নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমরা মালিন্য দূর করে সৃজন করি সৌন্দর্যের
পতপতে পতাকা
সাহিত্যের খাত থেকে আমরা পলি সরিয়ে দ্যূতিময় নবীন জলধারা জাগিয়ে তুলি,
আমরাই নিঃশ্বাসের ছাউনি পেরিয়ে দীর্ঘশ্বাসের উদার আকাশে উন্মোচিত হই
আত্মগ্লানির অনল থেকে বেরিয়ে ছুটে যাই পরাভবের অন্তরে,
ইতিহাসের গল্প বলার ফাঁকে ফাঁকে আমরা লিখে যাই অসামান্য সব স্বপ্নের কথাও
আমাদেরকেও গুনতে হবে
আমাদের কথাও শুনতে হবে
আমাদের দাবী, আমাদের দাবী
মানতে হবে, মানতে হবে…
২| ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়নি।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৮
সোনাগাজী বলেছেন:
এটা কি কবিতা, নাকি অন্য কিছু?