নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
রক্ত-মাংস নয় আমরা জলরং তেলরং খড়িমাটি দিয়ে একজন পেশিবহুল কৃষক নির্মান করতে চাই,
যে কৃষক মৃত্যুর কল্লোল থামিয়ে তেপান্তরের মাঠে নিয়ে আসবে গভীর আত্মপ্রত্যয়,
যে কৃষক প্রথা ও নিয়মের বেড়াজাল ডিংগিয়ে দিতে পারে তুমুল চিৎকার!
যে কৃষক ভাংগনের ডাক দিয়ে উদ্দীপ্ত করে তোলে অতৃপ্ত আত্মাকে,
যার সুতীব্র চোখের আগুন আর ভারী কন্ঠের আওয়াজে ভেসে যাবে সমস্ত অন্যায়!
আমাদের নির্মিত কৃষক একদিন স্বপ্ন আর মিছিলের স্ফুলিঙ্গ নিয়ে হেঁটে বেড়াবে পৃথিবীর বুকে বুকে,
যার এক পিঠে সোনালী নিয়তি তো অন্য পিঠে ভর করবে নীল রসরাজ!
এই কৃষক সেই কৃষক; যে কিনা রাজনীতির শুকনো কথাগুলোকে চটচট করে খাঁটি শিল্প বানিয়ে ফেলে
অভিধানের মৃত শব্দের শিলাস্তূপ থেকে বাঘা বাঘা শব্দ বাছাই করে তরতর গদ্যপ্রবাহ তৈরি করে!
আমি মুগ্ধ বিস্ময়ে স্পর্শ করি সেই কৃষকের
নাক, চোখ, গাল, ঠোঁট!
বাস্তবিক আমি ছুঁয়ে দিই ইতিহাস,
কিংবদন্তি, আর সময়কে!
আমরা পোড়া মাটি দিয়ে প্রশস্ত পাঁজরের একজন কৃষক নির্মাণ করতে চাই…
০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
করুণাধারা বলেছেন: আপনার কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে। কবিতাও ভালো হয়েছে।