নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

কোথাও নেই

০৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬


এই আমি কোথাও নেই
চল্লিশ পেরোনের আগেই সময়ের প্রাসঙ্গিকতা থেকে কোর্স আউট হয়েছি,
ঠিক কি কারণে জং ধরা ভিখারির থালার মত পড়ে রয়েছি সে উত্তর অজানা।

এই আমি কখনো দুর্বলের টুটি চেপে ধরিনি
শাবল চালাই নি,গাইতি চালাইনি,
বুলডোজার দিয়ে কারো অনাগত স্বপ্নকে গুড়িয়ে দেই নি,
শিশ্নবাজদের মত শুধু শরীরী খেলায় মেতে থাকি নি,
তবু আমি কোথাও নেই।

এই আমি হাতে কাস্তে তুলে মাঠে নেমেছিলাম
শান্তির মোহ তুলতে
সিংহাসন ছেড়ে ছাই আর মাটি হয়েছি
ভালোবাসার বুনো ঘ্রাণ নিতে,
এই আমি ধানী লংকার মত বদমেজাজী ছিলাম না,
এই আমি একটুও বাজারচালিত ছিলাম না।

ছিলাম সাম্যে সৌম্যে সৌন্দর্যে
ছিলাম চেতনার মুহুর্মুহু ঢেউ তরংগে
এক সময় ছিলাম হ্নদয় স্পর্শ করা ভরা আপ্যায়ণে
আজ আমি কোথাও নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪১

কামাল১৮ বলেছেন: সবারই একদিন এই অবস্থা হবে।

২| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:৩৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
এই আমি কখনো দুর্বলের টুটি চেপে ধরিনি
শাবল চালাই নি,গাইতি চালাইনি,
বুলডোজার দিয়ে কারো অনাগত স্বপ্নকে গুড়িয়ে দেই নি,
শিশ্নবাজদের মত শুধু শরীরী খেলায় মেতে থাকি নি,
তবু আমি কোথাও নেই।


এসব করলেই হয়ত, মানুষটা কোথাও থাকত।


তবু মানুষ কি আসলেই হারিয়ে যায়? কোথাও কি আসলেই থাকে না? যে মানুষটা ভাবে, আমি ছাড়া এ পৃথিবী দিব্যি চলে যাবে। সে মানুষটারও এ পৃথিবীতে প্রয়োজন আছে, কারও জীবনে, কারও ছোটো প্রয়োজনে।

৩| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.