নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আজ আমার কবিতারা কথা কইছে
তবে কী জোয়ার এলো সমুদ্রে?
বিষণ্ণ আকাশও আজ মেতে উঠেছে প্রিয় শশীগল্পে
তবে কী অস্বস্তির খটখটে রৌদ্রের মাঝে এক পশলা বৃষ্টির শীতল অনুভূতি সৃষ্টি হতে যাচ্ছে?
কবিতার শব্দভেদী বাক্যগুলো প্রকাশ্যে বেশ প্রতিবাদ করা শিখে গেছে
তবে কী সিগারেটের কালো কুয়াশাগুলো এবার কেটে যেতে বসেছে?
এ কিসের হিমালয় গড়ে উঠছে নিপীড়িত জনতার বাম অলিন্দে?
ভয়কাতুরে এই চিত্তে ভয়শুন্য জোয়ার ই বা এলো কোথা হতে?
তবে কী এবার শয়তানের রক্ত পানি হতে চলেছে?
জনগন জানে কবিতা লিখে ভাত খাওয়া যায় না
তবু কেনো ওরা শহরের প্রধান প্রধান সড়কে সুগন্ধি কবিতার বীজ ছিটিয়ে যাচ্ছে?
তবে কী আর কিছুক্ষণ পরেই কবিতার পেট ফুটে জন্ম নিতে যাচ্ছে;
লড়াইয়ের অন্তহীন ইতিহাস
প্রতিরোধের অম্লান ইতিবৃত্ত
মুক্তির অনবদ্য ইতিকথা?
তবে কী কবিতায় এবার সত্যিই জোয়ার এলো?
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০২
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:২৭
নিমা বলেছেন: সুন্দর লেখা
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০১
মাসুদ রানা শাহীন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০১
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।