নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
পলে পলে অনেক বেলা হয়েছে
সকাল গড়িয়ে দুপুর, দুপুর ফের রাতে মিশেছে,
কখন যে মাথার উপর থেকে আশ্রয়ের ছাঁদ সরে গেছে বুঝিনি।
রক্ত,ঘামের বিনিময়ে যে ভালোবাসা গড়ে তুলেছি কখন যে জমে ক্ষীর হয়েছে টের পাই নি,
তরতাজা অনুভূতির বাক্সময় প্রকাশ এখন ঠেকেছে কীবোর্ড আর অন্তর্জালের নীল পাতায়,
ধুরন্ধর সময় কখন যে ফাঁকি দিয়েছে হুঁশ করিনি।
চাকরেরাই মনিব জন্ম দিতে শুরু করেছে
শয়তানের সন্তানরাই এখন টাউটমুক্ত সমাজ চায়,
এক সময়ের সুবোধ বালকটি ই এখন আত্মপ্রচারের ট্রেডমিলে দৌড়ায়,
কখন যে পুবের সূর্য পশ্চিমে উদয় হয়েছে ঠাওর পাইনি।
ভাতের জন্যে লড়তে লড়তে
সন্তান উৎপাদন করতে করতে
বেঁচে থাকার মানে খুঁজতে খুঁজতে
ফুল হয়ে ফোঁটার কাল কখন যে শেষ হয়েছে তলিয়ে দেখিনি…
২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।