নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

ওরা তো আমাদের ই ছেলে

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮


যারা সরলতা ও বিশুদ্ধতার খোঁজে দিনকে রাত আর রাতকে দিন বানায়
ওরা তো আমাদের ই ছেলে,
যারা হাজার রকমের পতনের পরও মানুষের কাছেই আশ্রয় খুঁজে, মানুষকেই ভরসা করে,
ওরা তো আমাদের ই আত্মজ।

যারা অনেক বেদনা, আর্তি, উল্লাসকে পেছনে ফেলে সম্মুখে প্রবাহিত হয় খরস্রোতা নদীর মতো
ওরা তো আমাদের ই পরম আত্মীয়,
যারা মাথা উঁচু করে নির্ভয়ের অশ্ব ছুটায় দিকবিদিক, বিরামহীন, নিঃশঙ্ক চিত্তে
ওরা তো আমাদের ই প্রিয়জন।

যারা ভালো দিনের আশায় বুকের হাপড় হাপড়াতে হাপড়াতে হারিয়ে গেছে জীবনের রঙ্গমঞ্চ থেকে,
কেউ মনে রাখেনি যাদের, কেউ রাখে না কখনো
ওরা তো আমাদের ই পরিচিত বিজ্ঞাপন।

যারা হৃদয়ের সুবাতাস অনুরণিত করে বেড়ায় প্রজন্ম থেকে প্রজন্মআন্তরে
যাদের ক্রোধ ও আবেগের কাব্য রুপ ছড়িয়ে পড়ে সমবেত মিছিলে, অভেদ্য ব্যারিকেডে, চূড়ান্ত আত্মদানে,
ওরা তো আমাদের ই সিগনেচার স্টাইল।

যারা লেলিহান লালসার সমাপ্তিহীন সমুদ্র পাড়ি দিয়ে,
টুকটুকে রক্তজবার মতো উচ্চারণ তোলে;
"তোমাদের আদর, তোমাদের ভালোবাসায় মোড়ানো এই আমি,
আমি তোমাদের ই লোক
আমি তোমাদের ই স্নেহধন্য
আমি তোমাদের ই ছেলে"।

ওরা তো আমাদের ই ছেলে…

















মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, বেশ সুন্দর

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪

মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যারা লেলিহান লালসার সমাপ্তিহীন সমুদ্র পাড়ি দিয়ে, টুকটুকে রক্তজবার মতো উচ্চারণ তোলে;[/sb.............।
অনেক সুন্দর প্রকাশ। কবিতায় ভালো লাগা।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.