নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

\'\'সরকারি সাহেব\'\' (লেখাটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সারা রাত পার হয়ে গেলো রফিকুল পড়ার টেবিল থেকে উঠলো না। ওই যে এক ধ্যানে চেয়ারে বসে মাথা নিচু করে পড়ছে তো পড়ছেই। রফিকুল ভালো ছেলে। বাবা মায়ের বড় ছেলে। সদ্য মাস্টার্স শেষ করেছে। পরবর্তী টার্গেট একটা ভালো সরকারি পেয়ে বাকি জীবন সাচ্ছন্দে কাটিয়ে দেওয়া। টুকটুকে সুন্দরী একটা বৌ ঘরে এনে সংসার করা। সুন্দর প্ল্যান।
রফিকুলের রুমমেট প্রণয়। জীবন নিয়ে অতটা সিরিয়াস নয়। সারাদিন পড়াশুনা বাদ দিয়ে এক ল্যাপটপ আছে তার মধ্যেই ঘুতাঘুতি। এই যে রফিকুল এতো বুঝায় যে বই পড়, প্রকৃত জ্ঞান মানুষ বই থেকেই পায়। প্রণয় হাসে, আর বলে সবার পছন্দ অপছন্দ এক নয়।
-রফিক ভাই কি পড় আজকে ?
-আজকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক মুদ্রার নাম গুলো একটু ঝালাই দিয়ে নিচ্ছি রে প্রণয় ,
-তাই নাকি ? তো বলতো হরিদাশপুরের মুদ্রার নাম কি ?
-তুই কি আমার সাথে মজা নিস ? (একটু তাচ্ছিল্লের সাথে)
-তুমি যদি মজা নিতে পারো, তো আমি আবার কি দোষ করলাম ?
-আমি তোর সাথে কোনো মজাই নেই নি, বরং তোকে সবসময় পড়াশুনার প্রতি মনোযোগী হতে বলি।।
-আচ্ছা রফিক ভাই বলতো এই যুগে এসে তুমি মুদ্রার নাম মুখস্থ করে সেইটা কোন জায়গায় ব্যবহারিক ভাবে কাজে লাগাতে পারবে ?
- আমার লাগবে সরকারি চাকরি তাই পড়তেছি।
- আচ্ছা পড়ো, আমি যাই।
প্রণয় যেতে নিয়ে আবার ঘুরে এলো। পরনের লুঙ্গির গিট ভালোভাবে বেঁধে নিয়ে বললো,
- আচ্ছা রফিক ভাই তুমি জানো ডাটা সাইন্স, অটোমেশন, রোবোটিক্স, ইনফরমেশন কালেকশন সিস্টেম এগুলো কি ?
- আপাতত চাকরির পরীক্ষায় ভালো করার জন্য এসবের দরকার নাই।
-একবার চাকরি হলে পরে সরকারিভাবে এসবের ওপর ট্রেনিং করায়, তখন বিদেশটাও ঘুরে আসা যাবে ট্রেনিংও করা হবে।
- হুম তাও অবশ্য ঠিকই বলছো।
- সবগুলো দেশের নাম আর তাদের রাজধানী,মুদ্রার নাম মুখস্থ করে এসে তারপর আমার সাথে আজাইরা পেঁচাল পারিস এখন পড়তে দে ভাই।
-আচ্ছা পড়ো।

বছর খানেক পরে রফিকের একটা সরকারি চাকরি হয়েছে । আর প্রণয় এখনো সেই ল্যাপটপে ঘুতাঘুতি করে। এখন রফিক কে সবাই ''রফিক সাহেব '' বলে ডাকে কিন্তু রফিক জানেনা কম্পিউটার এ Ctr+D চাপলে কি হয়। রফিক এটাও জানে না প্রণয় বিদেশে একটা সফটওয়্যার কোম্পানিতে প্রোগামার হিসেবে জয়েন করার অফার পেয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০

ফ্রেটবোর্ড বলেছেন: ছোট একটা গল্পের মধ্যে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে।
Ctr+D এর রেজাল্ট সব সময় এক হয় না, এখানে এমন কমান্ড সেট করা উচিৎ যার রেজাল্ট সব সময় এক থাকবে অথবা আপনার বক্তব্য আমার বোঝার বাইরে।
সবকিছু মিলে ভালো হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪২

মায়াস্পর্শ বলেছেন: আপনার বক্তব্য আমার বোঝার বাইরে।
আমার বক্তব্য সহজ একদম
যেমন,
শিক্ষার বিষয়বস্তু সঠিকভাবে নির্ধারণ করতে না পারা,
সঠিক জায়গায় সঠিক মানুষ নেই,
মেধা যাচাইয়ের পন্থা সঠিক নয়,
বাস্তবে যে সব বিষয়ের দরকার নেই সেগুলোকে মেধার বিষয়বস্তু হিসেবে ধরা,
অদক্ষ মানুষকে শুধু পদবীর জন্য মান্য করে যাওয়া,
প্রকৃত মেধার মূল্যায়ন না হওয়ায় মেধাবিদের দেশত্যাগ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.