নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
কিছু তো একটা হোক
নিটোল স্ট্রাটেজির এই স্নায়ুযুগে
ভালোবাসা না হোক অন্তত বিষাদগারের
নিউট্রন বোমা পড়া বন্ধ হোক।
গোলা ভরা মমতা না হোক
অন্তত দু দানা মুষ্টিভিক্ষে হলেও
মনের খরা পিড়িত বিরান ভূমিতে করুনার
সবুজ ফলুক।
তবুও তো কিছু একটা হোক।
আকাশের মত উদার না হোক
বাতাসের মত পবিত্র না হোক
চাপা ত্রাসের গরম নিশ্বাস থেকে বেড়িয়ে
এসে অবিশ্বাসের ময়দানে দু ফোঁটা শান্তির
ছোঁয়া লাগুক!
বাড়িতে বাড়তি জুতো না থাকুক
গায়ে চকচকে জামা না থাকুক
নিত্য ব্যবহার্য মলিন মানিব্যাগে পয়সা না থাকুক অন্তত হ্নদয়ে ঐক্যের প্রাচুর্য থাকুক।
তবুও কিছু তো একটা হোক।
বস্তাপচা বিত্ত না থাকুক
অন্তত খোলা একখানি মন থাকুক।
আর কিছু না হোক
দখিন দুয়ারে খোলা হাওয়া থাকুক
টলটলে পুকুরে তাঁজা মাছ থাকুক
হলুদ সরিষা ফুলে নির্ভেজাল তেল থাকুক রুপোলি থালে ঘিয়ে ভাজা মুড়ি থাকুক।
এও বা কম কিসে!
কিছু তো একটা হোক
অবিশুদ্ধ রাজনৈতিক উৎযাপনে ক্লান্ত পথিকের মনে হাসি ঠাট্টার সহজিয়া আড্ডায়
প্রবেশ করুক ভালোবাসার অবারিত ফিরোজা...
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
মাসুদ রানা শাহীন বলেছেন:
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪
এম ডি মুসা বলেছেন: বাহ!
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
মাসুদ রানা শাহীন বলেছেন: হুম।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বিলাসী আবেগের প্রাপ্তি না হোক, অন্তত নিত্য চাওয়াগুলো পাওয়া হোক। সুন্দর লেখা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০
নয়ন বড়ুয়া বলেছেন: "আপনার কিছু একটা হয়েছে" এই শিরোনামে কবিতা পড়ার অপেক্ষায় রইলাম কবি...