নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

সবার আগে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করুন

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬


ছবি: ইন্টারনেট

অনেক দিন থেকে চেষ্টা করে বিনা পয়সায় কোনো দালাল না ধরে একটা জব পেয়েছি মিডলইস্ট এর এক দেশে। এপলাই করেছিলাম প্রফেশনাল প্লাটফর্ম লিংকড ইনে । সত্যি কথা বলতে কি মিডলইস্টে ম্যানেজমেন্ট এ বাংলাদেশীরা একদম নেই বললেই চলে। আমি এর আগেও এক লেখায় বলেছিলাম ইনস্ট্রুমেন্টেশন সাবজেক্টটা বাংলাদেশে নেই। যার কারণে অয়েল এন্ড গ্যাস ফিল্ডে বাংলাদেশিদের ইঞ্জিনিয়ার হয়ে জব পাওয়াটা খুবই কঠিন বিষয়। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করা জন্য আজকের এই লেখা।
আমার জব চলে আজকে ৪ মাস এর কাছাকাছি। আমার সহকর্মীরা এবং আমার রিপোর্টিং বস আমাদের জেনারেল ম্যানেজার সবাই প্রায় তামিল নাড়ুর। কয়েকজন আছে পাকিস্তানী। পুরো অফিস জুড়ে একমাত্র আমিই বাংলাদেশী এখানে। মনে মনে ভাবতাম যদি সুযোগ পাই তবে কয়েকজন বাংলাদেশিকে জয়েন করাবো। অন্তত বাংলায় কথা বলা যাবে মন খুলে। অবশেষে সেই সুযোগ এলো আমার কাছে। জেনারেল ম্যানেজার হঠাৎ করে বললেন কয়েকজন বাংলাদেশী ইঞ্জিনিয়ার নিয়ে এসো তোমার দেশ থেকে। বললাম কতজন লাগবে ?
বললেন, বড় যেই প্রজেক্ট এর কাজটা পেয়েছি ভাবছি সেখানে সব বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার নিবো। আমি তো খুশি হয়ে গিয়ে বললাম ঠিকাছে আমি ম্যানেজ করছি। উনি সর্বমোট ১৬ জনের কথা বললেন। প্রজেক্ট প্রায় ৩ বছরের। আমাদের এখানে প্রজেক্ট শেষ না হতেই অন্য প্রজেক্ট শুরু হয়ে যায়।
খুব খুশি হয়ে আমার লিংকড ইন এ পোস্ট করলাম রিকুইরেমেন্ট গুলো যার মধ্যে খুব কঠিন কোনো রিকুইরেমেন্ট ছিল না। গর্ব করে উল্লেখ করে দিয়েছিলাম This post is only for Bangladesh Nationalities। আমার লিংকড ইন কানেকশন প্রায় ১৫০০ এর মতো হবে যার মধ্যে ৬০% বাংলাদেশী। আমি হতাশ হয়ে গেলাম আমার ইমেইল এ মাত্র দুইটা সিভি এসেছে এবং তারা একদম ফ্রেশার। কিন্তু এখানে অনভিজ্ঞ লোক দিয়ে কাজ হবে না। দুই দিন অপেক্ষা করে দেখলাম কোনো লাভ হলো না। অবশেষে সেম পোস্টই কপি করে ফেসবুকে দিলাম। কয়েকজন মেসেঞ্জার এ নক দিয়ে বললো তারা ইংলিশ এ কথা বলতে পারে না ,চলবে কিনা ?
আমি বললাম চালাইলেই চলবে না। আমি তো পোস্ট এ স্পেসিফিকলি উল্লেখ করে দিয়েছিলাম ইংলিশ কমুনিকেশন ইন্টারমেডিয়েট লেভেলে হলেও চলবে। কি এক বিপদে পড়লাম। অবশেষে জেনারেল ম্যানেজার কে বললাম, আমি আপনাকে সর্বোচ্চ দক্ষ কিছু প্রফেশনালদের সিভি দিচ্ছি। তারা আপনাকে এবং ক্লায়েন্ট কে হ্যাপি করতে পারবে। উনি একটু হেসে বললেন, ঠিকাছে সিভিগুলো ফরোয়ার্ড করে রাখো, আমি ইন্ডিয়া থেকেই লোক নিবো।
একদিকে অপমানিত বোধ করছি অন্য দিকে কষ্ট লাগছে এই ভেবে যে সুযোগটা হাত ছাড়া হয়ে গেলো কার জন্য? আমার যোগাযোগ দক্ষতার জন্য নাকি আমার দেশের ভাইদের জন্য? শেষে ভাবলাম আমার দেশের একাডেমিক শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক ইংলিশ নেই বললেই চলে। এখনো ইংলিশ এ কমুনিকেশন করাটা একটা ট্যাবু হয়ে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে,অনেক পরিবারে। জানিনা আবার এমন সুযোগ পাবো কিনা। আবার ভাবছি, আমরা কামলা হিসেবেই ভালো আছি। জমি বিক্রি করে কামলা দিতে আসা আমাদের রক্তে মিশে আছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:



এখন সবইউনিভার্সিটি থেকে হাদিস জানা লোকজন বের হবে, দেখেন ডিমান্ড আছে কিনা?

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:১২

মায়াস্পর্শ বলেছেন: আমি যাদের সাথে কাজ করছি উনারাও হাদিস কুরআন সব জানেন, কিন্তু তাদের কমুনিকেশন স্কিল আমাদের চেয়ে অনেক ভালো, টেকনিক্যালিও অনেক এগিয়ে।ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:০০

জ্যাক স্মিথ বলেছেন: প্রফেশনাল দক্ষতা বাড়াতে দেশের লোকজন খুব একটা আগ্রহী নয়, চিল্লাচিল্লি করে, ভালো ভালো কথার ফুলঝুড়ি ফুঁটি কিভাবে রাজনীতিবিদ হওয়া যায়, নিদেন পক্ষে ছোটখাটো একটা পদ বাগিয়ে নেয়া যায় সবাই সেই ধান্দায় মশগুল।

অন্য দেশের একজন ফ্রেশার এই দেশের একজন এক্সপার্টের চেয়েও বেশী অভিজ্ঞ।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:১৭

মায়াস্পর্শ বলেছেন: আপনার মন্তব্য বাস্তব সম্মত। যারা অভিজ্ঞ তারা চায় না নিজের অভিজ্ঞতাকে অন্যদের মাঝে বিলিয়ে দিতে, বিভিন্ন ট্রেনিং সেন্টার খুলে শেখানোর নামে লম্বা সময় ধরে টাকা খাওয়ার প্ল্যান করে বসেন।

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা এবার পরীক্ষা দেয়নি, ওরা বের হোক, আপনি অপেক্ষা করেন।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৩

মায়াস্পর্শ বলেছেন: মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে এক সময় পস্তাবে। আমাদের দেশে জুগের সাথে তাল মেলানো বলতে শুধু কাপরের শোরুম আর প্রসাধনির দোকান গুলো উন্নত হওয়াকে বুঝে মানুষ।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৪

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে এক সময় পস্তাবে। আমাদের দেশে জুগের সাথে তাল মেলানো বলতে শুধু কাপরের শোরুম আর প্রসাধনির দোকান গুলো উন্নত হওয়াকে বুঝে মানুষ।

হা হা হা হা
সিরিয়াসলি????

এটাতো জানতাম না :)

নাহ একমত হলাম না, আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক কিছুই ডেভেলপ করেছে এবং করছে কিন্তু এটা সত্যি ৫৩ বছরের তুলনায় অনেক পিছিয়ে। আরও অনেকদুর যেতে পারতো।
Not yet ready to compete globally.
যতটুকু পজিটিভ হয়েছে, পাশাপাশি নেগেটিভ অনেক বেশি।

কত সরকার আসে যায় কিন্তু সিস্টেমের মূল সমস্যাগুলো কেউ ঠিক করেনা।
No one thinks about long term political sustainability.

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

মায়াস্পর্শ বলেছেন: যে পরিমান মানুষ তাল মিলিয়ে উন্নত চিন্তা ভাবনা করছেন তারা সবার আগে দেশ ত্যাগ করছেন।
"সরকার" কথাটা শুনলেই এখন কেমন জানি গা ঘিন ঘিন করে।

আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক কিছুই ডেভেলপ করেছে এবং করছে কিন্তু এটা সত্যি ৫৩ বছরের তুলনায় অনেক পিছিয়ে। আরও অনেকদুর যেতে পারতো।
দেখা যাক কি হয় সামনে।
আমি বা আমরা সুন্দর উন্নত একটা দেশ না দেখলেও হয়তো আমাদের আগামি তৃতীয় প্রজন্ম দেখবে।
ধন্যবাদ অনেক মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.