নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
লেখার বিপরীতে যাকে রেখেছি
সে ছায়া তুমি,
পিয়াসী বালক বালক ভাবনায়
শুভ্র মন আমার,
গানের সুরে দিন কাটে,
আক্রোশে ভেঙে যায় উম্মাদ নীরবতা,
নিঃশব্দে, গড়গড়িয়ে।
প্রতিটি শব্দের গঠন তোমাকে ঘিরে,
তোমার প্রতিচ্ছবি প্রতিটি বাক্যে,
অবলীলায় লিখে যাওয়া স্বপ্নের লাইনগুলো,
রংমাখা ঠোঙা কিংবা ফানুস হয়ে উড়তে থাকে
অপয়াদের আকাশে।
তোমায় লিখছি ,
কখনো ছন্দে, কখনো গন্ধে, নাম না জানা বর্ণে।
কিছু ছন্দ বা সোজা লাইন তুমিও লিখলে,
তোমার আকুলতা, ভাব ভঙ্গিমা, অভিমান
ভালোবাসা সব জানবো সে লেখায়।
তাই,
এই একবিংশের আধুনিকতায়,
ট্রেডিশনাল যুদ্ধের অগ্রনায়কের মতো
বুক ভরা বিশ্বাস নিয়ে সে লেখা পড়ে
আমি বিদ্ধস্ত।
কত শত কঠিন শব্দে তুমি লিখেছো,
আমি অভিধান ধরে ধরে
প্রতিটি শব্দের অর্থ খুঁজে পেয়েছি অবশেষে।
শুধু খুঁজে পাইনি একটি মাত্র শব্দ,
যে শব্দের প্রতিটি সমার্থক শব্দ আমার জানা,
কোথাও নেই লেখা "স্পর্শ "
কোথাও লেখা নেই, "তোমাকে লিখলাম স্পর্শ "।
১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৭
মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
'বালক বালক ভাবনা' বাক্যটা নতুন এবং চমকপ্রদ!
লেখা থেকে এভাবে চমকপ্রদ বাক্য বের করে নিয়ে এলেন আপনি, যা আমি নিজেও জানতাম না।
২| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার হয়েছে।
১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২
মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৯
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৬
মিরোরডডল বলেছেন:
থ্যাংকস মার্শ।
এটা রিপোষ্ট না, গতকালের লেখা আজ প্রথম পাতায় পোষ্ট হলো।
তাই রিপোষ্ট কথাটা তুলে নিবে।
আর লেখার কথা আগেই বলেছি।
মার্শর এরকম লেখাগুলো আমার ভীষণ পছন্দ।
স্পর্শ শব্দটার মাঝেই এক গভীর অনুভূতি কাজ করে!
১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৩
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনার প্রাপ্য।
আপনি এই ব্লগের সব কিছুতেই প্রাণ ছড়িয়ে দেন সুন্দর এবং আলোচনা-সমালোচনা মূলক মন্তব্য করে। আমি সবসময় আপনাকে রেস্পেক্ট করি এবং করবো।
৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১১
আজব লিংকন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন স্পর্শ। "রংমাখা ঠোঙ্গা কিংবা ফানুস" আপনার এই কবিতায় পাওয়া আমার প্রিয় শব্দ ছিল।
১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
মায়াস্পর্শ বলেছেন: এতো সুন্দর মন্তব্য করলেন যা আমার পরবর্তী লেখার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলা প্রতিটি শব্দই সুন্দর, মানুষের ঘটে যাওয়া ঘটনা বা নিজেকে কল্পনা করার মতো সম্পর্কিত শব্দগুলো মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে।
অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪১
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। 'বালক বালক ভাবনা' বাক্যটা নতুন এবং চমকপ্রদ!