নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
পদ্য নয় পদ্মাবতীকে এখন পেতে হলে প্রতিবাদে প্রখর হতে হবে
এখন চোখে রোদ্র নিয়ে ঘুমানোর সময় না,
এই দোআঁশলা জীবনকে শুধু উৎযাপন করাই এখন যথেষ্ট নয়,
ব্ল্যাক আউট এই আধারকালে
সাদা ক্যাডিলাক গাড়িতে চড়ার স্বপ্নকে এখন গংগায় ছুড়তে হবে,
এখন টিকটিকির শব্দেও প্রাণ চমকে যাচ্ছে
এখন ছেলেকে ঘরে রেখে মা বের হয়েছে ভিক্ষে আনতে,
যে ভদ্রবেশী মুখোশে ঢেকে গেছে মুখ তাকে বিশ্বাস করার সময় এখন নয়,
কবিতার অক্ষরগুলো ভয়ে কুঁকড়ে থাকলে এখন আর চলবে না
এখন অনিমেষ-জয়িতার প্রেম উপাখ্যান পড়ারশ শ্রেষ্ঠ সময় নয়
জুঁই ফুল নয় সাদা ভাতকেই এখন ভালোবাসার সময়,
অসহায়ত্বের কালো দেয়াল এখন ই উপড়াতে হবে,
আত্মার অন্ধকারে লুকিয়ে থাকা ক্ষুধিত জানোয়ারটাকে এখন ই হত্যা করতে হবে
এখন সময় ভালো নয়…
১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৩
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনার উচিত অন্যের পোষ্ট পড়া এবং মন্তব্য করা।
১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে। সময় পাই না তো। চেষ্টা করবো ।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৭
কামাল১৮ বলেছেন: এখন সময় অধিকারের জন্য সংগ্রাম করার।সুন্দর কবিতা।