নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আজ খুশির আগুনে পুড়ে গেছে;
মেঘ শিরিষের নির্জনতা,
দুধসাদা জোছনার আত্মভরিতা,
জ্বলে গেছে
চন্দ্রোজ্জ্বল সন্ধ্যার জাফরানি রং!
আজ জন্ম জৌলুসের আগুন লেগেছে;
ধোপদুরস্ত ঝাউফুলে,
দ্রোহের তামাটে চিবুকে,
চেতনার অনি:শেষ ওমঙ্কারে!
আজ আগুনের প্রাচুর্যে জ্বলছে;
গহীনের অনুভূতি
বোধের পীড়ন
গভীরের স্ফুরন!
দুর্দান্ত এই সকাল মাথায় নিয়ে নিশ্চয়ই কোন তরুন কবি কোলাহলের সৃষ্টিশীল ফুটপাতে পরিভ্রমণ করবে,
অপেক্ষায় আছি বিকেল ডুবে গিয়ে রাত ভোর করে সকালে সহমর্মিতার সূর্য উঠবে,
মানুষে মানুষে ভালোবাসায় বেঁচে থাকবে পৃথিবীর গোলাপী ফুসফুস !
মহত্তম অনুভবের নিগূঢ়তম উচ্চারণ:
আঁধারের বান ভেংগে ফের রৌদ্র উঠবে,
ভাংগা জীবন ফের প্রাণ পাবে,
হৃদয়ের স্থায়ী খোপে প্রণয়ের গন্ধ প্রসারিত হবে ঝাঁকে ঝাঁকে,
এ পৃথিবী তবে মানুষের ই হবে।
আজকের সকালটা রৌদ্রজ্জ্বল, সুন্দর হোক…
২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৯
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১
বিজন রয় বলেছেন: হৃদয়ের স্থায়ী খোপে......... এই কবিতায় খোপে শব্দটি মানানসই নয়। অন্য একটি আরো ভাল শব্দ হতে পারতো।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৭
নীলসাধু বলেছেন: সুন্দর হোক সকল সকাল।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: পড়লাম।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩২
ক্রেটোস বলেছেন: আপনার এই কবিতাটা একদম হৃদয় থেকে আবৃত্তি করেছি। আর করতে গিয়েই দেখলাম কিছু বানানে ভুল আছে। "আত্মম্ভরিতা" , "অনিঃশেষ", " ওঙ্কারে" । বলে রাখি ":" আর "ঃ" দুটো ভিন্ন, প্রথমটি হলো যতিচিহ্ন আর দ্বিতীয়টি হলো একটি বর্ণ। আপনার এই কবিতার প্রতি ভালো লাগা রইল। শুভেচ্ছো!
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৮
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনার মুল্যবান সংশোধনীর জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: বাহ! সুপার্ব।