নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বিলকিস (বগুড়ার ভাষায় লেখা )

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮

তুমার চিয়ারা একুনো চোকেত ভাসে গো বিলকিস,
তুমাক ডাকিচ্ছিনু দিয়্যা জোরে একটা শীষ।
লাল উন্না দিয়্যা মুখ ঢ্যাক্যা আসিচ্ছিলা হামার কাছে ,
বুকের মধ্যে হামার ক্যাপিচ্ছিল, তুমার বাপ আবার আলো ন্যাকি পিছে পিছে ।
হাতের মধ্যে তেতুল লিয়্যা দ্যাড়্যা থ্যাকইচ্ছিনু
তুমি আসলেই দুইজুন মিল্যা গল্প করিচ্চিনু।
বিয়ার কতা চলিচ্চিলো দুই ফ্যমূলীর মদ্দে,
কত আনন্দ করব্যার চ্যানু ইষ্টি গুষ্টি সুদ্দ্যা।

ওই শুয়োরের বাচ্চা গুল্যান তোমাকে ক্যামরা ক্যামরা খ্যালো (বিলকিস ধর্ষণ হয়)
হামার জিয়ৎ থ্যাকা ওরা তুমাক ক্যাড়া কিসক লিলো।
ব্যাচা তুমি এছলা বিলকিস, হামার কুনু আপসোস নাই ,
উংক্যা অবস্থায় হ্যামি তুমাক বিয়ে করবার চাই।
লজ্জা তুমার কিসের বিলকিস, চিন্তা করো না,
হ্যামি মোরে গেলেও তুমাক কুনুদিন পর করমুনা।

সেই লাল উন্নাডাই গলাত তুমার , কিসক ফাঁসি দিল্যা ,
তুমার সজলডাক কিসের জন্যে পর করে গেল্যা।
আজ তুমি মরার ২৩ বছর, হামার চোকের পানি পরে,
একল্যা থ্যাকি আইজও হ্যামি হামার বিলকিস বানুর ঘরে।

শুদ্ধভাষায়
তোমার চেহারা এখনো চোখে ভাসে গো বিলকিস,
তোমাকে ডাকতাম দিয়ে জোরে একটা শীষ।
লাল ওড়না দিয়ে মুখ ঢেকে আসতে আমার কাছে ,
ভয়ে আমার বুক কাঁপতো ,তোমার বাবা এলো কিনা পিছনে পিছনে।

হাতের মধ্যে তেতুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম
তুমি এলেই দুজন মিলে গল্প করতাম।
বিয়ের কথা চলছিল , দুই ফ্যামিলির মধ্যে
কত আনন্দ করতে চেয়েছিলাম পুরো বংশ শুদ্ধে।

ওই শুয়োরের বাচ্চা গুলো তোমাকে কামড়ে কামড়ে খেলো
আমার জীবন থেকে ওরা তোমায় কেড়ে কেন নিলো ?
বেঁচে ছিলে বিলকিস তুমি আমার কোনো আফসোস নেই,
অমন অবস্থায়ই আমি তোমায় বিয়ে করতে চাই।
লজ্জা তোমার কিসের বিলকিস, চিন্তা করো না ,
আমি মরে গেলেও তোমায় কখনো পর করবো না ।
সেই লাল ওড়নাটাই গলায় তোমার , কেন ফাঁসি দিলে ,
তোমার সজলকে কেন তুমি পর করে গেলে?
আজ তোমার মৃত্যুর ২৩ বছর, আমার চোখের পানি পড়ে
একলা থাকি আজও আমি, আমার বিলকিস বানুর ঘরে।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৬

আমি সাজিদ বলেছেন: এনা একের কবিতা হসে। লাইক দেনু।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৪

মায়াস্পর্শ বলেছেন: হ ভাই, আপনেকেরেক ভালো লাগলিই হামাক ভালো লাগে।
ধন্যবাদ অনিকগুল্যান।

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৭

মিরোরডডল বলেছেন:

যদিও কষ্টের গল্প কিন্তু প্রথমটা পড়ে হাসলাম :)


২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৯

মায়াস্পর্শ বলেছেন: পতুমে এনা হাসির মুতো কর‍্যাই লেকিছি। এক্কেবারে বোগড়োর খাটি ভাষার কবিতা এড্যা।
আপনে হাসিছেন তাতে হ্যামিও খুশি। ভালো থ্যাকপেন সবসুমি।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫২

আমি সাজিদ বলেছেন: হাসিচ্ছ কেন বারে মিরর?

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২০

মায়াস্পর্শ বলেছেন: :D

৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২২

মায়াস্পর্শ বলেছেন: ভ্যাই, অনিকগুল্যান ধন্যবাদ দিল্যাম। ভালো থাকপিন সবসুমি।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫০

শায়মা বলেছেন: সাজিদভাইয়ু মিররমনি হাসিচ্ছে কারণ সেও মনে কয় বোগড়ার ছৈল......


২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩

মায়াস্পর্শ বলেছেন: =p~

৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫২

শায়মা বলেছেন: মায়াস্পর্শ ভাইয়ু তুমি কি বগুড়া ইউথ ক্যোয়ারের গান শুনেছো??

চেনো তাদেরকে??

তোমার বাড়ি কোন এলাকায় মালতী নগর নাকি ?

বগুড়ার একটা স্পেশাল রুটি আছে না বানের মধ্যে কিসমিস দেওয়া। আকবরিয়া নাকি যেন হোটেলের?

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪২

মায়াস্পর্শ বলেছেন:
মায়াস্পর্শ ভাইয়ু তুমি কি বগুড়া ইউথ ক্যোয়ারের গান শুনেছো??
চেনো তাদেরকে??


জী আপু। ইয়ুথ কয়্যার বগুড়াকে সাংস্কৃতিকভাবে অনেকদুর অবধি এগিয়ে নিয়ে গেছে এবং সারাদেশে তাদের আঞ্চলিক ভাষার গানে অনেক সুখ্যাতি অর্জন করেছে।
তাদের প্রধান শ্রদ্ধেয় "টিপু" এবং উনার মেয়ে দুজনকেই জানি, তবে আমাকে চিনে না। আমার বাসার সামনেই পৌর পার্ক এবং টিটু মিলনায়তন। তারা অনেক প্রোগ্রাম করেছেন সেখানে এবং দেখেছি।
তাদের খুব ফেমাস গান, হামরা বোগড়ার ছোল, পুটি মাছ মারবার যায়্যা ধরে আনি বোল,
ওই কালো ছুড়িডা হামাক পাগল করিছে।
বগুড়ার আকবরিয়া এখন আর আগের মত নেই। আপনি যেই রুটির কথা বলছেন, ওটাকে আমরা মোরব্বা রুটি বলি, বানের ভেতর মোরব্বা আর কিসমিস দেওয়া থাকে প্রচুর।
এর আগে জেনেছিলাম আপনি বগুড়া এসেছিলেন।
তোমার বাড়ি কোন এলাকায় মালতী নগর নাকি ?
না আপু, আমার বাসা সুত্রাপুর বাংলাস্কুলের কাছে, তবে আমরা থাকি খান্দারে।
আমাদের মেইন শহরটা খুব বেশি বড় নয় তাই মোটামুটি সব জায়গাই চেনা আছে।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৬

নজসু বলেছেন:


ভালোই হছে বারে।
হামিও বোগড়োর ছোল।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৬

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ। ব্লগে কয়েকজনকে পেলাম বগুড়ার লোকজন।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৬

আহরণ বলেছেন: ঢাকায় বড় হয়েছি। বাড়ি বগুরার কাছেই.......... ভাইয়া?

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ। বগুড়ার কাছে মানেই বগুড়া।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৬

মিরোরডডল বলেছেন:





আমি সাজিদ বলেছেন: হাসিচ্ছ কেন বারে মিরর?

শায়মা বলেছেন: সাজিদভাইয়ু মিররমনি হাসিচ্ছে কারণ সেও মনে কয় বোগড়ার ছৈল......

সাজিদ এবং শায়মাপু,

না আমি বগুড়ার না।
হাসির কারণ হচ্ছে, একজন বন্ধু যার কথায় বগুড়ার একসেন্ট আছে।
তার সাথে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমি ফোনে কথা বলবো, কথা বলতে বলতে সে প্রমিত বাংলা প্র্যাকটিস করবে।
হিতে বিপরীত হয়েছিলো। সে কতদুর শিখেছে সেই ভালো জানে কিন্তু আমার কথায় বগুড়ার একসেন্ট চলে এসেছিলো।
সেইভাবে না পারলেও, সামান্য মনে হয় বলতে পারবো :)


২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫২

মায়াস্পর্শ বলেছেন: সেইভাবে না পারলেও, সামান্য মনে হয় বলতে পারবো :)
একটা মন্তব্য করুন বগুড়ার ভাষায়, পারবেন আশা করছি।

১০| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বগুড়ার ছোলপোল দিয়ে ভরা
যাক জয় হোক বগুড়ার ছোলপোল-------------

২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৮

মায়াস্পর্শ বলেছেন: আসলেই দাদা , খালি বগুড়ার ছোলপোল।

১১| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৪

শেরজা তপন বলেছেন: দারুন লিখেছেন।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

১২| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিলকেসের প্রতি সত্যিকারের প্রেমিকদের ভালবাসা এমননি হয় তবে যা এখন অনেকটাই নাই হয়ে গেছে।

সবাই এখন সট-কাট মারবার চায় X(( , ভালবাইসা ঘর বানাইবার মত দীর্ঘমেয়াদী প্রসেসে যাইবার চায়না।

তবে কবিতা জোশ ঐছে ।

বগুড়ার ছাওয়ালের মনডা বড়ৌ বালা (প্রমাণীত)

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

মায়াস্পর্শ বলেছেন: এক্কেবারে আসল কথা কছেন বড়ো ভাই। এই শটকাট মারবার যেয়েই তো কত জীবন যায়, যত আলতু ফালতু কাহিনী ঘটে।
অনেক অনেক ধন্যবাদ বড়ো ভাই।

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
বগুড়ার ভাষা সুন্দর। মানুষ গুলোও ভালো।

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই , অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.