নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
গলা নামিয়ে বলুন
বেশি বকবেন না
ওত দুধ আধসের নয়।
লামছাম বুঝ দিয়ে আর দণ্ডমুন্ডের কর্তা হতে পারবেন না,
দিন আর দিন নাই, দিন পাল্টে কেয়ামত হয়ে গেছে
খুনঝরা কষ্ট নিয়ে আজকের দিনটা আগুনের মত ফুঁসে উঠেছে,
আপনি মাফ চাওয়ার সময়টাও এখন পাবেন না।
আল্লাহর দেয়া এই জমিনে
সস্তা আনন্দ দিতে আসিনি
নাগরদোলার ঢেউয়ে ভেসে বেড়াতে আসিনি
দু চারটে হচপচ কন্টেন্ট বানিয়ে সিগনেচার বয় হতে আসিনি,
সাপ খেলানো বাঁশির সুরে আর কাউকে নাচাতে পারবেন না,
সময় আর সময় নাই, সময় এখন আগ্নেয় বারুদ হয়ে গেছে
আপনার পাপের ভাড়া পূর্ণ হয়েছে
আপনার পৃথিবী ছোট হয়ে এসেছে
মাথা নামিয়ে বলুন।
ইতিহাস আজ নগ্ন সত্যের মুখোমুখি
কারবালার রক্তাক্ত প্রান্তরে মুমিনের কখনো হার হয় না,
রাস্তার পিচ গলে নদী হয়ে গেলেও আপনাকে ছাড়বো না,
আপনি যেই হোন হিসেব দিতেই হবে
খাবলা খাবলা রক্তের হিসেব আজ দিতেই হবে
আপনার জন্ম অন্যায়ে, মৃত্যুও হবে অন্যায়ে,
আপনার সময় শেষ হয়ে এসেছে,
বেশি বকবেন না
চোখ নামিয়ে বলুন…
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২৪ রাত ১০:১৩
কামাল১৮ বলেছেন: অধিকারের কথা ভালোই বলছিলেন,কিন্তু ধর্ম এনেই সব শেষ করে দিলেন।