নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমি সেদিনও কিছু বলতে পারি নি
সুস্বাদু পোলাও-কোর্মার সাজানো লোকমার অন্তরালে আমাকে কত সহজে বিষ খাইয়ে দেওয়া হয়েছে তবুও কিছু বলতে পারি নি,
কত বার
বিবমিষা,বিরক্তি, বিষন্নতা আমাকে খুবলে খুবলে খেয়েছে,
কতবার
অমানুষের নখর থাবায় বিক্ষত হয়েছি
বারবার
চতুর মাকোড়শার শক্ত ফাঁসে হাঁসফাঁস করেছি
আমি সেদিনও কিছু বলতে পারি নি।
অনেকে বড় কবি হবে বলে
শুয়ে -বসে,গাড়ি হাঁকিয়ে, কর্পোরেট চেয়ারে পা তুলে,হাই কমোডে বসে বসে অপকবিতার অক্ষরবৃত্ত রচনা করেছে
কবিতার মাঠে রাজপুত্র নয় কৃতদাসদের শাসন দেখেছি
আমি সেদিনও কিছু বলতে পারি নি।
ফুটফুটে ধারালো ব্যক্তিত্বের বুদ্ধিজীবীকে স্বার্থের বাজারে খুব সস্তায় বিক্রি হতে দেখেছি,
ভন্ড বেনিয়াদের মুখে প্রগতি, উন্নতি, উত্তরণের ছাদ পেটানো গর্জন শুনেছি
ধুঁকতে থাকা ক্ষুধার্ত পৃথিবীর দীর্ঘ চিৎকার শুনেছি
আমি সেদিনও কিছু বলতে পারি নি।
প্রিয় মানুষটি হঠাৎ করেই
শ্লেষের আঁচড় বসিয়ে,
বিচ্ছেদের হুল ফুটিয়ে
আমাকে লন্ড-ভন্ড করে দিয়েছে
আমি সেদিনও কিছু বলতে পারি নি।
আমি বিশ্বযুদ্ধ দেখেছি
দেখেছি দেশভাগ,রক্তভাগ
দেখেছি দাংগা, নিষ্ঠুরতা
নির্দয় -নৃশংসতা
আমি সেদিনও কিছু বলতে পারি নি
দিন কাটছে।বয়স বাড়ছে।
চুলে পাক ধরেছে অনেক আগেই,
চোখের নিচে বলি রেখা পড়া শুরু হয়েছে,
সময় আসছে শেষ হয়ে।
আমি এখনো কিছু বলতে পারি না…
৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
কালো যাদুকর বলেছেন: কিছু না বললেও সাক্ষী হয়ে তো আছেন। কবিতা ভাললেগেছে।