নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লড়াই টা যখন মুক্তির.....,চিন্তার মুক্তির, বুদ্ধির মুক্তির,শৃঙ্খল মুক্তিরএবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের........তখন এ লড়াইপৃথিবীর প্রাচীনতম লড়াই,চিরায়ত লড়াই এবং অবশ্যই চলমান..........
প্রথম দেখায় বলেছিলে
ভালোবাসলে এ দেশের অলিগলিতে সুলভ হয়ে উঠবে রূপালি ইলিশ
সেই আশ্বাসে আমরা রোজ ইলিশের বাজারে যাই
আমাদের চোখের সামনে রূপালি ইলিশের আঁশ
ভিনদেশী টুথপেস্টে ব্রাশ করা তোমার দাঁতের মতোই চিকচিক করে ।
চকচকে ইলিশ দেখে ভাবি তুমিই হাসছো ফুটপাতে, জনতার কাতারে!
আমাদেরও প্রবল ইচ্ছে হয় তোমার শুভ্র দাঁতের মতো চকচকে একটা রূপালি ইলিশ ঘরে তুলে আনি.
ওদিকে টাকার অভাবে যথেষ্ঠ কাপড় কেনা হয়নি বলে
দর্জি জামায় পকেট রাখেনি, ইচ্ছা করেই
গরিব-ক্ষমতাহীনদের পকেট থাকতে নেই
থাকলেও খুব ছোট, কয়েন রাখবার মতো
এ ফলিতবিদ্যা জীবন থেকেই শিখেছেন আমাদের শ্রেণি-বিশেষজ্ঞ দর্জিরা।
এখন তোমার কথা মনে হলেই
তোমার ওয়াদার কথা মনে পড়ে
তোমার ওয়াদার কথা মনে হলেই
একটা চকচকে রূপালি ইলিশের কথা মনে পড়ে
কিন্তু শ্রেণি-বিশেষজ্ঞ দর্জির কারণে আমাদের আর ইলিশ ছুঁয়ে দেখা হয় না
একটা চকচকে রূপালি ইলিশ
ভিনদেশী টুথপেস্টে ব্রাশ করা তোমার দাঁতের মতোই একটা চকচকে ইলিশ!
রূপালি ইলিশ যেন আমাদের প্রথম প্রেমের এক উজ্জ্বল প্রতারণা!
২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভেচ্ছা। ভালো থাকবেন।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
আরইউ বলেছেন:
মুনীর,
আমি ঠিক কবিতার পাঠক নই তবে আপনার কবিতা ভালো লেগেছে।
ইলিশ উপদেষ্টাও আমাদের আশ্বাস দিয়েছিলো। কিন্তু কথা রাখেনি, কেউ কথা রাখেনা!
ভালো থাকুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯
মুনীর উদ্দীন শামীম বলেছেন: কৃতজ্ঞতা পড়ে মন্তব্য করবার জন্য। আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত। প্রায় ১২ বছর পর পোস্ট করলাম। সামুতে আমার, আমাদের অনেক স্মৃতি। এক সময় প্রায় সারাদিন ব্লগে পড়ে থাকতাম।
ইলিশ উপদেষ্টা ??......হা হা
শুভেচ্ছা, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।