নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
যারা সরলতা ও বিশুদ্ধতার খোঁজে দিনকে রাত আর রাতকে দিন বানায়
ওরা তো আমাদের ই ছেলে,
যারা হাজার রকমের পতনের পরও মানুষের কাছেই আশ্রয় খুঁজে, মানুষকেই ভরসা করে,
ওরা তো আমাদের ই আত্মজ।
যারা অনেক বেদনা, আর্তি, উল্লাসকে পেছনে ফেলে সম্মুখে প্রবাহিত হয় খরস্রোতা নদীর মতো
ওরা তো আমাদের ই পরম আত্মীয়,
যারা মাথা উঁচু করে নির্ভয়ের অশ্ব ছুটায় দিকবিদিক, বিরামহীন, নিঃশঙ্ক চিত্তে
ওরা তো আমাদের ই প্রিয়জন।
যারা ভালো দিনের আশায় বুকের হাপড় হাপড়াতে হাপড়াতে হারিয়ে গেছে জীবনের রঙ্গমঞ্চ থেকে,
কেউ মনে রাখেনি যাদের, কেউ রাখে না কখনো
ওরা তো আমাদের ই পরিচিত বিজ্ঞাপন।
যারা হৃদয়ের সুবাতাস অনুরণিত করে বেড়ায় প্রজন্ম থেকে প্রজন্মআন্তরে
যাদের ক্রোধ ও আবেগের কাব্য রুপ ছড়িয়ে পড়ে সমবেত মিছিলে, অভেদ্য ব্যারিকেডে, চূড়ান্ত আত্মদানে,
ওরা তো আমাদের ই সিগনেচার স্টাইল।
যারা লেলিহান লালসার সমাপ্তিহীন সমুদ্র পাড়ি দিয়ে,
টুকটুকে রক্তজবার মতো উচ্চারণ তোলে;
"তোমাদের আদর, তোমাদের ভালোবাসায় মোড়ানো এই আমি,
আমি তোমাদের ই লোক
আমি তোমাদের ই স্নেহধন্য
আমি তোমাদের ই ছেলে"।
ওরা তো আমাদের ই ছেলে…
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যারা লেলিহান লালসার সমাপ্তিহীন সমুদ্র পাড়ি দিয়ে, টুকটুকে রক্তজবার মতো উচ্চারণ তোলে;[/sb.............।
অনেক সুন্দর প্রকাশ। কবিতায় ভালো লাগা।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
বাকপ্রবাস বলেছেন: সুন্দর, বেশ সুন্দর