নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
একটি মহাকাব্য লিখবো,
কাব্যটি লিখবো না বলার ঢংগে ক্ষোভ আর ঘৃণার নীরবতা মিশিয়ে
সময়ের অনিরুদ্ধ ক্যালিগ্রাফে লিখে যাবো;
শেকড়হীন মানুষের স্পর্ধার কথা,
ক্ষমতাহীন মানুষের মহীরুহ প্রতিশোধের কথা,
তেলতেলে সুবিধাবাদের নির্দয় পরাজয়ের কথা
আমার লেখা মহাকাব্য হবে খুব বেশি বাস্তবিক
এখানে রোমান্টিসিজমের 'র' ও থাকবে না,
গাল-গপ্পের কচকচানি থাকবে না,
আবেগের হ্যাংলামী থাকবে না
বারুদমাখা এই কাব্যে;
শুন্যতার শোকসভা থাকবে না
বাজারি সেনসেশন থাকবে না,
চিকনা শয়তানির আস্ফালন থাকবে না
সাদা- মাটা সরলরৈখিক এই কাব্য থেকে
সুশীল সমাজের এটিচিউড আর পায়ের জুতো দুটোকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো
আমার লেখা মহাকাব্যের হেটার হয়তো আছে,
থাকুক।
কে জানে একদিন তাঁরাও হয়তো এটাকে ভালোবাসবে
আর না বাসলেই-বা কী…
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০২
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ অনেক।
২| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৩
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: ভালো হয়েছে।
সাদ-মাটা সরলরৈখিক মহাকাব্য।