নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি: ইন্টারনেট
আধখোলা পিঠের ওপর সন্ধ্যা নামলো,
রেশমি কালো চুলে কে তুমি,
শান বাঁধানো ঘাঁটে,
কি কথা বলছো জলের সাথে ?
কৌতূহলী লোচনে এগিয়ে যাই,
অনাগত জিঘাংসার সাথে পরিচিত হতে।
নিস্তব্ধ চারিদিক,
নীড়ে ফেরা পাখিদের জলের আয়নায় উড়াউড়ি,
মুহুর্মুর্হু বাতাসের শীতল স্পর্শে ভুলিয়ে দিলো সময়,
দমকা বাতাস এখন অন্য কোথাও,
সম্বিত ফিরে পেলে সব শেষ, দূরে থাকুক সে।
নীলাভ সাদা কাপড়ের আঁচল জলে ভিজিয়ে,
এই ভরসন্ধ্যায় জলের সাথে যে গল্প তুমি করছো,
আমি কান পেতে শুনি, মিষ্টি সে কণ্ঠস্বর,
আমাকে দেখে তুমি কিঞ্চিৎ হতভম্ব হলে না,
হাত বাড়িয়ে বললে, এসো নাগর,
রূপ সাগরে ডুব দিবে।
এক পাল্লা করে পেঁচানো শাড়ীর ভেতরের আবছায়ায়,
নির্মল সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নেই,
দক্ষিণা বাতাসে যখন খোলা চুলগুলো আমার কপোলে পড়ছিলো,
স্পর্শ করেছিলাম তোমায়,
তুমি খোলা কর্পূরের মতো উড়ে গিয়ে জড়ালে মায়ায়।
শুধু ফিসফিস কণ্ঠে শুনতে পেলাম ,
আমি আবার আসবো, এক ভরসন্ধ্যায়।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
মন্তব্যগুলো আরো ভালো লিখতে সাহায্য করবে।
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৭
নিলঞ্জনা বলেছেন: কবিতা পড়িয়া,গেলুম উদাস হইয়া ।
২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯
মায়াস্পর্শ বলেছেন: উদাস কেন হইবেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:১৬
মিরোরডডল বলেছেন:
স্পর্শ করেছিলাম তোমায়,
তুমি খোলা কর্পূরের মতো উড়ে গিয়ে জড়ালে মায়ায়।
শুধু ফিসফিস কণ্ঠে শুনতে পেলাম ,
আমি আবার আসবো, এক ভরসন্ধ্যায়।
মন ছুঁয়ে যাওয়া কবিতা।
অনেক ভালো লেগেছে মার্শ।
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৫
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । আপনার মন্তব্য আমার লেখার অন্যরকম একটা শক্তি । একটা চাইনিজ গান দিচ্ছি আজকে। যদিও এই গানের কিছু বুঝি না , তবে মাঝে মাঝে অনেকবার একটানা শুনি।
৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ কী সুন্দর লেখা। শব্দের গাঁথুনি কী সুন্দর।
কেমন আছেন মায়া?
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৪
মায়াস্পর্শ বলেছেন: ছবি আপু, অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি কেমন আছেন ?
৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগ থেকে হারিয়ে যাইয়েন না। আপনাদেরকে দেখলে ব্লগে ভাল্লাগে
২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১০
মায়াস্পর্শ বলেছেন: বোন, হারাবো না ইনশা আল্লাহ।
দোয়া করবেন, আপনার জন্যও দোয়া করি।
৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৪
মিরোরডডল বলেছেন:
গানটা শুনেছি, থ্যাংক ইউ।
লিরিক দিয়ে গেলাম।
Just on Earth
Even if you’re generous for everything,
But hurt never be ceasing,
Even if you’re tolerant to everything,
But sadness never be diminishing.
Your Heart's in the right place,
making a fool of yourself and they’re laughing,
You're having a hard time,
but must be moved by other's stories.
Moon, Moon, do not be sleeping,
The confused man has been drunking,
The one you miss has been gone,
Life is just a pile of thoughts.
Moon, Moon, do not be sleeping,
To get through these difficult days,
That's all I’m thinking,
I'll never answer the false wine again.
কথা সত্যি
Life is just a pile of thoughts.
২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৮
মায়াস্পর্শ বলেছেন: ওয়েলকাম ,
আমি গানটা শুনি শুধু টিউন এর জন্য ,আজ লিরিক্স দেখে আরো ভালো লাগলো। ভেবেছিলাম সেম টিউন এ বাংলায় কাভার করবো ,কিন্তু কপি বিষয়টা কোনোদিন গ্রহণ করতে পারিনি তাই আর হয়নি।
ধন্যবাদ লিরিক্স শেয়ার করার জন্য।
কথা সত্যি
Life is just a pile of thoughts.
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখার গাঁথুনি আপনার।