নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

কবি

১১ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৫



পাশের গ্রামে একজন কবি এসেছেন
এই কবি আর দশটা ভাড়া খাটা শব্দশিল্পীর মত নয়
এই কবি কবিতার শরীরকে নগ্ন করে নিজের ঝুলি টুইটুম্বুর করেন না

কবি তাঁর ছন্দ আর চিত্রকল্পের কাঁচামাল কুড়িয়ে নেন ঘটমান বর্তমানের মাঠ থেকে
ঘাত প্রতিঘাতের সামুদ্রিক ঢেউয়ের উপরিভাগে অনায়াস-ইন্দ্রজাল রচনা করে চলেন‌ তিনি
শিল্প তাঁর কাছে উপরিতলার সজ্জা নয়, বরং শিল্পেই সৃজিত তার অন্তর্গত বিভূতি

দৈব সমাধানের ফুলঝুরিতে কবির আস্থা নেই
রক্ত–মাংস ভেদ করে হাড়ের কাঠামো পর্যন্ত জীবনের পঁচা ঘা উদোম করে দেখাতেই তাঁর স্বস্তি
শুধু বিশুদ্ধ কবিতা, শুদ্ধ নন্দনতত্ত্বের প্রলোভন তাঁকে তাড়িত করে না
ফুলের জলসায় বসে থেকে নীরব থাকা এই কবির পক্ষে অসম্ভব

কোনো রহস্য ও দুর্বোধ্যতার আড়াল নেই,
টানটান গদ্যে কাব্যে কবি বলতে চেয়েছেন তাঁর অন্তরের রূঢ় বয়ান,
কবি ভেতরে ভেতরে মস্তিষ্কের অদৃশ্য খাতায় লিখে ফেলেছেন জাতির মর্মের কথা
সাহিত্যের খাত থেকে পলি সরিয়ে দ্যূতিময় নবীন জলধারা জাগিয়ে তোলাই তাঁর নিত্য নেশা

পাশের গ্রামে একজন কবি এসেছেন
ডাকাবুকা, চাঁচাছোলা, অগ্নিমূর্তি, স্বদেশী এক কবি…





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০১

অপ্‌সরা বলেছেন: বাহ!

পাশের পাশের গাঁ য়ের সেই কবির নামটা কি?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৮

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ কিন্তু কবির নামটি তো আমিও জানি না...

২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.