কাঠগুলি এখনও অক্ষত আছে।
২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৩
রবিন.হুড বলেছেন: দোতলা ঘর ছিলো গ্রামীণ আভিজাত্যের প্রতীক। আমার বাবা একটা দোতলা ঘর বানিয়েছিলেন যা আমাদের গ্রামের বাড়ির শুধু শোভা বর্ধন করে নাই ১৯৮৮ সালের বন্যায় যখন ঘরের নিচতলা পর্যন্ত পনিতে ডুবে ছিলো তখন আমাদের পরিবার দোতলায় আশ্রয় নিয়েছিলাম। ২০০৫ সাল পর্যন্ত দোতলা ঘরটি টিকে থাকেলেও কোন ছবি তোলা হয়নি। এখানে প্রকাশিত ছবিটি নেট থেকে নেওয়া যার সাথে আমাদের ঘরটির মিল আছে।
১০| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৫০
জটিল ভাই বলেছেন:
দিনগুলি মোর সোনার খাঁচায়.......
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরাতন হারিয়ে যায়, আমরাও হারাবো